প্রত্যাশা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০৫/০৮/২০০৯ - ৭:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রত্যাশা

অবিবেচক হিসেবে, নিয়মে
খরচ হয়ে যায় একমাত্র অবলম্বন।

সৌরঘরে পাতায় কেনা স্বস্তিটুকু।

অগ্নিজ্বলা ক্রোধগুলো সব
নির্মল ঢেকুরের মত উবে গেলে
বিবর্তন,পরিবর্তন,অভিযোজনে
ফ্যাকাসে হতে হতে
হা করে গিলে নেবে ওষ্ঠের সুধাজল।
সমাজ তর্জনীর অতি উচ্চ কৌশলী
সৌজন্যতায় কেটে গেলে দিন রাত্রি।
সুহ্ম এবং দুঃখের লোনা ক্ষতে
এ্যান্টিসেপ্টিক তৃণ চেপে
অবিরাম বেঁচে থাকি।

অথবা আবারও জেগে উঠি।

সৌরজ্বলা আগুন ভেদ করে
চমকায় এক টুকরো লাঙ্গল ফলা।

এরপর ক্লান্তি, নির্ঘুম স্বপ্নের।

শিল্পে, মননে রূপায়িত সত্যটুকু
মানুষের মৃত্যূর আগে ও পরে
মূর্খ ও জেদী চোখগুলো দেখে নিবে
প্রিয়তম মুখ নিজেস্ব আগলে।
আগ্নেয়গিরির উত্তপ্ত লাভায়
প্রেয়সীর মত ঝলসে যদি
উদগারিত শস্যমুখ।

নৈশী।


মন্তব্য

কাজী আফসিন শিরাজী এর ছবি

কবিতার বক্তব্য স্পষ্ট বুঝা গেলো না। তবে আমি এমনিতে কম বুঝি।
_____________________________
ঝড়ের বেতারে শুনি একটি শিশুর গোঙ্গানি...

অতিথি লেখক এর ছবি

পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

নৈশী।

অতন্দ্র প্রহরী এর ছবি

চমৎকার লাগল চলুক

অতিথি লেখক এর ছবি

আপনাকে ধন্যবাদ দিতে দেরি করে ফেল্লাম।দুঃখিত।

নৈশী।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।