আত্মবিশ্বাস

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২১/০৭/২০০৯ - ১২:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

'আপা, আপনার কাপড় আমি নিব না।'

একদম মুখের উপর বলে লোকটা। ওর মুখের উপর টেনে একটা থাপ্পড় মারতে ইচ্ছা করে পলার। হারামজাদা তোর সমস্যা কি? পয়সা দিব তুই কাপড় বানাবি। দুই টাকার দর্জি তুই তোর এত সাহস! মনে মনে কয়েকটা গালি দেয় পলা।

ঢাকা শহরে মনে হচ্ছে ভাল দর্জি বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগে যেই লোকটা ওর কাপড় বানাতো সে ছিল একটা মহা ফাজিল। শেষ যে জামাটা ব্যাটা বানিয়েছিল; বাসায় ফিরে গজ ফিতে দিয়ে সেটা মেপে দেখেছে পলা। মেয়েদের শরীরের স্বাভাবিক গড়নটাই নেই জামাটায়। বুক পাছা সমান করে অনেকটা কোল বালিশের শেইপ হয়েছে ওটার।

বদ দর্জি গুলোকে কিছুতেই বুঝে উঠতে পারছে না পলা। কাপড় টাপড় সব বুঝিয়ে দেওয়ার পর যদি বলে, কারিগর নাই কিংবা আগামী দুই মাস দোকান বন্ধ থাকবে তখন কেমন লাগে। আর এই লোক তো চরম হারামী কোন কারন দর্শানো ছাড়াই বলছে কাপড় নেবে না। ভাগ্যটাই খারাপ পলার - নতুন দর্জি খুজতে গিয়ে এমনি সব অভিজ্ঞতা হচ্ছে এই কদিন।

পলা প্রানপন চেষ্টা করে স্বাভাবিক থাকার। 'কেন ভাই? কাপড় নেবেন না কেন?'

তীক্ষ চোখে তাকিয়ে থাকে লোকটা। ইতস্তত করে এক মুহূর্ত তারপর বলে, 'আপনার জন্যে এমুন জামা আমি ক্যান; ঢাকা শহরের কেউই বানাইতে পারবো না।' পলার দেওয়া ডিজাইনের নমুনা ভিউকার্ডটা এক হাত থেকে আরেক হাতে নিতে নিতে বলে সে।

এবার রাগে একেবারে ব্রহ্মতালু জ্বলে যায় পলার। হারামজাদা তু্ই পারবি না সেইটা বল অন্য কেউ পারবে না এইটা ক্যামনে জানিস।

এই নিয়ে চারজন হলো এ সপ্তাহে। সবগুলোই একরকম। কাজের কাজ জানে না কিছুই। খালি ফালতু অজুহাত। এখন আবার খুজে বেরাও! মৌচাক মার্কেটে নাকি খুব ভাল দর্জির দোকান আছে, ওদিকটাতে দেখতে হবে এবার।

ছোঁ মেরে কারিনা কাপুরের ভিউকার্ডটা নেয় পলা লোকটার হাত থেকে।
তারপর একশ এগারো কেজির বিশাল শরীরটা হাচঁড়ে পাচঁড়ে তুলে চেয়ারটা থেকে। কাপড়ের ব্যাগ আর ভিউকার্ড হাতে দোকান থেকে বেরিয়ে দ্রুত সিড়ির দিকে এগোয় ও। পুরো ফ্লোরটা যেন কেঁপে কেঁপে উঠে ওর হাঁটার তালে তালে।

ক্ষুব্ধ পলা রাগে দুঃখে নিজের সাথেই কথা বলে।

'শালার ঢাকা শহরে একটাও ভাল দর্জি নাই।'

চশমাওয়ালি (billiborna@live.com)


মন্তব্য

রেনেট এর ছবি

হাহাহা......ভালো সমস্যা!!
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অমিত আহমেদ এর ছবি

গল্পটা পড়ে পলার জন্য কষ্টই লাগলো।
সচলায়তনের অণুগল্প জগতে আপনাকে স্বাগতম।
চলুক


ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

পান্থ রহমান রেজা এর ছবি

ভিউকার্ডটার ভিউ দেখতে মঞ্চায়। পারলে একটু মেইল করেন না পিলিজ। চোখ টিপি

সচলে স্বাগতম! নিয়মিত লিখুন!

নিবিড় এর ছবি

আসলেই ভাল সমস্যা চিন্তিত


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

ভূঁতের বাচ্চা এর ছবি

প্রথমে একশো এগারো কেজি শুনে একটু থতমত খেয়ে গিয়েছিলাম। তবে গল্প মজার হয়েছে নিঃসন্দেহে। আরো দেখতে চাই আপনার লেখা। আপনার নিকটাও দেখে মজা পেলাম। 'চশমাওয়ালা' নিকটা ফাঁকা থাকতে থাকতে নিয়ে নেবো কিনা ভাবছি !
-------------------------------------------------------

--------------------------------------------------------

চশমাওয়ালি এর ছবি

আপনাদের মন্তব্য এবং অনুপ্রেরনার জন্য অনেক ধন্যবাদ।
আমি তো আসলে লেখক না আমি দেখক/পাঠক।
কাউকে ভালমন্দ খেতে দেখলে যেমন একটু খাইতে ইচ্ছা করে তেমনি আপনাদের লেখা পড়ে লিখতে ইচ্ছা করে...

@পান্থ রহমান রেজা ভাই, যে কোন একটা ইন্ডিয়ান চ্যানেল ছেড়ে বসে পড়েন, ভিউকার্ড মনে হয় আর দেখতে হবে না ।

চশমাওয়ালি

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

অছ্যুৎ বলাই এর ছবি

পলার উচিত দর্জির দোকানে না ঘুরে আগে ব্যায়ামাগারে সময় ব্যয় করা। বাংলাদেশের অনেক মেয়ে/মহিলা মেকআপের পিছনে যে সময় ব্যয় করে, তার অর্ধেকটা ব্যায়াম আর খাদ্য সিলেকশনের পিছনে ব্যয় করলে মেকআপ ছাড়াই 'ফিগারটা দেখছোস মাইরি!' ডায়লগ শুনতো।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুহান রিজওয়ান এর ছবি

ইয়ে, আমি একটা দর্জির দোকান দিমু ভাবতাসি !!!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

মামুন হক এর ছবি

ভালো লাগল। আরও লিখুন হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

বাহ্, দারুণ লাগল তো গল্পটা! সচলায়তনে স্বাগতম। আরো লিখুন।

মূলত পাঠক এর ছবি

বাঃ চমৎকার লাগলো আপনার গল্প। আরো লিখুন।

ইশতিয়াক রউফ এর ছবি

যে ওজন বললেন, তা তো একটা পলা আর দুইটা মরিয়মের সমান! চোখ টিপি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
চশমাওয়ালি তো এসেই ফাটিয়ে দিয়েছে। দেঁতো হাসি
স্বাগতম আপনাকে।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

আরিফ জেবতিক এর ছবি

মোটা মানুষ নিয়া ফাজলামো -চলবে না , চলবে না।

রণদীপম বসু এর ছবি

একশ দশ কেজি নিয়া দোকানে উঠছে, মাইর দেয় নাই যে এইটাই তো ভাগ্য !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এনকিদু এর ছবি

কই ছবিটা একটু দেখি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্পর্শ এর ছবি

মজা লেগেছে।
আনফিটনেসের জন্য দোষ দেওয়া যায়। চিন্তিত


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

ধুসর গোধূলি এর ছবি

- (আসল কমেন্ট)ঃ আপনার দিলে মায়াদয়া নাই, এইটা বুঝা যায়!

