ছায়া

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৩/০৭/২০০৯ - ১:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেক কিছুর সমাপ্তি টানতে হয়েছে
এখানেই। পার্কে পড়ে থাকা পঙ্গু ফুল
মনে করিয়ে দেয় এ শহরে একটি সরাইখানা আছে।
বৃদ্ধ বাদাম বিক্রেতা আমাকে চিনিয়ে দেয়
শহরের পথ...

কোনো এক কাল চলে গেছে গ্রামের পথে।
সে গ্রামের রংধনু বালিকা প্রতি ঘুমের ভেতর
বালিশকে রঙিন করে যায়।
আমি অনেকবার ভেবেছি গ্রামটিকে চেনাবো
সরাইখানা। শহরে যাবার পথ।
দেখাবো গাড়ির ধোঁয়াতে ওড়ে যতো পাখি
তারা ছায়া হয়ে যায় দামি গাড়ির নিচে।

নীল


মন্তব্য

ফারুক হাসান এর ছবি

খুব ভালো লাগলো কবিতা। আরো পড়তে ইচ্ছা করলো।

নীল [অতিথি] এর ছবি

ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ পাঠ করে মন্তব্য করার জন্য।

জিফরান খালেদ এর ছবি

এইভাবে বলা ঠিক না। একটা কবিতার সার্বিক যে শরীর আছে, তা তে হালকা আঘাত পড়ে, তাও 'পার্কে...' থেকে শুরু করে 'শহরে যাবার পথ' পর্যন্ত পড়তে আরাম পাইলাম। মানে, আওয়াজ যেইটা হইলো, আর প্রাথমিক ইম্প্রেশান, সেইটাতে একটা আরামবোধ আসে।

নীল [অতিথি] এর ছবি

কর্তা, শুকরিয়া!

অনিকেত এর ছবি

ভাল লাগল

নীল [অতিথি] এর ছবি

ধন্যবাদ অনিকেত।

পরিবর্তনশীল এর ছবি

দৌড়াক কবিতা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নীল [অতিথি] এর ছবি

বুঝি নাই বস...

স্বপ্নাহত এর ছবি

চমৎকার লাগলো পড়তে

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

নীল [অতিথি] এর ছবি

ধন্যবাদ...

তীরন্দাজ এর ছবি

দারুন সুন্দর একটি কবিতা!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নীল [অতিথি] এর ছবি

ভালো লাগলো মন্তব্য জেনে।

ফকির লালন এর ছবি

সহজ কিন্তু গভীর।

নীল [অতিথি] এর ছবি

ধন্যবাদ

রণদীপম বসু এর ছবি

সে গ্রামের রংধনু বালিকা প্রতি ঘুমের ভেতর
বালিশকে রঙিন করে যায়।

সুন্দর !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নীল [অতিথি] এর ছবি

অনেক ধন্যবাদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।