‌বদলে দাও বদলে যাও

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০২/০৭/২০০৯ - ১০:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দেখছি তোমাকে আস্তাকুঁড়ের ধারে
দেখছি তোমাকে বোকা সংসদে উড়ো
দেখছি তোমাকে পকেটে পকেটে থাকো
দেখবো তুমি আর কতো সইতে পারো

দেখছি তোমাকে পর্যটকের চোখে
দেখছি তোমাকে ক্ষুধা আর লজ্জায়
দেখছি তোমাকে রাতে রাস্তার ধারে
নোটের ছবিতে তোমাকে পাওয়া যায়

দেখছি তোমাকে মিছিলে শোরগোলে
দেখছি তোমাকে টিভির পর্দায়
দেখছি তোমাকে ভিক্ষার ঝুলি হাতে
যাচ্ছো বিদেশ তীব্র যন্ত্রনায়

কতো বৈঠক- বাণিজ্য তোমাকে নিয়ে
কতো বিক্ষোভ কতো যে হাউকাউ
পত্রিকাটাও কিছু না বুঝেই বলে
‘বদলে যাও বদলে দাও’

ভাবছে না কেউ তোমায় নিয়ে মোটে
ভাবছে যারা তারাও ক্ষমা চায়
আমরা কি শুধু ক্ষমাই চাইতে পারি
ঘাতক দালালরা যেভাবে ক্ষমা পায়!!

আশরাফুল আলম রাসেল


মন্তব্য

অনিকেত এর ছবি

বেশ লাগল----

আরো আসুক---

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ। এভাবে উৎসাহ পেলে আরো ভালো লেখার চেষ্টা করবো।

আশরাফুর আলম রাসেল

লীন এর ছবি

ভাল্লাগছে

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অভিব্যক্তিগুলো কিছুটা ছড়ানো মনে হলো। সচলায়তনে স্বাগতম। আরো লেখেন।

সিরাত এর ছবি

আমার মত বেআক্কেল লোকজনের জন্য প্রতিটা কবিতার নিচে তর্জমা সেকশন যোগ করা উচিত! মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।