মানুষ বাঁধা চোখ / নাজমুস সামস

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৯/০৭/২০০৯ - ৫:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

মানুষ বাঁধা চোখ / নাজমুস সামস

অক্টোপাস কেমন জড়িয়ে রাখে দেহ

শাদা চাদরে মোড়া বিশ্বাসগুলি হাঁটতে শুরু করলে
UNIVERSITY থেকে বিশ্ববিদ্যালয় হয়ে যাই
তবু বিহারের কথা মনে হলে
একঝাঁক মানুষ বাঁধা চোখ দেখি
যাদের আঙুলে পা নেই,চুলে মাথা নেই
ঘাড়ে গলা নেই

অস্থিত্ব ভেঙ্গে যারা না অস্তিত্বে চলে যায়
আর্ন্তজাতিক বিহারী মুদ্রায়
সনদে লেখা থাকে না সেইসব জায়গীরদারদের নাম
যারা রেড ইন্ডিয়ান মেরে
উড়াতে চেয়েছিল ইউনিয়ন জ্যাকের নিশ্চিত ন্যাপথলিন


মন্তব্য

আহমেদুর রশীদ এর ছবি

শ্রাবণস্য কবিতা অঝোর....

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

অতন্দ্র প্রহরী এর ছবি

ভাল লাগল কবিতাটা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।