হাইকু লেখায় আমার প্রথম প্রচেষ্টা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২৫/০৭/২০০৯ - ৮:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

লেখাঃ ঋদ্ধ

আগুন লাগা
লাল শিমুল বনে,
তোমায় দেখি।

তাকিয়ে দেখি,
মধুমাখা আবাস
তোমার সেথা।

ঘুরে বেড়াও,
ছোটাছুটিতে দিন
কাটে তোমার।

তোমার সেই
রূপের যাদু আজ,
মাতালো মোরে।

শুনে চলেছি,
গুনগুন গানের
মৌমাছি তুমি!

  • ছোটবেলায় গ্রামের বাড়ীতে গেলে সব সময় বড় শিমুল গাছটার দিকে অবাক চেয়ে থাকতাম। বিশাল একটা মৌচাক ছিলো সেখানে। আজ হঠাৎ সে স্মৃতি মনে পড়ে গেলো, তাই হাইকু লেখার চেষ্টায় আজ এই লেখা দিলাম। হাইকু যদিও তিন লাইনের কাব্য, তবে একাধিক হাইকু মিলে বড় হাইকু লেখার নিয়ম আছে বলে শুনেছি। একবচন ও বহুবচনে একই শব্দ। হাসি

    ~ ঋদ্ধ


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

এরকম আলাদা Genre-ও আছে কয়েকটা। আপনার শেষের Narrative-টা সহ হরলে একে অনায়াসে হাইবুন বলা যায়। আর আপনার হাইকুতে ছবি আঁকার চেষ্টাটা অনেকটাই হাইগা'র মত। শুধু Visual art টাই অনুপস্থিত।

সাবিহ ওমর

অতন্দ্র প্রহরী এর ছবি

লিখুন আরো।
বেশ ভালো হয়েছে।
ভালো থাকুন।

হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হাইকু জিনিসটা কেন যেন আমারে টানে না।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

স্বপ্নহারা এর ছবি

ভাল লাগল...আরো কয়েকটা থাকলে আরো ভাল লাগত...দেঁতো হাসি

হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ভালো হচ্ছে। লেগে থাকুন। হাসি

হিমু এর ছবি

শুধু তিন লাইন হলেই বোধহয় হাইকু হয় না। মাত্রা মনে হয় সর্বমোট সতেরো হতে হয়।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ঋদ্ধ [অতিথি] এর ছবি

জ্বি, হাসি
সচলায়তনেই লেখা দেখলাম বাংলা হাইকুতে অক্ষর দিয়ে মাত্রা ঠিক করা লাগে।

আমি আগে ভাবতাম Syllable দিয়ে মাত্রা নির্ধারণ করা লাগে। এখনও আমি শিখার চেষ্টা করছি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।