১৬ | লিখেছেন সাইফুল আকবর খান (তারিখ: রবি, ৩১/০৫/২০০৯ - ১২:২৪পূর্বাহ্ন)
পড়তে অনেক ভালো লাগলো মান্না।
যদিও অর্থ টুকরো টুকরো-তে বুঝলেও পুরোটাতে মিলাতে পারিনি, নামকরণেও একটু খটকা, তবে
আপনিও তো আবার কবিতার পোস্ট-মর্টেম পছন্দ করেন না।
তবু, আই রিপিট, পড়তে এবং পড়ে যেতে অনেকই চাল্লু
__________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
সাইফুল,
ধন্যবাদ। আপনি পড়েছেন বলে। চাল্লু মানে যদি চটকদার বুঝিয়ে থাকেন তবে আমি সবিনয়ে বলছি- তেমনটা চাইনি।
স্নিগ্ধার নাম নিয়ে মন্তব্যটার পর আমারও খটকা লাগছে সাইফুল।
মন্তব্য
খুব ভালো লাগল। আরো লিখুন।
লিখব মামুন। আপাতত আপনার অনুবাদ পড়ছি।
দাদা,
কবিতাটি ভালো লাগলো।
মউ
ধন্যবাদ মউ।
এখন পড়তে সৌন্দর্য লাগছে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
আনন্দিত হইলাম
ভালো লেগেছে।
আরো পড়ার অপেক্ষায় থাকলাম।
অশেষ ধন্যবাদ আপনাকে
কবিতাটা অন্যরকম সুন্দর!
(কিন্তু নামটা যে বিশেষ ভাল্লাগ্লো না, মান্না মহাশয় )
আপনার ভাল লাগেনি?
ঠিকাছে, আগামীতে মনে রাখার চেষ্টা করব।
ধন্যবাদ আপনাকে স্নিগ্ধা।
আমি কিন্তু কবিতার নামের কথা শুধু বলেছি - আসল লেখাটা, অর্থাৎ কবিতাটা তো ভালো লেগেছে!!
মারাত্মক লাগল
কি যে বলেন ভাই!
চমৎকার লেখেন। কি মেদহীন!
আপনার মন্তব খুব ভাল লাগল
পড়তে অনেক ভালো লাগলো মান্না।
যদিও অর্থ টুকরো টুকরো-তে বুঝলেও পুরোটাতে মিলাতে পারিনি, নামকরণেও একটু খটকা, তবে
আপনিও তো আবার কবিতার পোস্ট-মর্টেম পছন্দ করেন না।
তবু, আই রিপিট, পড়তে এবং পড়ে যেতে অনেকই চাল্লু
__________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
সাইফুল,
ধন্যবাদ। আপনি পড়েছেন বলে। চাল্লু মানে যদি চটকদার বুঝিয়ে থাকেন তবে আমি সবিনয়ে বলছি- তেমনটা চাইনি।
স্নিগ্ধার নাম নিয়ে মন্তব্যটার পর আমারও খটকা লাগছে সাইফুল।
না, আমি চাল্লু-টুকু পুরো পজিটিভ অর্থেই বলেছি- ল্যুসিড, ফ্লুয়েন্ট আর সুখপাঠ্য ...
নো হার্ড ফিলিং প্লিজ।
একটু হাসেন তো মান্না?
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন