বাঁধ দিয়া দিক ভারতে!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৮/০৮/২০০৯ - ১০:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

ডজন খানেক সঙ্গী নিয়া
উইড়া গিয়া বিমানে
ফেরার সময় সঙ্গে তিনি
কয়টা ঘোড়ার ডিম আনে।

সে ডিম এখন পাচ্ছে শোভা
সব মিডিয়ার আড়তে
কী যায় আসে, টিপাইমুখে
বাঁধ দিয়া দিক ভারতে!

কাকতাড়ুয়া
kaktarua@জিমেইল.কম


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ডিম প্রসব করে উনি উপদেষ্টা হয়েছেন তাতেই বা কম কি?

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

সেটাই!

বালক [অতিথি] এর ছবি

খারাপ কন নাই।

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বাহ্...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

ধন্যবাদ নজু ভাই

নুরুজ্জামান মানিক এর ছবি

দারুন !

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

দারুণ না বস, করুণ!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বলা যায় দারুণ করুণ!

সাইফুল আকবর খান এর ছবি

তাইলে কদারুণ! চোখ টিপি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

আচ্ছা, নিজের নামে লগিন করে পোষ্ট দেয়ার তরিকাটা কী কেউ একটু বলবেন?

কাকতাড়ুয়া
kaktarua09@জিমেইল.কম

প্রকৃতিপ্রেমিক এর ছবি

contact@sachalayatan.com ভালো বলতে পারবে। তবে আপনার একাউন্ট অতিথি-সচল হিসেবে এক্টিভেট করা না হয়ে থাকলে তেমনটি পারবেন না মনে হয়। কয়েকদিন মন্তব্য আর পোস্টে নিয়মিত হন। তাহলে মনে হয় হাচল করে দেয়। হাচল মানে হলো হাফ সচল।

শুভকামনা রইল।

হাসি

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

ধন্যবাদ পিপিদা। বুচ্চি হাসি

যুধিষ্ঠির এর ছবি

চলুক

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

হাসি

অতিথি লেখক এর ছবি

আমরাতো অল্পেই খুশি

দ্বিজু

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

কীর্তিনাশা এর ছবি

গুল্লি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

ঠিকাসে হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

দুর্দান্ত! চলুক

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

ধন্যবাদ প্রহরী

রেজুয়ান মারুফ এর ছবি

চমতকার হইছে!

------------------------------------------
আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কাব্য নিয়ে ঘুরি।

আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কব্য নিয়ে ঘুরি।

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

ধন্যবাদ

অম্লান অভি এর ছবি

বেশ ঝাঁঝাল ভালো.......

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

ধন্যবাদ অভি

নাজমুস সামস [অতিথি] এর ছবি

ভালো লাগিচ্ছে টিপাইমুখ নিয়ে লেখায়। দু:খ বাড়িচ্ছে কেন ছড়াকার হইলাম না!। ভাল লাগা এবং দু:খ দুটাই আরো বেশী বেশী বাড়ান।
নাজমুস সামস

সাইফুল আকবর খান এর ছবি

ভালো। বেশ ভালো। চলুক
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।