• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

এফ-এম রেডিও এবং লাভ - গরু

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২৯/০৬/২০০৯ - ৩:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

fm জ্বরে প্রথম দিকে সবাই ভুগলো ...একেবারে নাক-চোখ-মুখ দিয়ে আগুন বের হবার
দশা...সবাই তখন স্বপ্ন দেখে ফেলছে রেডিও জকি হয়ে যাবার...

হেন অবাস্থায় হাজার চেষ্টা করেও এই fm কে কানে বসাতে পারলাম না ...
তারপরও জোড় করে চেষ্টা করার যা ফল... তা হল...পছন্দের কিছু গান শুনতে গেলে সেই গানের শেষ প্যাড়া দেখি এ্যাড দিয়ে শেষ হয় .......একটা করে গান শেষ হয় সাথে সাথে শুরু হয়ে যায় ক্যাচক্যাচানি নয়তো নেশানেশা কন্ঠে কিছুক্ষন ভজর ভজর...

ছোট বেলায় শোনা বাংলাদেশ বেতারের সেই সুদ্ধ উচ্চারনের কাছে এদের কথা ছোট
বেলার ভেংচি কাটার কথা মনে করিয়ে দেয়...

এফ-এম গুলোতে হিন্দি গান শোনা যায়...হিন্দি গানের বিপক্ষে নই আমি কারণ হিন্দি
গানে এক্সপেরিমেন্ট করার সাহস তারা করে...
তবে ইংরেজী গানের মত হিন্দি গানও বিদেশী সংগীতের মধ্যে পরলে কেরিয়ান,চাইনিজ
অথবা ইরানী গান শুনিনা কেন?

এফ-এম গুলোতে নাটিকা শোনানো হচ্ছে...এটা আমি প্রথম টের পাই ডি.ইউ এর
সেন্ট্রাল লাইব্রেরীর সামনে ভুলে এফ-এম রেডিও শোনার ফলে...

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে "রেডিও আমার" এ একটি নাটিকা পরিবেশন এর কথা..
আমি শুনলাম একটি ছেলে কন্ঠ প্রায় দম ফুরিয়ে যাওয়া স্টাইলে একটা ডায়লগ
বলল(বোঝাই যাচ্ছিল যে অডিও নাটক এর সম্পর্কে তার ধারনা নাই , থাকলেও প্রয়োগ
নাই..)ছেলের ডায়লগ শেষ হওয়ার পরেই এক কেনকেনে মেয়ে কন্ঠ চিৎকার করে
উঠল...আমার শুধু এটুকু মনে আছে যে কিছুক্ষনের জন্য আমার বুক ধরফর করে
উঠেছিল ...এরপরই সিদ্ধান্ত নিয়েছি যে হেডফোন ব্যবহার করে আর রেডিও শুনব
না...এরপর যত বারই আমি আভাস পেয়েছি যে এখন এই নাটিকার এ্যাড দেওয়া হচ্ছে
ততবারই কান বাঁচাতে আর বিকে ধড়ফরানি কমাতে রেডিও অফ করে দিয়েছি...

একটা নাটকে এত অযত্ন অবহেলা, কেন যেনো সহ্য হল না....

এ ব্যাপারে বলতে গেলেও সেই বাংলাদেশ বেতারের কাছ থেকে সামান্য শিক্ষা নেওয়ার
অনুরোধ রইল তাদের কাছে...
বাংলাদেশ বেতারকে নিয়ে যতই ঠাট্টা তামাশা করিনা কেন ...সুস্থ ও সুন্দর বিনোদন
তারা দিতে পেরেছে...

এবার আসি লাভ গুরুর কথায়...

আহা এই লাভ গুরুকে একবার খালি হাতে পেলে হত....(কি ভাবছেন?আরে না ভাই যা ভাবছেন তা না...)

এই লাভ গুরুদের পেলে সমাদরের সহিত আপ্যায়ন করতাম এবং জিজ্ঞেস করতাম ..
ভালবাসা কাকে বলে এ সম্পর্কে আপনি কতটা জানেন ?

গুরু মানে জানেন?
গুরু তাকেই বলা হয় যে একটা বিশেষ বিষয়ে পন্ডিত হয়...একটা বই পড়ে যেমন
কেউ কোন বিষয়ে পন্ডিত হতে পারেনা তেমনি একটা মেয়ের সাথে প্রেম করেই যে
আপনি লাভ গুরু হয়ে যাবেন তাও সম্ভব না...

অজুহাত হিসেবে বলেন যে-অন্যদের ভুল দেখে নিজেরা সুধরে নেবে..তা যদি হইত
তাহলে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শিখে সবাই অনেক আগেই সাধু হয়ে যেত...
আপনি যেমন জানেন আমরাও তেমনি জানি উঠতি কিশোর-কিশোরীরা এফ-এম বেশী
শোনে সুতরাং হুদাই কেন তাদের মাথা খাইতাছেন...এই লাভ গুরু হওয়ার জন্য
আপনাকেও নিষ্চই কম মেয়ের সাথে প্রেম করতে হয় নাই...সুতরাং এই প্রোগ্রামের
প্রথম ফটকা আপনি আর সেই খুশিতে আপনাদের প্রোগ্রাম বাজেয়াপ্ত করা হল..........

গালে হাত দিয়ে ভাবি আহা যদি এদের ধরে এভাবে বলা যেত...!

যাবেনা কেন ? চাইলেই বলা যায় কিন্তু বললে সবাই পেটের দোহাই দেবে...

কানের কাছে এফ-এম ওপেন করলাম আবার সেই গান শেষে নেশা নেশা গলায়
কেচরকেচর....

থাক্ বাবা তোরা পেট ভরে খা...যাক মূল্যবোধ রসাতলে...

(জয়িতা)


মন্তব্য

দ্রোহী এর ছবি

আমি দুয়েকটা এফএম রেডিও জকিকে চিনি। হাতের কাছে পেলে আপনার হয়ে থাপড়ে দেবো।

দুয়েকটা বানান বেশ দৃষ্টিকটু। এছাড়া লেখাটা ঠিকাছে।

লীন এর ছবি

অগ্রিম ধন্যবাদ

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

সুমন চৌধুরী এর ছবি

দিনকাল ভালো না। যে যেভাবে পারছে খরচ বাঁচাচ্ছে। আপনিও কোন ব্যতিক্রম নন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বদলে ডি.ইউ. লিখে পাঁচটি অক্ষর বাঁচিয়ে দিলেন খুব যা হোক!



অজ্ঞাতবাস

অতিথি লেখক এর ছবি

ইইইইইই...
পরবর্তীতে পরিপূর্ণ শব্দ লিপিবদ্ধ করার চেষ্টায় থাকব

( জয়িতা )

সুমন চৌধুরী এর ছবি
রেনেট এর ছবি

এফএম রেড্যু কি অনলাইনে শোনা যায়? শোনা গেলে এট্টু শুনে দেখতাম...
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সাইফ তাহসিন এর ছবি

কেনো দাদা, সুখে থাকতে ভূতের কিল খেতে মন চায়? কতক্ষন বেংলিশ উচ্চারনে বাংলা শুনতে মন চাইলে অবশ্য তা করতে পারেন।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ধুসর গোধূলি এর ছবি

- আমার এক 'সেকেণ্ড কাজিন' কোনো এক রেডিওর জকি। সে আবার বিশাল 'পপুলার'। ফেসবুকে দেখি তার 'ফ্যান' সংখ্যা রীতিমতো 'এ.সি' হয়ে বনবন শব্দ ভুলে গরগর শব্দ তুলে জানান দিচ্ছে। আমি দেখি আর টাশকি খাই। এ-ও নিশ্চই 'ব্যাংলিশ' চর্চায় নিজেকে ইশমাট বানিয়ে ছেড়েছে এতোদিনে!

আচ্ছা, লাভ গুরুর কাজটা কী? মানে তিনি আসলে কী করেন? প্রেমে পড়ার টিপস দেন নাকি অন্যকিছু, জানতে মঞ্চায়।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতিথি লেখক এর ছবি

সত্যি কথা বলতে গেলে এসব জনপ্রিয়তার স্থায়িত্ব খুব বেশী দিনের না ....
চাপার জোড়ে আর কত চলা যায় ভাই...
এ সবই মরীচিকা....এর মধ্যে আমি কোন সৃষ্টিশীলতা দেখিনা...
মাঝখানে কিছু চেংরা পোলাপান টাকা ইনকাম করে আর মূল্যবোধের ১২টি বাজে...

(জয়িতা)

বিপ্লব রহমান এর ছবি

আমার এক 'সেকেণ্ড কাজিন' কোনো এক রেডিওর জকি। সে আবার বিশাল 'পপুলার'। ফেসবুকে দেখি তার 'ফ্যান' সংখ্যা রীতিমতো 'এ.সি' হয়ে বনবন শব্দ ভুলে গরগর শব্দ তুলে জানান দিচ্ছে। আমি দেখি আর টাশকি খাই।

:))


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

"কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ"-- অনেকদিন আগে এ্যন্থ্রোপলজির ক্লাসে শুনেছিলাম। আমার সব সময় জানতে কৌতূহল আমরা কেন অন্যদের এত নকল করি, নিজস্বতা বলে কিছু কি থাকতে পারেনা? আমরা যাদের নকল করি তারা তো আমাদের নকল করেনা।

অতিথি লেখক এর ছবি

বুয়েটের একজন স্যার বলেছিলেন-আধুনিকতা হল পাশ্চাত্যকে অনুকরণ এবং অনুসরণ..
ঘটনা আসলেও তাই....
তারা যা করে আমাদেরকেও তাই করতে হবে নইলে মর্ডান হওয়া যায় না...!

(জয়িতা)

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

আমাদের নজ্রুলিসলাম ভাইয়ের ও একটা ড়েডিও আসে, তয় ঐটা এফএম না, আইপি ড়েডিও।

লীন এর ছবি

ভালো লিখেছেন। আরও লিখতে থাকুন।

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

নিবিড় এর ছবি

অসহ্য একটা প্রোগ্রাম এইটা।
অনেকদিন পরপর আপনাকে দেখা যায় লেখায়। লেখেন লেখেন, আরেকটু বেশী করে লেখেন।


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

বিপ্লব রহমান এর ছবি

ছোট-খাটো কিছু বানান ভুল বাদ দিলে লেখাটা ভালোই। অনুগ্রহ করে সচলে আরো লিখুন। (চলুক)

এফএম রেডিওগুলো গারগেল করে যে বাংলিশ ভাষা তরুণ প্রজন্মকে শেখাচ্ছে, তা সত্যিই উদ্বেগের বিষয়। এ বিষয়ে আমারো একটি লেখা ছিলো, এখানে। অনেক ধন্যবাদ।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতিথি এর ছবি

