আসবে কি গোলাপফুল খেলার শুভদিন
নাজমুস সামস
স্বপ্নও আমাকে ঈশ্বর দেখায়
তাই যে সব ঘুঙুর হারিয়ে গেছে পুর্ণজন্ম সময়ে
তার শব্দ বাজে প্রশ্নকালে
ঐতো ওখানে সাঁকো ছিল
বাঁশচার দিয়ে হেঁটে যেতো সময়ের লোক
সেখানে ফ্লাইওভার উন্মাদনা দিনে
আমি ফিরে যাই লম্বা কামিজ পরা রোদে
যারা দিয়েছিল হৃদয়ে ধোয়াঁ
তাদের আগুন খাওয়াই আবার
না পাওয়া ব্যাথার দু:খভুলি অজ্ঞাত মুখস্বপ্নে
আসবে কি গোলাপফুল খেলার শুভদিন
সাতচারায় বারুদ জ্বেলে লুকিয়ে রাখবো
না পাওয়ার র্পূণগান!
যে তুমি বলেছিলে দেখা করবে
হাঁটুজল চিন্তায়-
ক্যালেন্ডার হয়ে
তার কথার ঘ্রাণে নস্টালজিয়া জোছনা হয় বারবার!
মন্তব্য
বাহ্ ! অভিনন্দন।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আপনাকেও ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
ধন্যবাদ।
-নাজমুস সামস
আমি দেখতে পাচ্ছি রেফ এবং চন্দ্রবিন্দু জায়গামতো নেই। এটা কি আমার ব্রাউজারের কারণ হচ্ছে নাকি আপনার ওখানে সমস্যা? আমার তো আগে এরকম হয়নি।
ধন্যবাদ আপনাকে।সমস্যাটা কনভার্টের।
ভালো লাগলো।
না পাওয়া ব্যাথার দু:খভুলি অজ্ঞাত মুখস্বপ্নে
ধন্যবাদ।
সচলায়তনে স্বাগতম !
পুনশ্চ: আমাকে কি চিনতে পারলেন ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ধন্যবাদ।
আমি চিনিগো চিনি তোমারে!
-নাজমুস সামস
কবিতা যারে একবার খায়
তার আর থাকেনা উপায়-
সজল, তোমার প্রত্যাবর্তনে এই কথাটিই মনে পরছে। ভালো লাগলো,খুব ভালো লাগলো।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
ভাইরে তুমি লম্বা মানুষ!ধন্যবাদ দিয়ে কেমনে খাটো করি!
তুমুল----
আমার অভিবাদন গ্রহন করুণ, কবি!
সচলায়তনে সুস্বাগতম!!
আপনাকেও অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য এবং কমেন্টস লেখার জন্য।
-নাজমুস সামস
বাহ চমৎকার লেখা
ধন্যবাদ। মারুফ নাকি?
-নাজমুস সামস
আচ্ছা, নাজমুস সামস কি আমাদের সেই সজল?
হ্যা মেজদি।তোমাকে খুজছি কবিতার জন্য।টুটুল ইতিমধ্যে আলোচনা করেছে।মেরীআপার সাথে বলেছি।আবারো বললাম।আমার ফোন-০১৭১২৮৯৭৪৯৬।---সজল
নাজমুস সামস
নতুন মন্তব্য করুন