দৃশ্য
উঁচু, নীচু দালান ঘেঁষে যেখানে
রাস্তা-ফুটপাত পাশাপাশি শুয়ে থাকে।
নারীরা সারি বেঁধে
সভ্যতা সেলাই করে ফিরে।
কালো কালো রাজপথ
আটকে থাকা গতরাতের বৃষ্টি।
বালকেরা বাতাসে তাদের অঙ্গ ছুঁড়ে
খেলা করে ।
এক তাল নীচে অর্ধেক দেহ
অসাড় হাত দুটি ঝুলে থাকে মরা গাছে।
ছিন্ন স্যান্ডেলে অগ্রোজ প্যাডেল চালায়
চলমান গলির মোড়ে সতর্কতা বাজে।
পার্টি সেন্টারগুলো চুমকির শরীর নিয়ে হাসে।
আলু বোখারা চাটনি চাটা তালু,
গুরুপাক ঢেকুড় তুলে।
অতি মেদে অস্বুস্থ্যতা
এ্যাম্বুলেন্সে চড়ে হুইসেল বাজায়।
একই সময়ে আগুন দিয়ে ধুয়ে
জলের উননে হাঁড়ি চড়ায়
আলো আধারির নারী।
জীবন পাত্র থেকে কিছু আগুন ছলকে প’ড়ে
ঠোক্কর খেয়ে থেতলে যেতে যেতে
জ্বলতে থাকে এদিক ওদিক।
পৃথিবী থেকে
শত আলোক বর্ষ দূরে
সূর্যের গায়ে হেলান দিয়ে
ভবিতব্য পিছন ফিরে হাঁটে।
মন্তব্য
কবিতা লিখে আমার নাম জুড়ে দিতে ভুলে গিয়েছি । আমাকে এ ব্যপারে সাহায্য করলে কৃতার্থ
হব।
নৈশী।
আপনি একটা কাজ করতে পারেন। অতিথি থাকা অবস্থায়, আপনার লেখাগুলোর কী-ওয়ার্ডে আপনার নামটা লিখে দিতে পারেন, অথবা যে কোনো লেখার শুরুতে আপনার নামটা দিতে পারেন। তাহলে পাঠক হিসেবে আপনাকে আলাদা করে খুঁজে নিতে সুবিধা হবে খানিকটা।
আপনার উপদেশ মনে রাখব। অনেক ধন্যবাদ আপনাকে।
নৈশী ।
চমৎকার। শেষ লাইনগুলো বিশেষ করে।
ধন্যবাদ।
নৈশী ।
নিত্য দেখা ঘরে ফেরা সেলাই দিদিমণিদের নিয়ে লেখা কবিতা ভালোই লাগলো। এই কয়দিনে আপনাকে মন্তব্যে বেশ সরব দেখেছি, এখন লেখালেখিতেও নিয়মিত দেখবো আশা করি।
..................................................................
ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
নৈশী ।
খুব ভালো লাগলো। লিখতে থাকুন।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
কবিতা ভাল লাগার জন্য ধন্যবাদ।
নৈশী ।
কি মুশকিল! আমার মত কবিতার অপাঠককেও কবিতা পড়িয়ে নিলেন :(
এরপর থেকে কম লিখবেন, অথবা লুকিয়ে চুরিয়ে লিখবেন য্যান আমাদের মূল্যহীন সময় এইসব কবিতা পড়ে নষ্ট না হয়!
আপনার মন্তব্য পড়ে মজা পেলাম। খেয়াল রাখব, চেষ্টা করব মূল্যবান সময় যেন নষ্ট না হয়। অনেক অনেক ধন্যবাদ।
নৈশী ।
নতুন মন্তব্য করুন