পাহাড়কে ডিঙানোর সখ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৬/০৮/২০০৯ - ২:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মানুষের মাঝে সখ জাগে কখনও কখনও
ডিঙানোর সখ
পাহাড়কে ডিঙানোর সখ ।

পাহাড় কিভাবে ডিঙাতে হয় জানতাম না
জানা হয়ে ওঠেনি কখনও।

তুমি এলে
ইঞ্চি ইঞ্চি ছোঁয়া জড়ো করলে হৃদয়ে
পাহাড় ডিঙালাম
স্বচ্ছ জল দেখলাম
পাহাড়ের গা ঘেঁষে বয়ে যাওয়া নদীর জল
মাছরাঙা , পাড় থেকে বসে ঘাঘড়ার স্নান ।

তোমাকে আর দেখা হয়নি কখনও
অথচ তুমি ছাড়া কেইবা চেয়েছিল
এভাবে পাহাড় ডিঙাতে।

----------------------------------------------------------------------------------
শাহিন


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।