সম্পর্ক
সম্পর্ক এবং দুঃসম্পর্কের মাঝামাঝি
অসংখ্য তলাবাড়ী পৌছে দিতে
অসংখ্য সিড়ি অলি গলি
কালো কালো রাজপথ।
পা ডুবে যাওয়া নরম অনুভূতিতে
অনড় কেউ কেউ
বুঝে যায় সহজে
নিজের বিরোধীতা করে
শান্তি কিনে কিনে ক্লান্তিতে ঘামে
অন্যত্র পৌছাতে দিক ভুল করে
পৃথিবীতে মানুষ অবিরত।
সবটুকু অটুট রেখে
কিছু দিতে চাওয়া
এ পাগলামি।
সারাবেলা ইচ্ছেমত প্রতিদ্বন্দ্বী
মনটার প্যাথোজ চুষে নিয়ে
ছায়াবৃত্তে ভেল্কি খেলায়।
এবং আনন্দে তৃপ্তিতে
বাক্সবন্দি উপগ্রহে
ধীমান জ্যোতিরেখা
প্রেম ও প্রেমহীনতার মাঝে
বিষদাঁত বের করে হাসে।
নৈশী ।
মন্তব্য
ভালো লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
প্যাথোজ কী?
ধন্যবাদ আপনাকে।
নৈশী ।
প্যাথোজ অর্থ করুণ রস। এটা ইংরেজী শব্দ। আপনাকে শুভেচ্ছা।
নৈশী।
আচ্ছা, জানলাম। ধন্যবাদ।
(ভীষণ পোয়েটিক্যালি প্যাথেটিক প্যাথোজ)
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
সত্যিকারের
কবিতা সুন্দর লাগলো।
বাহ্। বেশ লাগল।
বিরোধীতা নয় নৈশী, বিরোধিতা।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
বাড়ী না, বাড়ি।
আর, দ্যাখেন- সিড়ি-গুলোর উপরে আর পৌছানো-দের ছাদে যদি একটু চন্দ্রবিন্দুগুলোও পৌঁছে দিতেন, তবে আরো কী সুন্দর হ'তো!
প্যাথোজ-এর বদলেও প্যাথোস্ লিখলে বোধ করি বেটার ছিল।
কবিতা বেশ ভালো লেগেছে এমনিতে। অবশ্যই ভালো লেখেন আপনি।
লিখতে থাকুন অনেক।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ভালো লিখেছেন। আরো লিখুন।
অতন্দ্র প্রহরী এবং প্রকৃতি প্রেমিক আপনাদেরকে ধন্যবাদ।
কাজী আফসিন শিরাজী ধন্যবাদ আপনাকেও।
নৈশী।
তাইলে আইয়েন কৃতজ্ঞতাটা আরেকটু বাড়াই!![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
জানি না হঠাতের পরপর বেখেয়ালে করলেন না কি একদমই খেয়াল না করতে পেরে করলেন- আপনি রিপ্লাই সবার নিচে একটা একটা ক'রে দিয়েছেন। কিন্তু, দ্যাখেন আমার এই লেখাটা পার্টিকুলারলি আপনার লেখার নিচেই আছে। অন্য কারো লেখায় যখন ফ্রেশ কমেন্ট করলে আপনি এভাবেই পেজ-এর সর্বনিচের বক্স-টায় লিখবেন- ঠিক আছে। কিন্তু অন্য পোস্টে হোক আর নিজের পোস্টেই হোক, যখন কারো কোনো নির্দিষ্ট মন্তব্যের উত্তর দিত যাবেন, তখন তো সেই মন্তব্যের সাথেই নিচে যে 'জবাব' আইকন-টা আছে, সেটা চেপে নতুন বের হওয়া রিপ্লাই বক্স-এ লিখবেন। না বুঝে থাকলে, অন্য যেকোনো এক পোস্টেও গিয়ে জাস্ট ফ্রেশ কমেন্ট আর লেখকের রিপ্লাইগুলোর অবস্থানের তফাত্টা একটু খেয়াল করুন।
কিছু মনে করবেন না জ্ঞান দিলাম ব'লে। ব্যাপার না।
শুভকামনা থাকলো। লিখুন, বেশি বেশি কিন্তু এমন ভালো ভালো।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ঠিক । কৃতজ্ঞতা আরও বেড়ে গেল। ধন্যবাদ ।
নৈশী।
শুভকামনা থাকলো। লিখুন, বেশি বেশি কিন্তু এমন ভালো ভালো। হাসি
নতুন মন্তব্য করুন