নীল
_____________________________________________
পুরাতন কবরের পাশে বসে কষি সম্পর্কের হিসাব-
পাতা ঝরে, ফুল ফুটে, নদী মরে
বৃক্ষের গায়ে লাগে করাতের ধার
স্মৃতি আফিম খেয়ে পাখিরা বিস্মৃতি হয় মন মন্দিরায়-
আমাদের কেঁদে যাওয়া দিনগুলো
ডায়েরি থেকে মুছে যায়
শহরের গণিকারা ভুলে যেভাবে
তাদের গত রাতে খদ্দরের শয্যা।
বিরহের পাহাড় ভেঙে-
অজানা দরিয়ায় ভাসাই
মায়ার নৌকা- মরণ চাঁদ
ছুঁয়ে-ছুঁয়ে, তিলে-তিলে নিতে
চায় মাটি শয্যায়-গোপন চুম্বন
শেষ হলে ভেঙে যায় সম্পর্কের
ম্যাজিক। নগ্ন উত্তাপে দেহ
ভাঙো, মন ভাঙো... বিছানায়
লেগে থাকে তবুও অলিক চাকার দাগ
ঘুমের কাফন পরে পুরাতন কবরে পড়ে থাকে
সম্পর্ক নামক একটি প্রকৃত লাশ।
মন্তব্য
আমার কেন যেন মনে হয়, শহরের গণিকারা কখনই গত রাতের খদ্দেরের শয্যার কথা ভুলে না। ভুলতে পারে না। প্রতিটা দিনই জমা হতে থাকে প্রতিটা গত রাতে দুঃসহ স্মৃতি। আর প্রতিটা রাতেই দগ্ধে দগ্ধে নিঃশেষ হতে থাকে গণিকারা।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ধন্যবাদ পাঠ করার জন্যে।
সুন্দর কবিতা (চলুক)
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ
ঘুমের কাফন পরে পুরাতন কবরে পড়ে থাকে
সম্পর্ক নামক একটি প্রকৃত লাশ।
ভালো
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ধন্যবাদ
নতুন মন্তব্য করুন