ছাদ নেই ঘরে তারা গুণতে গুণতে
ঘুমিয়ে পড়েছিলাম?
ফসলহীন ক্ষেত,আঁকাবাঁকা অলপথ ধ'রে
এগুচ্ছে চাঁদ।অসহায় কাকতাড়ুয়া,বাদুড়ের কালো ডানা
দেখি কারো মুখ।মুখের ভেতর হারিয়ে যাচ্ছে মুখ
খুণ উন্মত্ততায় পেয়েছে আজ,এ রাত্তিরে;পিষে যাই
ভাঙ্গা কাঁচ,মা পিঁপড়ে,রাস্তা পার হ'তে যাওয়া কাঠেবড়াল...
আঁতকে উঠে বসি,মুঠোয় মিনারেল
যাত্রীরা কি সব ঘুমিয়ে পড়েছে?
নেমে আসছে চাঁদ ঘরে চালকের নিশানা ভেদ করে...
মন্তব্য
ভালো লাগলো।
শিরোনাম কি আসমা বীথি ভ্রমণ?
হইসে কী, আমি তো ই-মিডিয়ায় নতুন লিখতেছি।তাই ভুলচুক হয়ে যায়।একজন লিখে পাঠালো শুরুতে আপনার এবং কবিতার নাম লিখে তারপর পোস্ট করবেন।সেই বুদ্ধিতেই...
যাই হোক,নীলকে বলি কবির নাম আসমা বীথি,কবিতার শিরোনাম ভ্রমণ।
শিরোনামটি ঠিক করে দেওয়া হল। প্রকাশের পূর্বে যেকোন সাহায্য ও প্রকাশের পরে যেকোন সম্পাদনার জন্য মডারেটরদের জানাতে পারেন।
কাঠবেড়াল টা কি কোন বিড়াল?
আপনার কবিতার আকাশটা আমাদের কাছাকাছি নামিয়ে আনুন। আমরা গুনে গুনে পড়ি আপনার কবিতার তারা। মানে বেশি বেশি পোস্ট দেন। ভালো লাগছে।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
আচ্ছা। ধন্যবাদ।
ভালো লাগলো। আরো লিখুন।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
বীথি, আপনার ভ্রমণটা বেশ মনোহারী হয়েছে।
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
ভ্রমণের ভারে যদিও ক্লান্ত হৃদয়।ধন্যবাদ মুজিব মেহদী। বাংলা লিখতে আগের মতো ঝামেলা হয় না এখন।
আজকাল সবাই শুধু কষ্ট, না পাওয়ার বেদনা , পেয়ে হারানোর দুঃখ , ভুল বোঝা, না বোঝা, হতাশা, হাহাকার, নাই নাই নাই চিৎকার ইত্যাদি নিয়ে কবিতা লেখেন। কষ্ট ছাড়া আর সব অনুভূতিগুলো কি মূল্যহীন? সেগুলোর কথা কে লিখবে?
এই অতি চমৎকার কবিতাটাও সে রকমই লাগল। কষ্ট পেলাম
...এইগুলান শেষ পর্যন্ত থাকে। আনন্দের অনুভূতি তো দ্রুত বিদায় নেয়।তাই আজকাল না,সব কালেই দুঃখ শিরোধার্য।
-----------------------------------------------------------------------------------------
কিছু জায়গা এরকম মনে হয় রাতের হাইওয়ে।
বাসে বসে আছি। জানলার ধারে।
আবার কিছু জায়গা অন্যরকম। হেঁটে যাচ্ছি যেন।
সবমিলিয়ে ভালো লাগলো খুব।
-------
অলপথ, কাঠেবড়াল--এগুলো নিজের মত করে বুঝে নিলাম।
-----------------------------------------------------------------------------------------
বাহ!
কবিতার ভাবানুবাদে সাহসী লোকের অভাব রয়েছে।আপনি সেই কাজটা করলেন বলে ধন্যবাদ।
নাহ্ , সাহসের ব্যাপার না। বরং ব্যক্তিগত অভিজ্ঞতা প্রসূত বলতে পারেন। ঢাকা-চিটাগাং রুটের রাতের বাস ভ্রমণ প্রায় নৈমিত্তিক হয়ে উঠলেও এর প্রতিটিই আমি উপভোগ করি। সেই সূত্রেই বলা।
বাহ্।
আরো ভ্রমণ হোক আরো কবিতা। ভ্রমণের ভেতর দিয়ে জীবনের নানা জটিলতার নান্দনিক প্রকাশের জন্য কবি আসমা বীথিকে ধন্যবাদ।
নতুন মন্তব্য করুন