বোকা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০৭/০৬/২০০৯ - ৫:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যখন তখন চিন্তা আমার
বুকের উপর আস্ত পাহাড়।
ব্যাজার মুখে থাকো বসে
যদি আবার ক্ষেপো শেষে!
যতই কর হালুম হুলুম
অল্প কথায় মস্ত জুলুম,
দিনের শেষে জানি খুকি
নরম গলায় বলবা ঠিকি-
“কী হবে আর কিছুই না
খাইসো সোনা, ঘুমাবানা?”

যতই থাকুক মনে বিষাদ,
দু:খ কষ্ট হাজার নিষাদ;
চোখের কোণে তোমার ছায়া
সব ভুলি কি আজব মায়া!
যখন কপট রাগে ফোলাও গ্রীবা
না হেসে আর উপায় কীবা?

- বোকা


মন্তব্য

অবাঞ্ছিত এর ছবি

"যখন"টা ছন্দ নষ্ট করে দিচ্ছে বলে মনে হয়.. আর "আমার" এর সাথে "পাহাড়"টা ঠিক যাচ্ছে না । বাকিটা চলে হাসি

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

কীর্তিনাশা এর ছবি

চালিয়ে যান চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।