গাধা দিয়ে ঘানি টানানো পদ্ধতি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ২৩/০৭/২০০৯ - ১:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

M.A.Ahmmad
আমরা জানি গাধা একটা সহজ সরল বোকা প্রাণী। তার বিশেষত্ব সে একটু অলস। তাকে দিয়ে কাজ করান একটু কঠিন। কিন্তু পদ্ধতি দিয়ে সহজে কাজ করান সম্ভব। তার জন্য আমাদের কিছু গুরুত্ব পূর্ণ বিষয় লক্ষ রাখতে হবে।
নিম্নে আলোচনার মাধ্যমে আপনাদের বোঝাব।
প্রথমে আপনাকে কিছু প্রশ্ন উপলব্ধি করতে হবে।
১। আপনার গাধা কি সারাদিন ঘুমানোর ধান্দা করে ?
২। চান্স পেলে এদিক ওদিক চলে যায় ?
৩। শুয়ে থাকলে ওঠাতে কষ্ট হয় ?
ইত্যাদি প্রশ্ন ভেতর থেকে অনুধাবন করুন। আর আপনার গাধার সাইক্লোজি বোঝার চেষ্টা করুন।
গাধাকে কাজে লাগাতে গেলে মূলা পদ্ধতি অত্যান্ত কার্যকরি পদক্ষেপ। সেজন্য আপনাকে মূলা নির্বাচনের উপর গুরুত্ব দিতে হবে।
আপনার মূলাটি কেমন হবে।
আপনার মুলাটি অবশ্যই একটু বড় হতে হবে। সাদা মূলা হলে সব থেকে বেশি ভাল হয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হল এটা একটা হতে হবে। দুটা হলে গাধার মনযোগ নষ্ট হতে পারে।

একটা বাশের লাঠি, দুই খন্ড দড়ি আর একজন অভিজ্ঞ স্ত্রী। যিনি তার স্বামীর গলায় টাই বাধতে ওস্তাদ।
পরবর্তী অংশে জানাব কেমন করে গাধার সাথে মূলা সংযুক্ত করন, @yahoo.com


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমার তো মনে হয় সাদা মুলায় কাজ হবেনা, রঙিন মুলা লাগবে।

সাইফ তাহসিন এর ছবি

একটা বাশের লাঠি, দুই খন্ড দড়ি আর একজন অভিজ্ঞ স্ত্রী। যিনি তার স্বামীর গলায় টাই বাধতে ওস্তাদ।

এইখানে এসে বিয়াপক আনন্দ পাইলাম, তাড়াতাড়ি দেন পরের পর্ব

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ধুসর গোধূলি এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি
অতন্দ্র প্রহরী এর ছবি

হুমম...

ঋদ্ধ [অতিথি] এর ছবি

হুম? চলবে?
ঠিক আছে চলুক। পরের পর্ব কবে দিবেন?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।