যাক জয়িতা প্রথমবার ভুল করে এফএম শোনার পরেও সযত্নে সেই ভুল বারবার করেছেন। তবে চেষ্টা করেছেন হেডফোন ব্যবহার না করে রেডিও শুনতে। কানের যত্নে এইটুকু কষ্ট আপনি করতেই পারেন। আর যদি না শুনেই মন্তব্য করে থাকেন তাহলে আপনার অবস্থাও লাভ গুরুর মতো। এটা ঠিক যে নতুন একটা বিনোদন মাধ্যম আসলে আমাদের অনেকেই সেটা ঠিকভাবে নিতে পারেনা। অনেকে সেই মাধ্যমটা সম্পর্কে না জেনেই মন্তব্য করে বসি। অনেকে অন্যের শুনে মন্তব্য করি, অনেকে স্রোতে গা ভাসাই। ৮০ এর দশকে যখন বাড়িতে বাড়িতে হিন্দি আর পাশ্চাত্যের গান বাজতো তখন এদেশের ছেলেরা ব্যান্ড তৈরি করছিলো একে একে। বাংলা গানকে ফিরিয়ে আনার জন্য তাদের অবদান অস্বীকার করা যাবেনা। কিন্তু আমরা তাদের নিয়েও কতো কথা বলেছি..ঐ যে মন্তব্য করতে হবে..আর জনপ্রিয় কোনো বিষয়ে মন্তব্য করলে সবার চোখেও পরা যাবে।
জয়িতা বেতারও কিন্তু হারাতে বসেছিলো। বেতার আপনি শুনতেন কি? তাহলে বলবো আপনি অসম্ভব ধৈর্যবান। রেডিও কেনার কথা মানুষ যখন ভুলতে বসেছে তখন এলো এফএম। হিন্দি সিরিয়াল থেকে চোখ ফিরিয়েও কিছু মানুষ এফএম এ মনোযোগি হলো। কিছু মানুষ তার বাসায় যখন অন্য একটা ঘরেও কাহানি ঘর ঘর কি চলছিলো তখন এফএম নিয়ে বিরূপ মন্তব্য করতে বসলো। যারা মন্তব্য করছেন তাদের অনেকেই পরে এফএম এ নিয়মিত অতিথি হয়েছেন, অনেকে বায়োডাটা হাতে স্টেশনে গেলেও অবাক হবোনা।
আপনি নির্দিষ্ট কোনো অনুষ্ঠান নিয়ে মন্তব্য করতেই পারেন। কিন্তু সব বাদ দিয়ে এফএম এর পেছনে লাগলেন কেনো? যারা এফএম এর িলসনার্স শুধু তাদের জন্যই এই মাধ্যম। বাকিদের জন্য বাংলাদেশ বেতার তো আছেই। ভালোলাগলে ওটাই শুনুন।বাংলিশ শব্দটা ব্যবহার করেন ঠিক আছে নিজেরা প্রমিত বাংলায় কথা বলতে পারি তো? এফএম এর মূল দায়িত্ব মাস্টারি না, কমিউটিকেট করা। সেটা যেকোনো ভাষায় হতে পারে। বাংলা ছোট গল্পে আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হক বা তার অগ্রজরাও এমন কি কবিতাতেও শুদ্ধ বাংলা থেকে আমরা বার বার সরে এসেছি। বেতারের উপস্তাপক থেকে আরজে এদের মূল পাথর্েকের জায়গাটা হচ্ছে কে কাদের, কি করকম দূরত্বে কমিউনিকেট করছে। আর টার্গেট পিপুলই বা কারা। আর জয়িতা রেডিওতে বাংলা এবং ইংরেজি গান ছাড়া অন্যকিছু ভাষার গানও কিন্ত প্লে করা হয়। সেসব ভাষা অনেকে জানেনা তাই কম বাজে। তবে আপনি সেসব ভাষার গান শুনতে চাইলে বা আরো বেশি কিছু লিখতে চাইলে বা না জেনে লিখতে না চাইলে আমার মতো বেশি বেশি এফএম শুনুন। ... তবে শুধু মন্তব্য করার সাবজেক্ট হিসেবে এটি ভীষন জনপ্রিয় একটা মাধ্যম বলতে পারি।

বিপ্লব রহমান এর ছবি

কিন্তু সব বাদ দিয়ে এফএম এর পেছনে লাগলেন কেনো? যারা এফএম এর িলসনার্স শুধু তাদের জন্যই এই মাধ্যম। বাকিদের জন্য বাংলাদেশ বেতার তো আছেই। ভালোলাগলে ওটাই শুনুন।বাংলিশ শব্দটা ব্যবহার করেন ঠিক আছে নিজেরা প্রমিত বাংলায় কথা বলতে পারি তো? এফএম এর মূল দায়িত্ব মাস্টারি না, কমিউটিকেট করা। সেটা যেকোনো ভাষায় হতে পারে।

প্রিয় নামহীন অতিথি,

ব্যক্তিগত আক্রমণসহ আপনার মন্তব্য যদিও জয়িতার উদ্দেশ্যে, কিন্তু এর সঙ্গে তীব্র দ্বিমত না করে পারছি না।

বিনয়ের সঙ্গে বলছি, সম্ভবত আপনি আসলে ফোকাস পয়েন্টটিই ধরতে পারেননি! এফএম রেডিও যে বাংলিশ ভাষার চর্চ্চা করছে, এর একটি সুদূর প্রসারী প্রভাব তরুণ প্রজন্ম-মনে ফেলছে, আপত্তিটা উঠেছে এখানেই।

'এফএম এর মূল দায়িত্ব মাস্টারি না, কমিউটিকেট করা। সেটা যেকোনো ভাষায় হতে পারে'...আপনি এই গুঢ়তর তত্ত্বকথা কোথায় পেলেন, বিশেষ অনুগ্রহ জানাবেন কী?

আর আপনি বাংলিশের ঘোরতর সমর্থক কী না, সেটিও জানতে ইচ্ছে করে। ধন্যবাদ।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতিথি এর ছবি

আপনি ঠিকই বলেছেন ফোকাসড পয়েন্টটা ধরা আসলেই কঠিন। বিশেষ করে সম্যক ধারণা না থাকলে তো আরো কঠিন!!!

