বুক-খোলা প্রদীপের দেবযানী ডালিম শিখায়
মৃন্ময়ী মিলনের লাজরাঙ্গা মৌটুসী ফোঁটায় ফোঁটায়
গালিচার গতরে ঘামে ও ঘ্রাণে বুণা সম্ভ্রান্ত-সম্ভ্রম,
যেন
সূর্য্য-ডোবার আগে সূ্র্য্য-স্নানে ফেরার শত আয়োজন
নারঙ্গী-নম্রতায় জয়তুন জলরঙ্গের কি বিপুল-বিভাষ;
এখানে সঙ্গম বলতে কিছু নেই, শুধু প্রদীপ্ত পৌরুষের কর্ষণেতিহাস
আলো ও আলেয়ার উভয় পিঠেই, সাদাকালো জোছণার অরুণ-আদিবাস
শুধু মাঝরাতে, পূর্ণিমা-রোদে ভেজার তুমুল-তিয়াস।
এখানে আঙ্গুল রাখো, মরণ !
দেখো মাঝরাতে পূর্ণিমায় পরিপাটী পুরুষের পিতৃ-দহণ ...
-----------------------------------------------------------------------
সুমিন শাওন
মন্তব্য
বেশ ভাল্লাগসে! পাঞ্চাইলাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অনেক ধন্যবাদ,,খুব খুশী হলাম,,
আপনার মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লাগলো
ভালো থাকবেন সবসময়!
আয় হায়!!!!!!!! কন কী???? সঙ্গম না থাকলে বেঁচে থেকে লাভ কী?
পাঠ করার জন্য ধন্যবাদ
আসলেই সঙ্গম বলতে কিছু নেই
"সাদাকালো জোছণার অরুণ-আদিবাস
শুধু মাঝরাতে, পূর্ণিমা-রোদে ভেজার তুমুল-তিয়াস।"
আমার ভীষণ ভালো লাগলো।
*******************
জলের উজানে চলো। রাত্রির বিরুদ্ধে চাঁদ জ্বলো।
শত-শত চাঁদ তোমরা বিরুদ্ধতা ভেদ ক'রে চলো।
---আব্দুল মান্নান সৈয়দ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
খুব বেশী কিছু বলার নেই আমার
আসলে খুব কিছু বলার সময় এটা নয়
তারপরও কত কিছুই বলতে হয়
বলে যেতে হয়'
শ্রদ্বা !!!
ভালো লাগছে।
আপনার ভাল লাগায় আমি সাহস পাচ্ছি ভেতর থেকে,,
ধন্যবাদ অনেক
(চলুক)
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
অনেক ধন্যবাদ,,খুব ভালো লাগলো মন্তব্য পেয়ে
ভাইরে এতো কঠিন কঠিন শব্দ ব্যবহার করছেন, দাঁত বসাইতে পারলাম না। ;)
লজ্জা দিবেন না ভাই
কতকাল ধরে শব্দ খুঁজি শব্দের তবু শব্দের দেখা নাই
অজস্র ধন্যবাদ নিন
বেশ ভালো লেগেছে
গভীর শ্রদ্বা এবং কৃতজ্ঞতা,,পাঠ করার জন্য
কবি ও কবিতা,,আপনার ঠালো লাগার কাছে ঋণী থাকলো
গভীর শ্রদ্বা জানবেন
চমৎকার!
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
অনেক অনেক ধন্যবাদ
আশা করি সাথে থাকবেন,,কথা হবে আবারো
নতুন মন্তব্য করুন