- আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো?
: তোমার যে মাঝে মাঝে কী হয়! যত্তোসব!
- ইশ্বরের কাছে আমি রোজ একটা প্রার্থনা করি। আমি নিশ্চিত তিনি আমার কথা শুনবেন।
: লাইটটা অফ করে দিয়ো শোয়ার আগে।
- ভালোবাসি, এটা তুমি যেদিন মিথ্যে করে বলবে, ইশ্বর যেন সেদিনই আমার মৃত্যু অনিবার্য করেন!
: কী জানি জিজ্ঞেস করছিলে তখন?
- তুমি কি আমাকে ভালোবাসো?
:হ্যা, ভালোবাসি!
কাকতাড়ুয়া
kaktarua09@জিমেইল.কম
মন্তব্য
আমি ঠিক ধরতে পারলাম না লেখাটি। আমার অ্যান্টেনাটি পুরনো আমলের, জং ধরা। সবকিছু ধরা পড়েনা।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
জাহিদ ভাই, আপনার এ্যান্টেনা ঠিক আছে। সিগনাল-ই দূর্বল
আমি ধরতে পেরেছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে।
ধন্যবাদ মামুন ভাই
মরছিলো?
প্রশ্নে
খাইছে...
কন্কী!
হা হা হা। দারুণ লাগল।
ধন্যবাদ প্রহরী।
খইলেন কি?
অভিনব!!
বলেন্কী!
পারফেক্ট চুনোগল্প... জোশ...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ নজরুল ভাই।
জটিল লাগলো!!
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
জটিল লাগলো ক্যান? সহজ করেই তো লিখসিলাম!
অল্পের জন্য ভাল বাসাটা পেলাম না। বাড়ির মালিক দিলনা। আবার খোঁজতে হবে।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
ঠিকাসে! পাইলে জানায়েন।
ভাল লাগলো, মিথ্যে হলেও ভালবাসি কথাটা শুনে মরতে পারলো।
হ
আজকাল আমারে কেউ মিথ্যে করেও বলে না ভালোবাসি! ভ্যাএএএএএএএএএএএএ
..................................................................
ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল
কস্কী মমিন!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
ভাই, হাসেন্ক্যা?
হে হে হে
- শেষের লাইনটা যে-ই বলুক, সে নির্ঘাৎ পরকীয়ায় মত্ত!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন