মাঝে মাঝে ছড়া লেখার বদভ্যাস আছে। তবে সচলায়তনে ছড়া দেবার দুঃসাহস করতে অনেক সময় লাগলো।
ভার্চুয়াল প্রেমোলজি
চ্যাট দিয়ে শুরু, পরে একটু ঘনিষ্ঠ,
দুজনেই হল প্রেম-অনুভূতিপিষ্ট
পরে হল গলা শোনা, শুরু হল নিত্য
কথা বলা, প্রতীক্ষা, প্রেমায়িত চিত্ত!
হয় নি তো দেখা তবু কথা হলে বন্ধ
মনে হয় কোথা যেন কেটে গেছে ছন্দ।
পাবে নাকি পরিণতি এই সম্পর্ক?
এটা নিয়ে হতে পারে দুমদাম তর্ক।
এখন বলুন শুধু, নিন যেই পক্ষ,
স্কাইপ না থাকলে কি হত এত সখ্য?
- স্টুপিড কিউপিড
মন্তব্য
কক্ষণো না।
হাহাহা দারুণ দারুণ!!
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ছড়া ভাল্লাগলো। সচলায়তনে স্বাগতম!
নেভার!
দারুণ ছড়া, আরেকটা বস
লেইখা ফেলেন এবার!
হায়রে আমার এমন কখনো হলো না!
নিয়মিত লিখুন।
..................................................................
ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল
দুর্দান্তিস্ ছড়া। (হাসি)
আরো ছাড়েন...... ছাড়তেই থাকেন..........
সচলে স্বাগতম........... !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
স্বাগতম! বিভিন্ন 'লজি' নিয়ে আরো ছড়া ছাড়ুন!
নতুন মন্তব্য করুন