[b]নিষিদ্ধ পল্লী ও মানস প্রিয়া[/b]

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০৫/০৮/২০০৯ - ৯:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

নিষিদ্ধ পল্লী ও মানস প্রিয়া
রুবলে শাহ্

সেখানে নিষিদ্ধ পল্লী, আমার প্রবেশ
নিষেধ। অলোর ছড়াছড়ি কিংবা
বায়ুর চলাচল নেই,
আধারেরও রূপ আছে এত দিনে বুঝলাম।

সম্মুখের হাতটাও অস্পষ্ট-অথচ
উচ্ছল রমনী এক, স্বর্ণলতার মত একে বেঁকে
সুটোল দেহ কঞ্ঝিটা ভোরের পাখির ডানা ঝাপটানোর
মতই সাঁতার কাটছে দূর সরোবরে
সম্মুখে বিদ্ধময়, পাখির বুকের মত উদোম দেহ :
লম্বা লম্বা পা জোড়া চিক্কণ, উরুও অপ্রসস্থ, গ্রীবা হতে
ঠিকরে পড়ছে অলো আমার দু'চোখে।

সে আমার মানস প্রিয়া
সৃষ্টির অন্তরালে, দূর অলক্ষ্যে
নিশ্বাস কাঁপা শব্দ বুকের ভিতরে
নিষিদ্ধ পল্লীতে.........................


মন্তব্য

শাহেনশাহ সিমন এর ছবি

আপনার নাম কি আসলেই রুবলে ???

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অতিথি লেখক এর ছবি

কেন বলুন তো.............?

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

আপ্নে রুবলে শাহ, আগি শাহেনশাহ....শাহে শাহে ভরপুর!
এংরাজিতে রুবেল লেখা ছিলো, তাই জানতে চাইলাম।

মূলত পাঠক এর ছবি

মানস প্রিয়া কথাটা এতো কবি এতো বার ব্যবহার করেছেন, ওতে আর কিছু অবশিষ্ট নেই ব্যবহারযোগ্য।

অতিথি লেখক এর ছবি

যে যার মত করে ব্যবহার করছেন...........

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।