আবার বৃষ্টি, আবার হাইকু!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৯/০৭/২০০৯ - ১১:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

-সাবিহ ওমর-

#১
বৃষ্টিভেজা ভোর।
অযুত হীরের কণা
আমার শার্সিতে।

#২
বৃষ্টি বিরতি।
প্রত্যেক রেলিঙ-এ শুকায়
একটা করে কাক।

#৩
আবারো বৃষ্টি!
কালো মেঘ মুছে দিলো
রংধনু দুপুর।

#৪
কাকভেজা রাজপথ।
গাড়িটার পিছু পিছু
টেল লাইটের ছায়া।

#৫
অন্ধকার আকাশ--
কালো ছাতাটা আমার
শুকাতে দিলাম!

ওমরসাবিহ এট জিমেইল ডট কম
ওমরের ব্লগ


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

বাহ্ সুন্দর !

ত্রিকোণ

ছায়ামূর্তি [অতিথি] এর ছবি

ত্রিকোণ

খাইছে ! খাইছে

ঘরপোড়া গরু, ভুজ বা কোণের আগে ত্রি দেখলেই ভয় পাই !!

ঋদ্ধ [অতিথি] এর ছবি

চলুক
২ নং টা বেশী ভাল্লাগছে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হাইকুর নাম শুনেছি কিন্তু তেমন ভালো লাগেনা। তবে আপনি নিরুৎসাহিত হবেননা, অনেকেরই নিশ্চই ভালো লাগে।

অতিথি লেখক এর ছবি

আমার ভালো লাগে হাসি
সাবিহ ওমর

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হাসি

শামীম রুনা এর ছবি

পড়তে ভালো লাগলো। হাইকু সম্পর্কে কিছু ইনফরমেশন জানালে পড়তে আরো ভালো লাগত।
_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ঠিক বলেছেন। আমি জিজ্ঞেস করিনি পাছে লোকে আবার কী বলে খাইছে

অতিথি লেখক এর ছবি

'মূলত পাঠক' এর হাইকু সংক্রান্ত আলোচনা পড়তে পারেন এখানে
সংক্ষেপে বলতে গেলে, হাইকু একধরনের জাপানি ত্রিপদী কবিতা যা কড়াকড়িভাবে ৫-৭-৫-- এই মাত্রা বিন্যাস অনুসরণ করে। এর বিষয়বস্তু মূলত কবির চোখে দেখা কোন দৃশ্যের বর্ণনা। তবে সে বর্ণনায় অবশ্যই দু'টি distinct অংশ থাকতে হবে। অংশ দু’টো নানাভাবে সম্পর্কিত হতে পারে, তবে তুলনা, কটাক্ষ বা চমক (surprise) এর ব্যবহার-ই বেশি (বোঝাতে পারলাম না মনে হয়)। হাইকুর অপর এক সনাক্তকারী বৈশিষ্ট্য ঋতুজ্ঞাপক শব্দের ব্যবহার। যেমন জাপানি হাইকুতে ‘Cherry blossom’ বা ‘harvest moon’ এরকম কিছু phrase প্রায়ই দেখা যায়। ও হ্যাঁ, আর হাইকুতে সাধারণত অন্ত্যমিল থাকেনা।

তবে আধুনিক ‘ইন্টারনেট হাইকু’ এসব কুসংস্কার থেকে মুক্ত। কোনভাবে ৫-৭-৫ মিলালেই খুশি। একারণে ইন্টারনেট হাইকুতে সয়লাব। বিয়ার হাইকু, স্কিইং হাইকু, ভোকাবুলারি হাইকু আরো কত কী!

নুরুজ্জামান মানিক এর ছবি

ভাল লাগল ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সুবিনয় মুস্তফী এর ছবি

চমতকার লাগলো। খাস জাপানী হাইকু'র আবহ বা আমেজটা তুলে এনেছেন। তবে ওদের syllable count নিয়ে কি সব টেকনিকাল নিয়্মাবলী আছে, সেসব কি রাখছেন?
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

অতিথি লেখক এর ছবি

৫-৭-৫ মিলিয়েছি, দু'টো আলাদা ভাগও রাখার চেষ্টা করেছি, তবে একেবারেই নিজস্ব কায়দায়। আমি বাংলা মাত্রার ব্যাপার ভাল বুঝি না। মাত্রাজ্ঞানহীন বলতে পারেন খাইছে আমার নিয়ম সোজা (স্বরবৃত্ত?) - 'আ' এক অক্ষর, 'কাশ' এক অক্ষর, যেমনটা আমি বাজার চলতি ইংরেজি হাইকুতে পড়ে থাকি। কেউ এ ব্যাপারে সাহায্য করলে উপকৃত হব।

সাবিহ ওমর

মূলত পাঠক এর ছবি

মাত্রার হিসেব বাংলা ইংরেজিতে একই রকম। জাপানিতে মাত্রা গোনা সহজ যেহেতু ওতে যুক্তাক্ষর থাকে না। আপনি যেভাবে ভেঙেছেন সেটা তো ঠিকই লাগলো আমার।

অতিথি লেখক এর ছবি

জেনে স্বস্তি পেলাম, ধন্যবাদ।

সাজিদ মুহাইমিন চৌধুরী  এর ছবি

সাবাস ওমর, চালিয়ে যাও. তুমি আমাকে সচলায়তনে আসতেও উদ্বুদ্ধ করে ফেলেছ!

কিন্তু তোমার আষারে গল্প গুলার বাংলা সংস্করণ চাই. তারাতারি একটা লিখে ফেলো. সচল কমুনিটি উপকৃত হবে.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।