চুনোগল্প :: দুর্ঘটনা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৬/০৮/২০০৯ - ৯:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

হন্তদন্ত হয়ে অফিসে ঢুকে মোখলেস। আজও ১ ঘন্টা লেট। রিসিপশন থেকে ৯ টা ১৫ মিনিটে খাতা চলে যায় বসের রুমে। দেরী করলে ওখানে গিয়েই সই করে আসতে হয়।

টেবিলের উপর রাখা বিলের কপিটা নিয়ে বসের রুমের দিকে এগোয় সে। এই ফাঁকে মনে মনে জপে নেয় উত্তরা থেকে ধানমন্ডির দুরত্ব। বাস সার্ভিসগুলোর সেবার মান নিয়েও ভেবে নেয় ১ বার। ডে-লাইট সেভিংয়ের নামে ঘড়ির কাটা ১ ঘন্টা এগিয়ে দিয়ে কার কী লাভ হলো সেই হিসেবটাও ১ বার করে নেয়।

আপনি আজকেও দেরী করেছেন? ভ্রু কুঁচকে তাকায় বস।

মাথা নিচু করে মিহি গলায় মোখলেস জবাব দেয় – স্যার, আইজকা অনিক সূচনা’র পিছনে লাগাই দিছিলো!

কাকতাড়ুয়া
kaktatua09@জিমেইল.কম


মন্তব্য

সাদা-মডু এর ছবি

প্রিয় কাকতাড়ুয়া,

অতিথিরা সচলে কোন লেখা সাবমিট করার পর সেটি মডারেশন কিউতে জমা হয়। প্রকাশে বিলম্ব ঘটে। প্রকাশিত না-ও হতে পারে। তাই ধৈর্য ধরার অনুরোধ রইলো। এক গল্প একাধিক বার পোস্ট করার কোনো প্রয়োজন নেই।

ধন্যবাদ।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

আফনে থাম্বেন্না?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বাস কোম্পানীগুলোর নাম না জানলে খালি মাথাই চুলকাতে হবে...

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

বুচ্চি, আরো চিন্তা কইরা লিখতে হইবো।
থ্যাঙ্কু শিমুল ভাই!

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

দু:খিত প্রিয় "সাদা-মডু"
ধীর গতির ইন্টারনেটের জন্য বুঝতে পারছিলাম না পোষ্টটা সংরক্ষণ হয়েছে কী না। শেষবার বার্তা দেখে নিশ্চিত হলাম।
আবারো দু:খিত এই অনিচ্ছাকৃত ভুলের জন্য।

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। লিখুন আরো। হাসি

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

ঠিকাছে হাসি

অমিত আহমেদ এর ছবি

মজা পাইলাম হো হো হো
এই ধরণের পিচ্চি গল্প কিন্তু কয়েকটা একসাথে করে পোস্ট দিতে পারেন।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

ধন্যবাদ অমিতদা
সাহস পাইলাম হাসি

অতিথি লেখক এর ছবি

সুচনা তো মনে হয় অল্প কিচুদিন হইলো চালু হইছে, এর মদ্দেই কেলেংকারী??? হ্যাতেরে বাংলা সিনেমায় লওয়া হউক......

#ওসিরিস

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

জাহিদ হোসেন এর ছবি

হাঃ-হাঃ! মজার। প্রথমে "অনীক-সূচনা"র মানে বুঝিনি অবশ্য।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

ধন্যবাদ জাহিদ ভাই।

অনীক আন্দালিব এর ছবি

"শালার মোখলেস!" (গল্প পড়ে এই কথাটাই বেরিয়ে এলো।)

চমৎকার মোচড় শেষ লাইনে। কিন্তু ভাই কাকতাড়ুয়া, আপনি তো আমার নামের বারোটা বাজিয়ে দিলেন! মন খারাপ

ইশতিয়াক রউফ এর ছবি

আমি এই অংশটা পড়ে কালকে ব্যাপক হাসি দিয়ে আন্দালিবের মন্তব্যের অপেক্ষা করছিলাম। ভাবি, "...পরে জানলো ক্যামনে?"

