হন্তদন্ত হয়ে অফিসে ঢুকে মোখলেস। আজও ১ ঘন্টা লেট। রিসিপশন থেকে ৯ টা ১৫ মিনিটে খাতা চলে যায় বসের রুমে। দেরী করলে ওখানে গিয়েই সই করে আসতে হয়।
টেবিলের উপর রাখা বিলের কপিটা নিয়ে বসের রুমের দিকে এগোয় সে। এই ফাঁকে মনে মনে জপে নেয় উত্তরা থেকে ধানমন্ডির দুরত্ব। বাস সার্ভিসগুলোর সেবার মান নিয়েও ভেবে নেয় ১ বার। ডে-লাইট সেভিংয়ের নামে ঘড়ির কাটা ১ ঘন্টা এগিয়ে দিয়ে কার কী লাভ হলো সেই হিসেবটাও ১ বার করে নেয়।
আপনি আজকেও দেরী করেছেন? ভ্রু কুঁচকে তাকায় বস।
মাথা নিচু করে মিহি গলায় মোখলেস জবাব দেয় – স্যার, আইজকা অনিক সূচনা’র পিছনে লাগাই দিছিলো!
কাকতাড়ুয়া
kaktatua09@জিমেইল.কম
মন্তব্য
প্রিয় কাকতাড়ুয়া,
অতিথিরা সচলে কোন লেখা সাবমিট করার পর সেটি মডারেশন কিউতে জমা হয়। প্রকাশে বিলম্ব ঘটে। প্রকাশিত না-ও হতে পারে। তাই ধৈর্য ধরার অনুরোধ রইলো। এক গল্প একাধিক বার পোস্ট করার কোনো প্রয়োজন নেই।
ধন্যবাদ।
আফনে থাম্বেন্না?
বাস কোম্পানীগুলোর নাম না জানলে খালি মাথাই চুলকাতে হবে...
বুচ্চি, আরো চিন্তা কইরা লিখতে হইবো।
থ্যাঙ্কু শিমুল ভাই!
দু:খিত প্রিয় "সাদা-মডু"
ধীর গতির ইন্টারনেটের জন্য বুঝতে পারছিলাম না পোষ্টটা সংরক্ষণ হয়েছে কী না। শেষবার বার্তা দেখে নিশ্চিত হলাম।
আবারো দু:খিত এই অনিচ্ছাকৃত ভুলের জন্য।
হা হা হা। লিখুন আরো।
ঠিকাছে
মজা পাইলাম
এই ধরণের পিচ্চি গল্প কিন্তু কয়েকটা একসাথে করে পোস্ট দিতে পারেন।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল
ধন্যবাদ অমিতদা
সাহস পাইলাম
সুচনা তো মনে হয় অল্প কিচুদিন হইলো চালু হইছে, এর মদ্দেই কেলেংকারী??? হ্যাতেরে বাংলা সিনেমায় লওয়া হউক......
#ওসিরিস
হ
হাঃ-হাঃ! মজার। প্রথমে "অনীক-সূচনা"র মানে বুঝিনি অবশ্য।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
ধন্যবাদ জাহিদ ভাই।
"শালার মোখলেস!" (গল্প পড়ে এই কথাটাই বেরিয়ে এলো।)
চমৎকার মোচড় শেষ লাইনে। কিন্তু ভাই কাকতাড়ুয়া, আপনি তো আমার নামের বারোটা বাজিয়ে দিলেন!
আমি এই অংশটা পড়ে কালকে ব্যাপক হাসি দিয়ে আন্দালিবের মন্তব্যের অপেক্ষা করছিলাম। ভাবি, "...পরে জানলো ক্যামনে?"
গল্পে অনীক নামটা ব্যবহারের জন্য অশেষ ধন্যবাদ।
ইশতি, দাঁড়া তোরে নিয়া গফ বানতেছি! মুহাহাহা
তোর ব্লাফ কল করলাম, যাহ!
তাশ খেলে অলস মানুষ। এইটা কি তাশের কোনকিছু? খেললাম না।
পোকার...
[গতরাতে নেট লাইন এ সমস্যার কারণে মন্তব্য করতে পারিনি]
এটা পরেই প্রথমে অনলাইন লিস্টে তাকিয়ে অনীক ভাইয়াকে খুজলাম, তারপরেই খুজলাম উনার মন্তব্য, হিহিহি! হাসি থামানো যাচ্ছিলনা...
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
[গতরাতে নেট লাইন এ সমস্যার কারণে মন্তব্য করতে পারিনি]
এটা পরেই প্রথমে অনলাইন লিস্টে তাকিয়ে অনীক ভাইয়াকে খুজলাম, তারপরেই খুজলাম উনার মন্তব্য, হিহিহি! হাসি থামানো যাচ্ছিলনা...
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বাস কোম্পানির নামের চেয়ে ভালো একটা সাবস্টিউট আমার আছে অবশ্য। 'অনীক' এবং "সূচনা" উভয়েই আমার ডিপার্টমেন্টাল দুস্ত। তাগো এই গল্পটা পেস্ট কইর্যা দিতে হয়...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
প্রথমে শেষটুকু বুঝি নাই...মন্তব্য পড়ে একদম ফকফকা...
আসলেই এরকম ২/৩টা একসাথে দেন...চমৎকার লেখা!
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
এই মুহূর্তে ঢাকায় না থাকলে আমিও বুঝতাম না।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল
গল্প পড়ে ভাবলাম এটা আবার গল্প কিভাবে হলো। শিমুলের মন্তব্য পড়ে বুঝলাম বাস কোম্পানির নাম। আর অমিতের মতের সাথে একমত-- একসাথে ৩টা করে দেন।
ধন্যবাদ প্রকৃতিপ্রেমিক, পড়ার জন্য।
ধন্যবাদ
প্রথমে না বুঝলেও পরে বুঝলাম
না বুঝলেও অবশ্য ক্ষতি বৃদ্ধি হয় নাই। দুই অবস্থাতেই মজা পাইছি
ধন্যবাদ আরেফীন ভাই।
আপনি বস গুল্লি লেখেন। আপনারে হিংসা করি!
ভালো
...........................
Every Picture Tells a Story
ধন্যবাদ
- মোখলেইচ্চার মইধ্যে একেবারে নিজের ছবিটাই যেনো দেখতে পেলাম। দেশে থাকতে এরকম কতোশত ওজর যে দেখাইছি লেট করে যাওয়ার!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দূর্দান্ত...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ নজরুল ভাই
ধন্যবাদ নজরুল ভাই
সূচনা'র মতো নতুনের লগে প্রেম করতে পুরানো অনিকের ভালোই লাগে বুঝি!
..................................................................
ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল
নতুন মন্তব্য করুন