প্রেম বড় অহেতুক

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০১/০৭/২০০৯ - ৩:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

অহর্নিশি স্বপ্ন বুনে চলেছি ;
ফলাফল বুদ্ধিনাশ ।
সব স্বপ্নই তোমাকে ঘিরে ।
জ্বলন্ত প্রেমের ;
ছোট্ট ঘর এবং সবুজ প্রান্তরের ।
সচরাচর সবাই যেমনটি দেখে !

গদাই লস্করি চালে ,
আমার প্রেম এগিয়ে চলে ,
গহীন জীবনে ।
ক্লান্তিকর এ প্রেমের রাজ্যে ,
আমি এক ঘুমকাতুরে গোবেচারা ।
প্রেম বড় অহেতুক !?


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

একেবারেই না। বুদ্ধিনাশ হলেও প্রেম সবসময়েই সুন্দর! কবিতাটি ভালো লেগেছে খুব!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

ফারুক হাসান এর ছবি

প্রেমে পড়তে হেতু লাগে না, এইটা জানি।

ধুসর গোধূলি এর ছবি
কীর্তিনাশা এর ছবি

প্রেম বড় অহেতুক তবে মধুর হাসি

কবিতা চমৎকার হয়েছে চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

প্রগলভ তারিক  এর ছবি

ধন্যবাদ সবাইকে ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।