গল্পে অনীক নামটা ব্যবহারের জন্য অশেষ ধন্যবাদ। চোখ টিপি

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

দেঁতো হাসি

অনীক আন্দালিব এর ছবি

ইশতি, দাঁড়া তোরে নিয়া গফ বানতেছি! মুহাহাহা চোখ টিপি

ইশতিয়াক রউফ এর ছবি

তোর ব্লাফ কল করলাম, যাহ!

অনীক আন্দালিব এর ছবি

তাশ খেলে অলস মানুষ। এইটা কি তাশের কোনকিছু? খেললাম না। খাইছে

ইশতিয়াক রউফ এর ছবি

পোকার... খাইছে

দুষ্ট বালিকা এর ছবি

[গতরাতে নেট লাইন এ সমস্যার কারণে মন্তব্য করতে পারিনি]

এটা পরেই প্রথমে অনলাইন লিস্টে তাকিয়ে অনীক ভাইয়াকে খুজলাম, তারপরেই খুজলাম উনার মন্তব্য, হিহিহি! হাসি থামানো যাচ্ছিলনা... গড়াগড়ি দিয়া হাসি

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

[গতরাতে নেট লাইন এ সমস্যার কারণে মন্তব্য করতে পারিনি]

এটা পরেই প্রথমে অনলাইন লিস্টে তাকিয়ে অনীক ভাইয়াকে খুজলাম, তারপরেই খুজলাম উনার মন্তব্য, হিহিহি! হাসি থামানো যাচ্ছিলনা... গড়াগড়ি দিয়া হাসি

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সুহান রিজওয়ান এর ছবি

বাস কোম্পানির নামের চেয়ে ভালো একটা সাবস্টিউট আমার আছে অবশ্য। 'অনীক' এবং "সূচনা" উভয়েই আমার ডিপার্টমেন্টাল দুস্ত। তাগো এই গল্পটা পেস্ট কইর‌্যা দিতে হয়...দেঁতো হাসি
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

দেঁতো হাসি

স্বপ্নহারা এর ছবি

প্রথমে শেষটুকু বুঝি নাই...মন্তব্য পড়ে একদম ফকফকা...দেঁতো হাসি
আসলেই এরকম ২/৩টা একসাথে দেন...চমৎকার লেখা!

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

অমিত আহমেদ এর ছবি

এই মুহূর্তে ঢাকায় না থাকলে আমিও বুঝতাম না।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

গল্প পড়ে ভাবলাম এটা আবার গল্প কিভাবে হলো। শিমুলের মন্তব্য পড়ে বুঝলাম বাস কোম্পানির নাম। আর অমিতের মতের সাথে একমত-- একসাথে ৩টা করে দেন।

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

ধন্যবাদ প্রকৃতিপ্রেমিক, পড়ার জন্য।

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

ধন্যবাদ

লুৎফুল আরেফীন এর ছবি

প্রথমে না বুঝলেও পরে বুঝলাম হাসি
না বুঝলেও অবশ্য ক্ষতি বৃদ্ধি হয় নাই। দুই অবস্থাতেই মজা পাইছি হাসি

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

ধন্যবাদ আরেফীন ভাই।
আপনি বস গুল্লি লেখেন। আপনারে হিংসা করি!

মুস্তাফিজ এর ছবি

ভালো

...........................
Every Picture Tells a Story

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

ধন্যবাদ

ধুসর গোধূলি এর ছবি

- মোখলেইচ্চার মইধ্যে একেবারে নিজের ছবিটাই যেনো দেখতে পেলাম। দেশে থাকতে এরকম কতোশত ওজর যে দেখাইছি লেট করে যাওয়ার!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

দেঁতো হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দূর্দান্ত...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

ধন্যবাদ নজরুল ভাই

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

ধন্যবাদ নজরুল ভাই

পান্থ রহমান রেজা এর ছবি

সূচনা'র মতো নতুনের লগে প্রেম করতে পুরানো অনিকের ভালোই লাগে বুঝি!
..................................................................

ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।