অতিথি লেখক এর ছবি

ভাই বুঝতে পারছি আপনার পিন ফোটাতে ভাল লাগে...কিন্তু আমি আপনার পিন আমার গায়ে লাগাচ্ছি না..।..:-)
এফএম এখন পুরানো হয়ে গেছে এটা এখন আর রসাল টপিক না....আমি আমার ভাল লাগা মন্দ লাগার কথা বলেছি...আপনি আপনার কমেন্ট করেছেন...

কমিউনিকেট এর কথা বলছেন..? আমি শেখাচ্ছি আপনাকে কমিউনিকেট কাকে বলে...
৪-৫ নিয়ে বসবেন সাথে ২-১ জন সুন্দরী মেয়ে রাখবেন...মেয়ে না থাকলেও সমস্যা নেই...এক প্যাকেট সিগারেট.......দুই-একটা মসলাদার সেন্সরড চুটকি সাথে রাখবেন তখন দেখবেন কমিউনিকেট কাকে বলে.....এবং এই কমিউনিকেট কোথায় গিয়ে ঠেকে...!
গলা বাড়িয়ে কমিউনিকেট করে ফেললাম বলার সময় দেখে নেবেন সেই জায়গায় আপনার ছোট-ভাই বা বোন কে রাখা যায় কিনা......?
আফসোস লাগে ভাবতে আমরা আড্ডা বা কমিউনিকেট এর নামে যা বলি সেখানে নিজের ছোট ভাই-বোনকে আনার মত সাহস নেই...(আমি আমার ভাই-বোন নেওয়ার মত সাহস করতে রাখি বলেই বললাম..)
কথা বলার জন্য অনেক কথাই বলা যায়...কিন্তু ভাব দেখানো কথায় আমার আগ্রহ আবার কম...!!

তারপর ও আপনার এফ এম পিরিতি আমার ভাল লাগল...তবে কমিউনিকেট এর নামে মূল্যবোধ এর দিকটা একটু দেখলে আমাদের প্রতি দয়া হয়........

(জয়িতা)

অতিথি লেখক এর ছবি

কমিউনিকেট এর মানেটা আপনার কাছে আপনার মতো। যদিও এ ধরণের কোনো আমার অভিজ্ঞতা নেই। তবে এটুকু বুঝতে পেরেছি মানুষ ভেদে সবকিছুর অর্থ পাল্টায়। আর মূল্যবোধ এর দিকে খেয়াল রাখাটা সত্যি জুরুরি। তবে তাকে সংস্কৃতি আর অপসংস্কৃতির প্যাঁচে ফেলবেন না প্লিজ। ও দুটোই খুব আপেক্ষিক ব্যাপার।

হিমু এর ছবি

আমি ধরে নিচ্ছি আপনি এফএম রেডিওর স্বার্থসংশ্লিষ্ট কেউ (এর উদ্যোক্তা, ব্যবস্থাপক, কুশলী ... এমন কেউ)। আপনার মতো কাউকেই খুঁজছিলাম।

একটা ব্যাপার লক্ষ্য করে দেখুন, যার শ্রোতা আছে, সে কিন্তু নিজের অজান্তে আর অনিচ্ছাতেই মাস্টারির দায় কাঁধে নিয়ে ফেলে। এফএম রেডিওর উদ্দেশ্য যদি কমিউনিকেইট করা হয়, তাহলেও কিন্তু বাংলা-ইংরেজির মিশ্রণটিকে সাধ্যের অতিরিক্ত রকমের উৎকট বানানোর প্রয়োজন পড়ে না। আপনাদের তো কেউ রাজশেখর বসুর বাংলায় কথা বলতে চাপ দিচ্ছে না। আমরা ঘরে বাইরে এই যে টুটাফাটা ইংরেজি মেশানো বাংলা শুনছি, এটা আমাদের বাংলা আর ইংরেজি দু'টির দক্ষতাই নামিয়ে আনছে ক্রিওলাইজেশনের কারণে। ইংরেজি নিয়ে আমার কোন গাত্রদাহ নেই, আমি খুবই খুশি হবো যদি আপনার একটি নির্দিষ্ট সময় সম্পূর্ণ সুললিত ইংরেজিতে প্রোগ্রাম চালান। বিশ্বাস করুন ভাই, আমি বিটিভি দেখে ইংরেজি বলতে শিখেছি, গ্রামারটুকু শুধু বাপের কাছে শেখা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের রেডিও শুনে অনেকের কথ্য ইংরেজির ভিত শক্ত হতে পারে যদি আপনারা কেবল ইংরেজিতে ঘন্টা চারেক প্র্রোগ্রাম অন এয়ার করেন।

শুরুতে যে কথা বলছিলাম, মাস্টারি আর কমিউনিকেইট করার দ্বন্দ্ব নিয়ে, সেটা এখানেই। একজন শ্রোতা শুনছে আপনাদের বাংলা আর ইংরেজির পুওর মিক্স, সে দেখছে, এই ক্রিওলের চাহিদা আছে বাজারে, নিজের অজান্তে সে শামিল হচ্ছে এতে। আপনারা "কমিউনিকেইট করছি" বলে দায় এড়াতে পারেন না।

আপনি হয়তো স্বীকার করবেন, আমাদের কথায় বাংলা-ইংরেজির উৎকট মিশ্রণ মূলত আমাদের ইংরেজিতে দুর্বলতার কারণেই। তারপরও বাংলায় অনাবশ্যক ইংরেজি যোগের গূঢ় কারণ অন্যরকম। ইংরেজি দেশে এখন সচ্ছল আর বিত্তবানের ট্রেডমার্ক হয়ে গেছে। দামী মোবাইল, ব্র্যান্ডের পোশাকের মতো ইংরেজিও এখন বিত্ত জাহিরের উপায় হয়ে গেছে। প্রাণিজগতে যেমন ময়ূর ময়ূরীর কাছে নিজের স্বাস্থ্য জাহির করে পেখম দিয়ে, আমাদের ইংরেজিতে দুর্বল ছেলেমেয়েদের কাছে বাংলায় ইংরেজির চানাচুরও সেরকম একটি এথোলজিক্যাল পেখম। এই দুর্বলতাকে প্রোমোট না করে, প্লিজ, আপনারা উদাহরণ স্থাপন করুন, স্বাভাবিক বাংলা আর পূর্ণ ইংলিশ প্রোগ্রাম শুরু করুন। আপনাদের ভোক্তারা সাড়া দেবে বলেই বিশ্বাস করি।

আর হিন্দির ব্যাপারে একটি ব্যক্তিগত আপত্তি জানিয়ে রাখি। একটি রেডিও চ্যানেল শুধু ভোক্তার চাহিদাতেই সাড়া না দিয়ে, কেন শ্র্রোতাদের রুচিনির্মাণের সাহস নিয়ে এগিয়ে আসবে না? আমি দেখেছি, দেশে অনেকে অনর্গল হিন্দি বলতে পারে (এতে দোষের কিছু নেই), কিন্তু ঘাবড়ে যাই যখন দেখি অল্পবয়েসী ছেলেমেয়েরা নিজেদের মধ্যে কথাবলার সময় হিন্দি ব্যবহার করে চলছে। এর কুফল আমরা ভোগ করবো ভবিষ্যতে। হিন্দি গান লোকে নিজের উদ্যোগে যোগাড় করে শুনুক না, আপনারা উজিয়ে যোগাবেন কেন? আপনারা নতুন গায়ক, গীতিকার, সুরকারদের উৎসাহ দিন, তারা এগিয়ে আসুক। সারাজীবন কি আমরা শুধু অন্যের প্রোডাক্ট ব্যবহারই করে যাবো?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

অতিথি লেখক এর ছবি

হিমু ভাই ...আমার মনের কথা গুলো সুন্দর করে বলার জন্য অনেক ধন্যবাদ এবং রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা...(এই ফুল খুবই কাজের...শুভেচ্ছার কাজও চলে আবার প্রয়োজনে ডান্ডা হিসেবে কাজে দেয়...:-)

(জয়িতা)

সাইফ তাহসিন এর ছবি

দাদা, রেডিও হারাতে বসেছিল তার কারন কি বাঙলা? এত বুঝদার মানুষ হয়ে আপনে এই বুঝলেন? রেডিওতে আগে খবর ছাড়া বাকি সময় বাঙলা সিনেমার গান এবং বাঙলা সিনেমার এ্যাডই চলত, নতুন প্রজন্মকে ফোকাস করে কোন প্রোগ্রাম ছিল না (সারাদিন খালি একটু পর পর "হাআআআআআ ভাআআআআই, আআআআআসিতেছে পপপপপপি অভিনিত ---"। আর এফ এম তখনও ছিল, আমার মনে আছে ১৯৯২ এও আমি "ওয়ার্ল্ড মিউজিক" শুনতাম বেলা ৩টা থেকে ৪টা, ১০০ মেগা হার্জে । সারাদিনে এরকম একটা অনুষ্ঠান ছিল, এবং সেখানে ছিলনা কোন ধঙ্গী বাংলিশ উচ্চারন। আমরা সাদরে গ্রহন করতে চাই এফ এম কে, পরিষ্কার করে বাঙলা বললে এফ এম অনাকর্ষনীয় হয়ে যাবে বা মান কমে যাবে বলে আপনার কেন মনে হলো? কেউ কি জকির কথা শুনতে রেডিও শুনে? গান শোনাটাই মুখ্য, কিন্তু সেটা শুনতে গিয়ে সবাই যে বাংলিশ শুনছে আর ভাবছে, আরে এটাইতো এখনকার নতুন স্টাইল, আর এটা যদি নতুন স্টাইল হয়ে থাকে, আপনি গিয়ে আপনার অফিসে বা বাবা মার সাথে এভাবে কথা বলেন না দেখি!!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অতিথি লেখক এর ছবি

সাইফ ভাই...
মার হাবা...মার হাবা....:-)

(জয়িতা)

সাইফ তাহসিন এর ছবি

ধন্যবাদ, জয়িতা, কেউ যখন খারাপ কিছুকে জোর করে খাওয়াতে চায়, তখন মেজাজটা খারাপ লাগে।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অনার্য সঙ্গীত এর ছবি

অতিথি লিখেছেন:
বাংলিশ শব্দটা ব্যবহার করেন ঠিক আছে নিজেরা প্রমিত বাংলায় কথা বলতে পারি তো? এফএম এর মূল দায়িত্ব মাস্টারি না, কমিউটিকেট করা।

ভাই পমিত বাংলায় আমি কতা বলতি পারিনে! আমি সাতখিরার স্তানিয় ভাষায় কতা বলি! কিন্ত তাও যদি কেউ বাংলা ইংলিশ মিলুই এক্কান নতুন ভাষা বানাতি চায় আমার আপত্তি আছ। ভাষা পরিবত্তনলীল কিন্তু সেই পরিবত্তনের সাবাবিক গতি থাকতি হবে। বুইচেন?
আর ভাই এক্কান কতা, যার কতা অনেক মানুষি শোনে তারে কিন্তু ভাই স্সাবদানে কতা বলতি হবে। আপনি বাসায় বইসে কারে গালাগালি দেচ্চেন তা আমি দেকতি যাবনা, কিন্তু সেটা কিন্তু আপনি মাইকি সবার শুনাই বলতি পারে না। সচল কিন্তু ভাই মাস্টারির জায়গা না। তারপরও একানেও এই নিয়ম। কারণ একানে অনেক মানুষ শুনে, অনেক মানুষ বলে।

