এক চোখ অন্ধকার

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১১/০৭/২০০৯ - ১:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক চোখ অন্ধকার
এক চোখ শূন্যতা
চোখের আকাশ,
এক টুকরো মেঘ।

অসম্ভবের ট্রাক চালিয়ে দিগন্তের
পথে চলে যায় সম্ভবের সবুজ প্রজাপতি!

চোখের শূন্যতা। শূন্যতার আকাশ।
আকাশ অন্ধকার।
কোনোদিন হবে না কি আর সকাল,
প্রজাপতিরা যাবেই চিরকাল?

নীল


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বুঝতে পারিনি তেমন।

অতিথি লেখক এর ছবি

অসম্ভবের ট্রাক চালিয়ে দিগন্তের
পথে চলে যায় সম্ভবের সবুজ প্রজাপতি!

ভাল লাগলো লাইন দুটি।
নির্জলা

নীল [অতিথি] এর ছবি

জানলাম এবং চিনিলাম।

পান্থ, সচলাসক্তি কাটাতে আজকাল লগায় না এর ছবি

ভালো লাগলো।

নীল [অতিথি] এর ছবি

ধন্যবাদ পান্থ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।