শোনা গিয়েছিলো,
কারা যেনো গিয়েছিলো বাজারে ,
কিনতে শেকল;
-'কঠিন শেকল, হে প্রেম তোমার জন্যে'।
প্রেম ধরবে, প্রেমে পড়বে, প্রেম মাখবে
পরস্পর আলিঙ্গন ও সঙ্গমে;
চুম্বনে মুদ্রা,মুদ্রায় বিষ,বিষে সন্তাপ
পাপ ও পূণ্যে শূন্য ভাঁড়ার
- হে প্রেম তোমার জন্যে।
প্রেম ফুরিয়েছে, প্রেম উড়িয়েছে, প্রেম
কুড়িয়েছে বনিক ও গনিকা সকল
শেকল কঠিন, কঠিন শেকল-হে প্রেম!
ছায়াবন্দী মানুষ আছে,রয়ে গেছে,
পড়ে আছে সারি সারি বন্দী মানুষ
মানুষেরা কিনতে গিয়েছিলো শেকল
-অহেতুক, অনর্থ মানুষ।
রূপ সনাতন
মন্তব্য
কবিতা ভাল লেগেছে, নিয়মিত লিখুন আরো ভাল লাগবে।
আমার মনে হলো এটা গান করে গাইলে মনে হয় বেশি ভালো হয়। কেমন যেন দেখতে পেলাম ফিডব্যাকের মাকসুদ মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে প্রেম ফুরিয়েছে, প্রেম -- কঠিন শেকল -প্রে ------ম বলে একটা টান দিচ্ছে ----
সত্যিই, ফাজলামি না :)
দেখুন তো কাউকে দিয়ে এটাকে সুর দিয়ে গান বানাতে পারেন কিনা?
কবিতার আলাদা দ্যোতনা আছে, যে কবিতাচেষ্টায় সেই দ্যোতনা নেই কেবল সেই অন্য কিছুতে পরিবর্তিত হতে পারে। সে বিবেচনায় এই কবিতা চেষ্টাটি ব্যর্থ :),অন্ততঃ আপনার বিবেচনায়।
বাহ্ !
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
চমৎকার !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
জনাব রূপ সনাতন,
আপনি তো প্রতুল মুখোপাধ্যায়ের গানটাই একটু বদলে নিজের গান হিসেবে গেয়ে গেলেন দেখছি।
এরকম প্রত্যক্ষ প্রভাব ভবিষ্যতে আপনার লেখালেখিতে খারাপ প্রভাব ফেলতে পারে।
প্লিজ, একটু রয়েসয়ে...!
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
জনাব মুজিব মেহদী,
আপনি কি নিশ্চিত আমি প্রতুল মুখার্জীর গান নিজের বলে গেয়ে গেলাম? প্রতুলের কোন গানের কথা বলছেন আপনি? আমার জানা নেই। আপনি কি দয়া করে সেই গানটি এখানে দেবেন?মিলিয়ে দেখতাম।
আপনার কবিতা
শোনা গিয়েছিলো,
কারা যেনো গিয়েছিলো বাজারে ,
কিনতে শেকল;
-'কঠিন শেকল, হে প্রেম তোমার জন্যে'।
প্রতুলের গান
গিয়েছিলাম লোহার হাটে
কিনেছিলাম শেকল
ভারী শেকল, বন্ধু তোমারই জন্যে
এটাকে যদি আপনি প্রত্যক্ষ প্রভাব মনে না করেন তো আমার আর কিছু বলার থাকে না বস্তুত।
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
মানুষেরা কিনতে গিয়েছিলো শেকল
-অহেতুক, অনর্থ মানুষ।
-----------------------------------------------------------------------------------------
ভালো লাগলো।
খুব পরিচিত একটা গান খুঁজে পাওয়া গেলো কবিতায়
এতোটা পরিচিত কিছুর ছাপ পেলে ভালো লাগেনা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
কোন গান?
নতুন মন্তব্য করুন