গতবাধা ইমো দিয়ে আর কতদিন? পোস্ট আর কমেন্টে দিয়ে দিন জট্টিল সব এনিমেটেড ইমো! B-) B-)
কিভাবে? :-/
এভাবে!
নিচের সাইট টি বুকমার্ক করে নিন। এরপর শুধু সাইটে গিয়ে পছন্দের ইমো / স্মাইলি এর সাথে দেয়া কোডটি কপি করে পোস্ট/মন্তব্যে জায়গামত বসিয়ে দিন! এত্ত সোজা!
সাইট টি হল – faltu.net/emo
এরপর বামপাশের লিংক থেকে সচলায়তন - সিলেক্ট করুন!
না, সাইটের নাম ফালতু হলেও ইমোগুলো ফালতু নয়! এধরণের সার্ভিস আরো থাকতে পারে আমার জানা নেই। তবে অনেক ব্লগারই এইসব জটিল ইমো দেন কমেন্টে, দেখে লোভ লাগত তাই সবার জন্য ইমোগুলো সংগ্রহ করে সাইটে দিয়ে দিলাম কোডসহ B-)
তো শুরু হয়ে যাক পোস্ট আর কমেন্টে দেয়া জট্টিল সব ইমো!
examples:
দ্রষ্টব্য:
এটি মোটেই বিজ্ঞাপনমূলক পোস্ট নয়। অন্য ব্লগ গুলোতে আমি আমড়া কাঠের ঢেকি নিকে লিখি, কিন্তু সচলায়তনে রেজিস্টার করতে যেয়ে দেখি নিক এভেইলেবল নয়!
ছবিগুলো ফ্রি সাইট থেকে সংগ্রহ করা, কেউ যদি ছবির সত্ত্বাধিকারী হয়ে থাকেন তাহলে অনুরোধ সাপেক্ষে ছবি সাইট থেকে সড়িয়ে দেওয়া হবে।
অনুরোধ সাপেক্ষে অন্য ব্লগ/সাইটের জন্যও এই ইমো-সার্ভিস করে দেওয়া হবে – ফ্রিতে! !
মন্তব্য
সচলায়তনে ডুয়াল পোস্টিং নিরুৎসাহিত করা হয়।
লেখা প্রকাশের ৭২ ঘন্টার মধ্যে অন্য ব্লগে প্রকাশের কারণে এ লেখা নীড়পাতা থেকে সরিয়ে কেবল লেখকের ব্লগে প্রকাশ করা হলো।
আগামীতে ব্যাপারটি লক্ষ্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।
সূত্রঃ http://www.somewhereinblog.net/blog/faltupola/28983033
http://www.amarblog.com/faltu/71484
এ পোস্টে কোনো মন্তব্য নেয়া হবে না।
ছাড়তে না ছাড়তে মুহুর্তের মধ্যে ডুয়াল পোস্ট কৈরা দিলেন? আমি তো মনে করি আপনার এই পোস্ট নিজের ব্লগে না সোজা ডিলিট করা উচিত।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস