আমার কি কোনো কথা ছিলো?
কথা আর আমি তো পাশাপাশি থাকি।
চোখ ভিজিয়ে কখনও আমরা তাকাই নি অন্ধকারে,
আমাদের বলনে কোনো ভুল ছিলোনা
ছিলোনা ভুল আমাদের কোনো শব্দে!
জোনাকির নদী ডিঙিয়ে
আমরা পৌঁছে যেতাম পাহাড়ের কাছে
আদিম নক্ষত্রের খোঁজে...
মেঘের কথা। কথার মেঘ
কোনোটাই আমার কথা নয়।
আমার কথা গোপনে পাখনা মেলে
উড়ে আমার-ই ঘরের আকাশে,
আমার কথা স্নান করে শব্দের বাগানে;
সাজে নিজের মতো করে,
থাকে আমার মতো করে।
আমরা পাশাপাশি থাকি, তবু
কখনও ছুঁয়ে দেখা হয় না তাকে...
নীল
মন্তব্য
আহ্ চমৎকার লাগলো।
আমরা পাশাপাশি থাকি, তবু
কখনও ছুঁয়ে দেখা হয় না তাকে...
হ!
পান্থ, হ!!
ধন্যবাদ...
কথা তাই জমাট বেঁধে রয়।
হুম
Lina Fardows
ভাল লাগল মেঘের কথা আর জোনাকী নদী ।
Lina Fardows
ধন্যবাদ লীনা আপা...
আমরা পাশাপাশি থাকি, তবু
কখনও ছুঁয়ে দেখা হয় না তাকে...
সুন্দর !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অনেক ধন্যবাদ
দারুণ লাগল।
শুকরিয়া বস
ভাল লাগা রইল
নতুন মন্তব্য করুন