ডেটাক্যাবল / নাজমুস সামস

নাজমুস সামস এর ছবি
লিখেছেন নাজমুস সামস [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ৩০/০৭/২০০৯ - ৮:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

ডেটাক্যাবল / নাজমুস সামস

ডেটাক্যাবল হারিয়ে গেছে বলে
দু:খগুলি ইন্সটল করতে পারি না
সিডিটি রয়ে গ্যাছে বিছানার তাকে
প্রতিদিন তার বিচি গুনে দেখে নেই
কতটা গাছ হতে পারে হৃদয়ে তোমার

বসন্ত মাসে সেইসব গাছ নিয়ে
বৃক্ষমেলা করব মন মাঝারে
পলিথিন মোড়ানো এইসব শিকড়গুলি
কোনোদিন মাটি পাবে না জানি

তবুও একপাড় ভাঙা নদীর কাছে
ও পাড়ের কথামালা সাজিয়ে গুছিয়ে বলতে পারি না
চর ওঠে,মহিষ চড়ে
গান গাওয়া পাখিরা
সুর ভুলে কোকিলা হযে যায়

ত্রিভুজ প্রেমের এই দু:খগুলি কোনদিন
মনিটর পাবে না... জানি


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হা হা.. ব্যতিক্রমী।

অতিথি লেখক এর ছবি

সব লেখা পড়ার ধৈর্য কোথায় পান, প্রকৃতিপ্রেমিক(পিপিদা ডাকবো?)
সাবিহ ওমর

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অনেক লেখাই পড়ি, আবার অনেক লেখাই অপড়া থেকে যায়। সচলায়তনে বসে বসে শুধু লিখতে মন সায় দেয়না। মন্তব্য যদি না-ই করলাম তাহলে তো সচলে আসার দরকার নেই, ব্লগস্পটে ব্লগ খুলে সেখানেই লিখতে পারতাম। হাসি

কবিতা আমি সাধারণত পড়ি, একেবারেই ভালো না লাগলে হয়তো কিছু বলিনা। আর অতিথিদের লেখা অন্যরকম একটা বোধ থেকে পড়ি বা পড়ার চেষ্টা করি।

লীন এর ছবি

বেশী ভালো লাগলো না

________________________________
তৃতীয় কারণ?

______________________________________
লীন

অতিথি লেখক এর ছবি

আমারো...আসলে ঠিক বুঝি নাই সবকিছু। প্রকৃতি বা প্রযুক্তি যেকোন একটা নিয়ে থাকলে বোধহয় more balanced হত। এখন কেমন যেন আর্টিফিসিয়াল লাগছে।

"তবুও একপাড় ভাঙা নদীর কাছে
ও পাড়ের কথামালা সাজিয়ে গুছিয়ে বলতে পারি না"
এটা ভাল ছিল। চালিয়ে যান বস। গাইতে গাইতে গায়েন...

সাবিহ ওমর

নীল [অতিথি] এর ছবি

ডিজিটাল কবিতা...

ইশতিয়াক রউফ এর ছবি

আমার ভালোই লাগলো। সোজাসাপ্টা, ভিন্নধর্মী কবিতা। সচলে স্বাগতম।

সবজান্তা এর ছবি

আমার ভালো লেগেছে ! ইশতিয়াক ভাইয়ের সাথে সহমত... ভিন্নধর্মী !


অলমিতি বিস্তারেণ

মূলত পাঠক এর ছবি

দুর্দান্ত রকমের ভালো লাগলো, নাজমুস সামস। আপনার পরের কবিতার আশায় রইলাম।

সুহান রিজওয়ান এর ছবি

সচলে আমি ঠিক নিয়মিত কবিতা পাঠক নই- বুঝি ও না খুব ভালো। তবে আপনার শিরোনাম আর লেখা ভিন্ন বলে মনে হলো।
সচলে স্বাগতম ! !
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

যুধিষ্ঠির এর ছবি

ভালোই। সচলে স্বাগতম।

ভাগ্যিস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারেরা এইরকম কবিতা লেখে না! ডেটাকেবল-এর জায়গায় ৪ ইঞ্চি ডায়ামিটার স্টীল পাইপ, সিডির জায়গায় লেদ মেশিন বা মনিটরের জায়গায় প্রেসারগেজ জাতীয় জিনিসপত্র হলে কি ভয়ংকর হতো!

সুহান রিজওয়ান এর ছবি

ভাগ্যিস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারেরা এইরকম কবিতা লেখে না!

হা হা। ঠিক বলসেন - এই জন্যেই তো আমি পড়িও না...
মকশো করতেসি আর কি...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

ইশতিয়াক রউফ এর ছবি

আমি তো এরশাদের মতো "নরম মনের মানুষ"... আমার কাছে প্রথম পাণ্ডবের মন্তব্যের পর কবিতার মর্মই বদলে গেলো। শব্দগুলো বদলে দিলে মন্দ হয় না। যন্ত্রগুলো চিনলে তো কথাই নেই! চোখ টিপি

শামীম রুনা এর ছবি

ভালো লাগলো কবিতার কথা।
কেমন যেন চেনা চেনা লাগছে।

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)

অতন্দ্র প্রহরী এর ছবি

পুরোপুরি না বুঝলেও, বেশ ভাল লাগল। হাসি

অপ্রাসঙ্গিক প্রশ্ন করি একটা, ডেটাকেবল নাই তো কি, ব্লুটুথ-ও নাই? দেঁতো হাসি

দময়ন্তী এর ছবি

হো হো হো আমার মনেও ঠিক এই প্রশ্নটাই এসেছিল৷ বেশী ছ্যাবলামি হয়ে যাবে ভেবে আর করলাম না৷
--------------------------------------------------------------------- ----
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

অতন্দ্র প্রহরী এর ছবি

হো হো হো

দময়ন্তী এর ছবি

আমার এইটা বেশ ভাল লাগল৷ আমরা অনেকসময় প্রায় এরকম ভাষায়ই কথা বলি, তাই বেশ চেনা চেনা লাগল৷
------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

জাহিদ হোসেন এর ছবি

কবিতা বেশী পড়া হয়না, কিন্তু এই কবিতাটি পড়তেই হোল। চমৎকার এবং অভিনব উপমায় সমৃদ্ধ।
একটি অনুরোধ: চতুর্থ লাইনে "বিচি"র বদলে "বীজ" শ্ব্দটি ব্যবহার করলে মনে হয় আমার কাছে আরো ভালো লাগতো।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

নাজমুস সামস [অতিথি] এর ছবি

সবাইকে অভিনন্দন জানাচ্ছি।যারা কবিতাটি পড়েছেন।কবিতার পাঠক নেই এটা যে সর্বৈব ...এটাতো প্রমাণ হল।কবিতা পড়ার জন্য এবং কবিতার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।নাজমুস সামস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।