অতিথি লিখেছেন:
বেতারের উপস্তাপক থেকে আরজে এদের মূল পার্থক্যের জায়গাটা হচ্ছে কে কাদের, কি করকম দূরত্বে কমিউনিকেট করছে। আর টার্গেট পিপুলই বা কারা।

তা বললে তো হবেনা প্রিয় অতিথি। কোন চোর রেডিও শোনে বলে তো আপনি চুরির নতুন নতুন কৌশল প্রচার করতে পারে না। ;)

অতিথি লিখেছেন:

হিন্দি সিরিয়াল থেকে চোখ ফিরিয়েও বাংলা ছোট গল্পে আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হক বা তার অগ্রজরাও এমন কি কবিতাতেও শুদ্ধ বাংলা থেকে আমরা বার বার সরে এসেছি।

খাইছে! কিসের মধ্যে কি ! ভাই (নাকি বোন !), বাংলার সব আঞ্চলিক ভাষাতেই কবিতা বা গল্প লেখা হয়েছে, তাই বলে আপনি বাংলিশ'কে স্বীকৃতি দিয়ে দেবেন ! :O
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

ভাই..আপনাকেও রজনীগন্ধার শুভেচ্ছা
:-)

(জয়িতা)

নীড় সন্ধানী এর ছবি

‍‌এফ এম রেডিওর কচকচানিটা মাঝেমাঝে খারাপ লাগে না। যখন গাড়ীতে ঠান্ডা হাওয়া চালানো থাকে, এবং মাথাটা ধরা না থাকে। নিদারুন বাংলিশে ব্যাপক বিনোদিত হই, কসম!! :)

আরো আছে কিছু, এই অডিয়েন্সে বললাম না... ;)

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

বিপ্লব রহমান এর ছবি

এফ এম রেডিওর কচকচানিটা মাঝেমাঝে খারাপ লাগে না। যখন গাড়ীতে ঠান্ডা হাওয়া চালানো থাকে, এবং মাথাটা ধরা না থাকে। নিদারুন বাংলিশে ব্যাপক বিনোদিত হই, কসম!!

আজকে এটি সচলের দিনের উক্তি হতে পারে! :D

একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

পরিবর্তনশীল এর ছবি

শাওন, এদ্দিন পর পর ল্যাখা দাও ক্যান?
লেখা চলুক।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতিথি লেখক এর ছবি

আপনি ভাল আছেন..??
(ও আল্লাহ্....!!এই ব্যাটা আমার নাম জানলো কেমনে!!)

(জয়িতা)

রায়হান আবীর এর ছবি

(ও আল্লাহ্....!!এই ব্যাটা আমার নাম জানলো কেমনে!!)

বুঝলা শাওন। দুনিয়াটা ছোট।

তবে শুদ্ধ রেডিও শোনার জন্য এবিসি ট্রাই দিতে পারো। সারাদিন যদিও অতিরিক্ত খবরের প্যাচাল, তাও এদের রেডিও জকিরা নিজেদের Rj না বলে কথা বন্ধু তো বলে। শুদ্ধ বাংলা চর্চায় এবিসিকে সাধুবাদ জানাতেই হয়।

মামুন হক এর ছবি

আয় হায় জয়িতা আফায় আবার কইত থিকা আইলো, আমিতো ভাবছিলাম আপ্নে বুঝি এখনো পাঁকে পইড়া গাইড়া রইছেন :D

অতিথি লেখক এর ছবি

ভাই এখনও গাড়িয়াই আছি...
আপনাদের কেও তো আশে পাশে পাইনা যে ঘাড়ে পা দিয়ে প্যাঁক থেকে উঠে চম্পট দিব...:-)

(জয়িতা)

দুষ্ট বালিকা এর ছবি

ভালো লিখেছেন, মাঝে মাঝে করার কিছু না থাকলে রেডিও শুনি... আর শেষমেষ মাথা ধরা নিয়ে উঠে যাই...

আর লাভ গুরুকে হাতে পেলে...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আপনার লেখা ভালো লাগে, জয়িতা।
আরেকটু ঘন ঘন তো লিখতে পারেন।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতিথি লেখক এর ছবি

আপু আপনাকে আমার এত ভাল লাগে কেন??:-(
আমাকে ভাল লাগার রোগে পেয়েছে..!কিন্তু আপনার প্রতি এই রোগ কাজ করায় আমি খুশি.....:-)

(জয়িতা)

ভূঁতের বাচ্চা এর ছবি

আরো লিখুন জয়িতা। ভাল লাগছে।
বানানের দিকে আরেকটু যত্নবান হলে মনেহয় ভাল হয়।
আপনি কি এখনো নিবন্ধন করেননি সচলে ? না করলে জলদি করে ফেলুন।
তাহলে আপনার লেখা গুলোর হদিস রাখা সহজ হবে আমাদের জন্য।
----------------------------------------------------

--------------------------------------------------------

অতিথি লেখক এর ছবি

ভাই নিবন্ধন করার পরই লেখা শুরু করেছি...মডারেটর গণ ভাল বলতে পারবেন এ ব্যাপারে...:-(
(সাধে কি আমি বলি যে প্যাঁকে গাড়িলাম:-( )

(জয়িতা)

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

(চলুক)

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

খুব বেশি কিছু লাগবে না।
যতদিন শুনেছি তাতে - বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে দীর্ঘদিন ধরে পরিবেশিত হওয়া
-মহানগর
-দর্পণ
-উত্তরণ
এই তিনটা ম্যাগাজিন অনুষ্ঠানের ধারে কাছেও এফ এম এর কোনো অনুষ্ঠান যেতে পারেনি। আগামীতেও পারবে কিনা সন্দেহ...

অতিথি লেখক এর ছবি

মজার কথা হল এখন সুযোগ পেলেই আমি বাংলাদেশ বেতার শুনি...(সুদ্ধতার পিপাসা মেটাতে)
একটা নাটকে শুধু পুরুষ কন্ঠ নারী কন্ঠ হলেই হয়না...কন্ঠ গুলোর শ্রুতিমধুর গুণাবলীর একটা ব্যাপার আছে..ব্যাকগ্রাউন্ড মিউজিক..সাথে কন্ঠের স্কেল ঠিক রাখা অনেক বড় একটা বিষয়...
যাই হোক নতুন করে বাংলাদেশ বেতার প্রীতি কিন্তু এফএম এর কল্যানেই হয়েছে....:-) ( তুলনা করতে শিখেছি কিনা!)
আর গান শোনার জন্য তো এই জালিমের হাতে জুলুম হওয়া মোবাইল খানা আছেই...:-)

(জয়িতা)

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বেতার মাধ্যম শুদ্ধ হোক :)

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শুদ্ধ হোক, কল্যাণ হোক :)

মামুন হক এর ছবি

আমাদের সবার প্রিয় জয়িতাকে প্যাঁকে গেড়ে যাওয়া অবস্থা থেকে টেনে আমাদের মাঝে স্থায়ীভাবে নিয়ে আসা হোক! এই দাবী জনতার দাবী :)

দ্রোহী এর ছবি

সুকে তাকার জ্বালা রে পানজাবীওয়ালা!!!!!

ব্লগার এর ছবি

শুনেছি প্রথম আলো গ্রুপের রেডিও এবিসি নামে একটি এফ এম চ্যানেল আছে এবং সেখানে নাকি তাদের উপস্হাপকদের আর জে নামে পরিচয় না দেয়ে বলা হয় 'কথাবন্ধু'। শেয়ার মার্কেটের দুটি পরিচিত টার্ম আছে বুল মার্কেট এবং বিয়ার মার্কেট, তাদের শেয়ার মার্কেট খবারাখবর নিয়ে করা প্রোগ্রামের নাম 'ষাঁড়ের লড়াই, ভল্লুকের জ্বর'। আজকে প্রথম আলোর বিনোদন পাতায় তাদের অনুষ্ঠানগুলোর নাম দেখছিলাম প্রায় সবগুলোই প্রমিত/সুশীল বলে মনে হল। যেমন, ভালো থেকো সন্গে থেকো, কাঁচালন্কা, সিনেমা তাল, চাঁদনি চক, সন্ধাতাঁরা, সাঁঝের মায়া, রাতের আকাশে।

আমার প্রশ্ন হল ওদের অনুষ্ঠান কেমন? কি রকম জনপ্রিয়, ওরা কাদের টার্গেট করে অনুষ্ঠান করছে? ওদের ডেমোগ্রাফিক মার্কেট শেয়ারে ওদের অবস্হান 'আলতু-ফালতু-বাংরেজী' বলা আর জে থেকে বেশী না কম? আমার মনে হয়ে প্রশ্নগুলার উত্তর জানা জরুরী, সবাই কে দিয়ে রুচি তৈরী করার আশা করাও ঠিক না, যারা 'তথাকথিত রুচিবান' তাদের লিসেনার রা তাদের কিভাবে গ্রহন করছে? মার্কেট শেয়ার ইন্ডিকেটিভ অনেক ক্ষেত্রেই।

সাইফ তাহসিন এর ছবি

দাদা, রেডিও চ্যানেল কি আর আর জে এর জন্যে চলে, তাতে প্রকাশিত গানের মানের উপর নির্ভর করবে ওই চ্যানেলের জনপ্রিয়তা, খামোখা পানি ঘোলা করছেন কেন? আমরা তো রেডিও ফুর্তির বিপক্ষে না, আর জে দের ধং করে বাংরেজি বলার বিপক্ষে।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ব্লগার এর ছবি

ও ভিন্নমত হলে 'পানি ঘোলা' আর সহমত হলে "ধৈন্যাপাতা আর রজনীগন্ধা"
হিসাব টা ঠিক হল?

আপনার মন্তব্যে মনে হচ্ছে জনপ্রিয়তার মাপকাঠিতে বেংলিশ-আরজেদের রেডিও ফুর্তির কাছে তথাকথিত প্রমিত/রুচিসম্মত এবিসি রেডিওর হারের কারন 'গানের সিলেকশন'। হতে পারে আবার মতভেদও থাকতে পারে। জানি না দেশে এ বিষয়ে জরিপ হয়েছে কি না, তবে বহুজাতিক মার্কেটিং কম্পানিগুলা সাধারনত শ্রোতার গ্রহনযোগ্যতা নিয়ে জরিপ চালিয়ে থাকে সেখান থেকে উঠে আসে কোন চ্যানেল/আরজে/অনুষ্ঠান টার্গেট-শ্রোতাদের পছন্দ এবং সেভাবেই এ্যাড ডিসট্রিউবিট হয়, এ্যডের রেট ঠিক হয়। যদি অধিকাংশ শ্রোতা আপনাদের মত 'রুচিসম্মত' না হয় কি করার আছে? 'প্রথম আলো' - '২০০০' র সাথে সাথে 'মানবজমিন' আর 'অপরাধচিত্র' ও বাজারে থাকবে যার যেটা ভালো লাগবে সে সেটা বেছে নেবে। বলতে পারেন রেডিওর শ্রোতা টিন-এজ কিন্তু ওদের রুচি তৈরিতে আপনি 'কমার্শিয়াল রেডিও' থেকে আশা করতে পারেন না। আমি যে দেশে থাকি, এখানে সবকিছুই ডেমোগ্রাফিকালি ডিফাইন্ড। সিক্সটিন থেকে টোয়েন্টি সমাথিঙ-এর জন্য এক রকম চ্যানেল/এক রকম আর জে/এক রকম গান। আবার বেবিবুমার জেনারাশনের জন্য আরেক রকম, এই ভিন্নতা থাকবেই। এখানেও 'লাভ গুরু' টাইপ প্রোগ্রাম আছে ফোনে অনেকেই তাদের সফল/ব‌্যার্থ প্রেমের কথা শেয়ার করে, লাভগুরু শ্রোতাদের আশা ভরসার কথা শোনায়। এগুলা খুবই স্বাভাবিক বিষয়। 'কর্মাশিয়াল রেডিও'র সমালোচনা করতে কোন সমস্যা নাই, তবে যতক্ষন না তারা আর্থিক ভাবে এফেক্টেড হচ্ছে ততক্ষন তারা এ রাস্তাতেই চলবে। আর দেশে এখনও সেরকম কোন রেডিও পার্সোনালিটি তৈরী হয়ছে বলে মনে হয়না, ইন্ডাস্ট্রি আরো ‌ম্যাচিউরড হলে আরো ডাইভার্সিটি আসবে বলে আশা করি।

অতিথি লেখক এর ছবি

আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ....আপনি বিনোদনের সাথে অর্থনৈতিক
সম্পর্কের কথাটা তুলেছেন ব্যাপারটা আমার ভাল লেগেছে....
আমাদের সব কিছূই এখন অর্থ উপার্জনকে টার্গেট করে....
ভাল-খারাপ থাকবেই সেখান থেকে যার যেটা পছন্দ সেটা বেছে নেবে একথাও ঠিক..
আর পছন্দের পাল্লায় যে ভারী হবে সেই টিকে থাকবে সেটাও ঠিক..
তবে কোন গুলোকে গ্রহন করছি এটা একটা বিষয়...
এই মুহূর্তে খারাপ হলেও সেই জিনিস যদি আমার ভাল লাগে...তার প্রভাব একটা না

একটা সময় আমার ওপর পরবেই....
ভাল লাগলেই তো হলো না....একটা সমাজের একটা বড় অংশ যদি খারাপ কিছুকে
সাপোর্ট করে তবে আজ থেকে ৩০-৪০ বছর পর সেই সমাজে কোন অংশটার প্রভাব
বেশী থাকবে?

আমি এফএম রেডিওকে একেবারে খারাপ বলছিনা...তারা একটা বিশেষ বয়সের ছেলে-মেয়েদের কাছাকাছি যেতে পেরেছে(বয়সটা বিশেষ বলেই এখানে দায়িত্বটা অনেক বেশী)

আমার ছোট বোন আমাকে কতটা পছন্দ করে সেটা সে মুখে আমাকে কখনও বলেনা...তার বন্ধুদেরকে বলে...আরেকটা কাজ করে সে খুব মজা পায় তা হল আমাকে তার কেমন লাগে সেটা সে সোজা রেডিও জকির কাছে এস.এম.এস করে দেয়...(আমার বোন সারাক্ষনই এফ এম রেডিও শোনে)

তার প্রিয় আর.জে দের কন্ঠে আমার প্রতি তার ভাল লাগার কথা গুলো শুনতে তার খুব

ভাল লাগে...(এটা জেনেছি আমি পরে)...

এমন কিশোরী বয়সের একটি মেয়ের প্রিয় আর.জে যখন বাংলিশ ভাষায় কথা বলে
তখন তার কাছে স্মার্টনেস এর সংজ্ঞায় ঐ আর.জের বাংলিশ ভাষারও প্রভাব পরে...
(আমার বোনের যদি কখনও বয়ফ্রেন্ড হয় আর সে যদি বাংলিশ ভাষায় ন্যাকা ন্যাকা

ভাব নিয়ে কথা বলে আমি অবাক হব না...কারণ তার কাছে এটা গ্রহনীয় হয়ে গেছে,আমি শুধু তাকে কোনটা তার জন্য ভাল কোনটা খারাপ এটুকু বলতে পারি....কিন্তু সিদ্ধান্ত তো তাকেই নিতে হবে... )
কিশোর ছেলেদের ক্ষেত্রেও এর প্রভাব পরে....

আর লাভ গুরুর কথা বললে আমি শুধু এটিকু বলব যে- প্রেম ভালবাসা আবেগ তাড়িত
বিষয় এখানে লজিক খাটেনা... যারা সফল হবে নিজ গুণেই হবে...যারা ব্যার্থ তারাও
নিজ দোষেই ব্যার্থ...আমি অনেক লজিক দেখিয়েও আমার প্রিয় বন্ধুদের ব্যার্থতার কষ্ট
থেকে বের করে আনতে পারিনি..একজন রেডিও আর.জে থেকে আমি নিশ্চয় তাদের
অনেক কাছের ছিলাম...ঘটনা গুলো যেনো অবধারিত ..ঘটবেই ...সেখানে আমার কোন
চেষ্টাই কাজে আসেনি...চোখের সামনে বন্ধুদের কষ্ট পেতে দেখেছি...

আমি শুধু এটুকু বলব আমাদের চারপাশের অনেক আচার আচরণ এখনো আমাদের কাছে
দৃষ্টিকটু হিসেবে প্রকট নয় তবে অনেক গুলো বছর পর আপনার আমার অথবা
আমাদের পরিবার পরিজনদের দ্বারাই একটা স্থায়ী প্রভাব ফেলে যাবে...

পরিশেষে..আপনাকেও রজনীগন্ধার শুভেচ্ছা....

(জয়িতা)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।