ব্ল্যাকবেরী / নাজমুস সামস
প্রিয় ব্ল্যাকবেরী,সালাম নিবেন
টেনসন ভর্তি ঘাস কমানোর জন্য
পরসমাচার এই যে,
ঠিল্লায় এখন রোদের আনাগোনা
খুলে গেছে দুয়ারের দুনিয়া
ঝুনঝুনি প্যান্ট হারিয়ে গেছে বহুন্তর
অধৈর্য্যে কালো মেঘ জমে না আর!
গোলাপী পৃথিবীর মাটি
মনের সিপিইউ ঝেরে দেয়
দশপাশের শ্যামল ইনবক্স
ভেলায় করে ঘুরায় বৃষ্টিমাস
এবাড়ি ওবাড়ি ঘুরে
রেলগাড়ি হয়ে যাই
মন্তব্য
"ভেলায় করে ঘুরায় বৃষ্টিমাস
এবাড়ি ওবাড়ি ঘুরে
রেলগাড়ি হয়ে যাই"
কবি, রেল গাড়ি কি কোথাও নোঙর করে? না শুধুই ভেসে চলে জলের রেল সড়কে?
আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কাব্য নিয়ে ঘুরি।
আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কব্য নিয়ে ঘুরি।
জলের রেল সড়কে শুধুই ভেসে চলে কিনা জানিনা। তবে সজলের রেল সড়কে ভেসে চলে গন্তব্যহীন!!!
আপনাকে তো মনে হয় অতিথি সচল হিসেবে দেখেছি কয়েকদিন আগে। অতিথি লেখকের অ্যাকাউন্টে লিখছেন কেন? নিজ নামে লিখতে পারেন তো এখন।
ধন্যবাদ অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে সচল করার জন্য।
নতুন মন্তব্য করুন