৪ | লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বুধ, ০৫/০৮/২০০৯ - ৮:৪৪অপরাহ্ন)
ছড়া উত্তরাধুনিক হতে পারে কী না জানা নাই। তবে ছড়া হতে গেলে প্রথম যোগ্যতা হচ্ছে ছন্দ। প্রথম তিনটি লাইন সেখানে মারাত্মক দূর্বল। বাকিটাও মরতে মরতে ঝুলে থাকার মতো।
শুধু এইটুকু বলতে পারি যে আপনার ছড়াপ্রচেষ্টাটির থিম ভালো ছিল।
৬ | লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বুধ, ০৫/০৮/২০০৯ - ৯:২১অপরাহ্ন)
ছন্দটা দুর্বল কি না সেটা পাঠক পাঠ করে বোঝে। প্রথম লাইনের পরে বাকি দুই লাইন পড়তে পড়তে পাঠক ভুলে যান তিনি কোন ছন্দোবদ্ধ বাক্যপ্রচেষ্টা পড়ার শ্রম দিচ্ছেন।
কী হলে ভালো হতো সেটা পাঠক কী করে বলবে? সেটা লেখককেই লিখে দেখাতে হবে। দায়টা তাঁরই।
কবি মনে হয় মজা করে উত্তরাধুনিক ছড়া বলেছেন, কারণ সেটা কোটেশনের মধ্যে রাখা হয়েছে। বদ্দার সাথে একমত। ছন্দ তেমন যুতসই হয়নি। তবে এটাও ঠিক যে পড়ে মজা পেয়েছি। সেজন্য একটা থাম্বস আপ
১১ | লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: বিষ্যুদ, ০৬/০৮/২০০৯ - ১২:৩৭পূর্বাহ্ন)
উত্তরাধুনিক শব্দের 'ছড়াণু' পাঠ করলাম।... তবে বদ্দার উপদেশ মেনে নিলে আপনার কাছ থেকে ছড়াণুর একটা সিরিজ আশা মনে হয় করা যায় !!!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
মন্তব্য
শিট্!!!!
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
বস, আপনার সব দেখি ন্যানো সাইজের ছড়া
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
বোকা তো আন্ডারস্টেটমেন্ট - এ তো হাবা! তাড়াতাড়ি অন্তত সাধারণজ্ঞানসম্পন্ন একটাকে খুঁজে বের করেন!
ছড়া উত্তরাধুনিক হতে পারে কী না জানা নাই। তবে ছড়া হতে গেলে প্রথম যোগ্যতা হচ্ছে ছন্দ। প্রথম তিনটি লাইন সেখানে মারাত্মক দূর্বল। বাকিটাও মরতে মরতে ঝুলে থাকার মতো।
শুধু এইটুকু বলতে পারি যে আপনার ছড়াপ্রচেষ্টাটির থিম ভালো ছিল।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
মতামতের জন্য ধন্যবাদ আপনাকে। তবে আরেকটু বিস্তারিত বুঝায়া দিলে উপকার হইতো। মানে কেমন হইলে দূর্বল হইতো না।
ছন্দটা দুর্বল কি না সেটা পাঠক পাঠ করে বোঝে। প্রথম লাইনের পরে বাকি দুই লাইন পড়তে পড়তে পাঠক ভুলে যান তিনি কোন ছন্দোবদ্ধ বাক্যপ্রচেষ্টা পড়ার শ্রম দিচ্ছেন।
কী হলে ভালো হতো সেটা পাঠক কী করে বলবে? সেটা লেখককেই লিখে দেখাতে হবে। দায়টা তাঁরই।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
কথা সত্য!
গুরুত্বের বিচারে সবার মতামতই গুরুত্বপূর্ণ। তবে সিদ্ধান্তে পৌঁছার জন্য আরো পাঠকের মতামতের অপেক্ষা করতেই হচ্ছে।
ঠিক কথা!
আবারো ধন্যবাদ আপনাকে।
ভালবাসা হইলো আজিব এক প্যারাডক্স! এইটারে বুঝাবার পারিনা, কিন্তু এইটাই পৃথিবীটারে অনেক বদলায় দিসে, এইটা না থাকলে সভ্যতা থাকত না। চলুক আরো...
কবি মনে হয় মজা করে উত্তরাধুনিক ছড়া বলেছেন, কারণ সেটা কোটেশনের মধ্যে রাখা হয়েছে। বদ্দার সাথে একমত। ছন্দ তেমন যুতসই হয়নি। তবে এটাও ঠিক যে পড়ে মজা পেয়েছি। সেজন্য একটা থাম্বস আপ
ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল
শিট !
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
উত্তরাধুনিক শব্দের 'ছড়াণু' পাঠ করলাম।... তবে বদ্দার উপদেশ মেনে নিলে আপনার কাছ থেকে ছড়াণুর একটা সিরিজ আশা মনে হয় করা যায় !!!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
শিট!
বদ্দা এসে ছন্দ নিয়ে
লাগাই দিলো গিট!
সবাইরে ধন্যবাদ
বদ্দারে থ্যাঙ্কু!
হা হা হা। পড়ে খুবই মজা পেলাম।
ধন্যবাদ প্রহরী ভাই
নতুন মন্তব্য করুন