(ফাও উপদেশ)ঃ নিয়মিত জগিং-এর কোনো বিকল্প নাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

পলাশ দত্ত এর ছবি

শেষ থেকে চতুর্থ লাইনের তুলে শব্দটা তোলে হবে।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

প্রকৃতিপ্রেমিক এর ছবি

নীল ভ্রমর [অতিথি] এর ছবি

পড়ে মজা পেলাম। অনুগল্পে এত ওজনের নায়িকা দিয়েছেন...হিট না হয়ে যায়ই না।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এখন পর্যন্ত এটা সেরা মন্তব্য।

স্বপ্নহারা এর ছবি

১১১ কেজি ওজনের কারিনা কাপুর কেমন হবে ভাবতেছি!!
মজার হইছে লেখাটা।
-------------------------------
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

হিমু এর ছবি

পলার ৭৫% একজনকে চিনতাম। কীভাবে চিনতাম বলে জানের খতরায় পড়তে চাই না। মহিলা হিন্দিসিরিয়ালভূক। কোন এক সিরিয়ালে কোন এক চরিত্র যেইসব জামা পড়বে, তারও সেগুলি পড়া চাই। জামাগুলি হাসিল হওয়ার পর ফিল্ড টেস্ট দিতে তিনি ঢাকা শহরের নানা জায়গায় ঝটিকা সফরে বের হতেন। কপালদোষে আমরাও তার সিলেবাসে ছিলাম। মেয়েদের লো-কাট ভি-গলা জামার প্রতি একটা স্বতস্ফূর্ত ভক্তি ছিলো আমার, মহিলা সেটা প্রায় নষ্ট করে দিয়েছিলেন। তিনি যে জিন্সের প্যান্টখানি পরে একদিন দর্শন দিতে এসেছিলেন আমাদের, সেটা দিয়ে একটা জিন্সের লুঙ্গি বানিয়ে দেয়া যেতো আমাকে। গজগামিনী বলে দুষ্ট লোকে মেয়েদের শ্রোণিদেশের প্রশংসা করে, কিন্তু ইনি ছিলেন সাক্ষাৎ ব্রন্টোসরাসগামিনী। তাকে শেষ দেখেছি বুকের নিচে গিট্টু মারা শার্ট (হিমু রে, ভুল যা সিমসিম) আর হাফ কাঠা জিন্সের কাপড়ে বানানো সেই প্যান্ট পরা অবস্থায়। আমার আম্মা সেদিন তাদের বিদায় করে এসে বলেছিলেন, এদের ঘরে কি আয়না নাই? খুব ভয়ে ভয়ে থাকতাম, কখন সেই সিরিয়ালে সেই নায়িকা একদিন মনের ভুলে স্যান্ডো গেঞ্জি আর হাফপ্যান্ট পরে ফেলবে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

যুধিষ্ঠির এর ছবি

চলুক

অনুগল্প ভালো লেগেছে।

চশমাওয়ালি এর ছবি

অনেক অনেক ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্যে।

আমার বানান এবং ভাষার অবস্থা মাজুল। পলাশ দত্ত ভাইকে বিশেষ ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেবার জন্যে। কিন্তু এখন এটা ঠিক করা যাবে কি?

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

নজমুল আলবাব এর ছবি

সুন্দর হইছে।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

মৃদুল আহমেদ এর ছবি

আইছে পলা... পলা! পলা!!
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

guest_writer  এর ছবি

দর্জিওলা আসলেই ফাজিল, কান বরাবর চটকানা দিতে পারলে ভালো লাগতো। ওর কি মা-বোন নাই। চোখ টিপি

ধুসর গোধূলি এর ছবি

- বস, এতো উত্তেজিত কেনো? বাই এনি চান্স, আপনি কি আলোচ্য গল্পের পলা'র সাথে কম্পিটিশনে আছেন নাকি? চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মৃত্তিকা এর ছবি

খুবই মজার লেখা! একই সাথে পলা'র জন্য মায়া লাগছে।
-মৃত্তিকা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।