সম্পর্ক

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১৬/০৭/২০০৯ - ১১:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

কফির কাপে চুমুক দিতেই
রোদ হারালো বেয়াড়া দিন
মেঘলা আকাশ করলো উশুল
জমে থাকা অজস্র ঋন।

বললে তুমি - কেমন আছি?
কেমন ছিলাম এই এতোকাল-
পুরনো সেই হাসি এসে
ফের রাঙালো তোমার দু'গাল।

বিকেল গিয়ে সন্ধ্যা এলো
সূর্য প্রায়ই ডোবে ডোবে
বললে তুমি -আর একটিবার
আমার এ হাত একটু ছোঁবে?

আমি বললাম - থাক না,
বিগত সম্পর্কের -
নাই সরালাম ঢাকনা ......

- রেজুয়ান মারুফ


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দূর্দান্ত!
আপনার ছড়া নিয়মিত চাই...
____________
অল্পকথা গল্পকথা

অতিথি লেখক এর ছবি

অনেক ধন্যবাদ শিমুল ! লিখবো নিশ্চই।

নিবিড় এর ছবি

চলুক


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ পড়বার জন্য।

জি.এম.তানিম এর ছবি

ভাল লাগলো... আরো লিখুন!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ। লিখবো।

মূলত পাঠক এর ছবি

সুন্দর ছড়া।

অতিথি লেখক এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে।

আহমেদুর রশীদ [অতিথি] এর ছবি

আরে মারুফ। তোমার ছড়ার ঢাকনা এইবার খোলো।

অতিথি লেখক এর ছবি

ঢাকনা অবশেষে খুলতেই হলো টুটুল। ঢাকনা আঁটা থেকে থেকে অগুনিত ছড়া বাসি হয়ে গেছে।
বস লোকদের কি দুইটা করে সচল আইডি থাকে নাকি?ভালো লাগলো তোমার উতসাহ ।

আহমেদুর রশীদ এর ছবি

ওই মিয়া, দুইটা আইডি কই দেখলা? ওইটাতো আইডি বিহীন ছিলো, অতিথি। যাইহোক, আমাদেরকে ছড়া শুনাও এখন।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভালো লাগলো।
একটু যেন চেনা চেনা লাগছে।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ শিমুল। কি একটু চেনা চেনা লাগছে ? লেখাটা? কোথাও দিই নি তো আগে।

মাহবুব লীলেন এর ছবি

ঘুম ভাঙলো বাপ? এইবার আরো কয়েকখান ছাড়ো?

অতিথি লেখক এর ছবি

ঘুম কি সহজে ভাঙে ! আপনার বিলাত আগমন কালে সেই যে ছড়া পোস্ট করে হতাশ হইছিলাম, সেই হতাশা কাটে নাই দীর্ঘদিন! ইদানিং আবার আধ ডজন ছড়া ছাড়ছিলাম "ছড়ার ছক্কা" নামে সেগুলিও দেখি কই জানি হারায় গেলো। একদিন সোহাইল ভাইর সাথে সেই নিয়া সুখ-দুঃখ্যের আলাপ করতাছি , তখন একজন ফোনে বললো - ছড়ার খোঁজ পাওয়া গেছে । অগুলি নাকি নীড়পাতায় ভাইসা উইঠাই ডুইবা গেছে, তাই তেমন কেউ দেখে নাই। আমি যখন খুঁইজা পাইতা আমার ছড়া আবিস্কার করলাম - তখন মনটা ভালো হইয়া গেলো । ছড়াকার আকতার ভাই সচলে স্বাগত জানাইছে, তারমানে কেউ কেউ স্বল্পায়ু ছড়া গুলি পড়ছিল ।
বস , চিঠিটা মনে হয় একটু লম্বা হইয়া গেলো - তাই এইখানেই ইতি টানতেছি।
আপনার উতসাহ শিরোধার্য করিলাম।
পূনশ্চ: সুদীর্ঘদিন পরে নাজমুস সামস সাহেবের কবিতাখানি পড়িয়া ভালো লাগিলো,
দেখা হইলে আমার সালাম পৌছাইবেন।

অতিথি লেখক এর ছবি

মারুফ সাহেব, আপনার ফিরে আসা আমাকেও প্রাণিত করলো। ফিরে আয় বাপ, ফিরে আয়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।