নির্বাক চোখে অবাক তাকিয়ে থাকি।

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৭/০৮/২০০৯ - ১১:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

কবিতা আর কি লিখবো?
যখন দেখি চারিপাশের পরিচিত মুখ গুলো
বিকৃত হাসে নীতির কথা শুনে।
চিবিয়ে চিবিয়ে বলে নীতিবান!
যত সব ফালতু প্যাচাল।

শব্দ মালা কি আর গাথঁবো?
যখন দেখি সভ্য মানুষের অধরের ফাকেঁ
অশ্রাব্য শব্দের ফুলঝুড়ি।
অশ্লীল বাক্য বিনিময়ের হীন মানসিকতা।

নিজেকে রক্ষা করি কি ভাবে ?
যখন দেখি পায়ে পা রেখে
ঝগড়া করার জন্য উৎসুক মানুষের দীর্ঘ মিছিল।
উত্যাক্ত করার জন্য অহেতুক খুনসুটি।

নিজের কথা গুলো কি করে বলি?
যখন দেখি শুনার কেউ নেই,
হট্টগোল আর নিজের ক্যানভাসে ব্যস্ত সবাই।
সবাই যেখানে নিজেকে ভাবে মহাজ্ঞানী।

মুক্ত আকাশে ডানা মেলি কি ভাবে?
যখন দেখি আমার ডানা ঝাপটে আছে
কিছু নব্য আতেলের দল,
নতুন করে গজিয়ে উঠা ধনিক বুদ্ধিজীবি।
আমাকে টেনে মিশিয়ে দেয় মাটিতে।

আমি অবাক হয়ে দেখি নির্বাক চোখে
শিক্ষা আজ কোথায় যেনো হয়েছে নির্বাসিত।
মামা মমতার সবুজ ভূমিতে লেগেছে খরা ।
আশার পাপড়ী জুরে বসেছে কীট।
আমি হতভম্ব হয়ে দেখি
আর নিশ্চুপ বসে থাকি।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সচলের ১ম পাতায় কবিতা নিয়ে আলাপ দেখলাম অন্য পোস্টে।

এ কবিতায় কবির নাম নেই।
আর পড়তে গিয়ে বারবার ধাক্কা খেলাম বানানে-


ফাকেঁ , কি ভাবে , উত্যাক্ত, শুনার, ধনিক, মামা মমতার, পাপড়ী, জুরে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কবিতা সম্পর্কে একটা গাইডলাইন বানানো হোক:

১। কবির নাম থাকতে হবে
২। বানান ভুলের সংখ্যা সহনীয় পর্যায়ে রাখতে হবে
৩। ?

এই কবিতা লিখতে গিয়ে কোন কবিতা দ্বারা প্রভাবিত হয়েছিলেন কি? আমার মনে পড়ছে সেই কবিতার কথা--

কবিতায় আর কী লিখব
যখন বুকের রক্তে লিখেছি একটি নাম--
বাংলাদেশ।

গানে আর সুরের কী ভিন্ন ব্যঞ্জনা
যখন হানাদার-বধ সঙ্গীতে প্রতিনিয়ত বাজে
মেশিনগান-মর্টার-গ্রেনেড।

কার লেখা ছিল? সিকানদার আবু জাফরের?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কবিতায় আর কী লিখব
যখন বুকের রক্তে লিখছে একটি নাম--
বাংলাদেশ।

আমার ধারণা - কবির নাম 'মনিরুজ্জামান', তাঁর এক ভাই ৭১এ শহীদ হয়েছিলেন যশোরে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

থ্যাংস শিমুল। বহুদিন আগের পড়া তো, এসএসসি'র বাংলা বইয়ে ছিলো হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমাদের সময়েও ছিলো। সেই স্মৃতি থেকে লিখলাম। থ্যাঙ্কু।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ সুন্দর মতামতের জন্য। কিন্তু মনিরুজ্জামানের কবিতার সাথে এর কোন মিল নাই।
বানান টাইপিংয়ের কারনে হয়, পরবর্তীতে খেয়াল রাখা হবে।
ধন্যবাদ সবাইকে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনি কিন্তু এবারো নামটা উহ্য রাখলেন। অতিথি হিসেবে কোন নিক নেননি? (রেজি করেননি?)

রুদ্র [অতিথি] এর ছবি

বেশ কিছু বানান ভুল।
কবিতার বানানে ভুল সহনীয়। আশা করি সামনে খেয়াল করে টাইপিংটা করবেন। শুদ্ধ লেখায় ভাল লাগাটা বেশী।

হিমু এর ছবি

কবিতাটি কবিতা মনে হয়নি।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

অতিথি লেখক এর ছবি

"কবিতা আর কি লিখবো?
যখন দেখি চারিপাশের পরিচিত মুখ গুলো
বিকৃত হাসে নীতির কথা শুনে।
চিবিয়ে চিবিয়ে বলে নীতিবান!
যত সব ফালতু প্যাচাল। "

বাস্তবতা থেকে তুলে আনা কলংক। সারবেনা জানি সহজে তবুও হার ছাড়বো না । হাল ছেড়োনা বন্ধু আমার -----

ভালো লিখেছেন। ধন্যবাদ।

অজান্তা ইলোরা(razon_kuet@yahoo.com)

অতিথি লেখক এর ছবি

প্রকৃতিপ্রেমিক লিখেছেন:
কবিতা সম্পর্কে একটা গাইডলাইন বানানো হোক:

১। কবির নাম থাকতে হবে
২। বানান ভুলের সংখ্যা সহনীয় পর্যায়ে রাখতে হবে
৩। ?

এই কবিতা লিখতে গিয়ে কোন কবিতা দ্বারা প্রভাবিত হয়েছিলেন কি? আমার মনে পড়ছে সেই কবিতার কথা--

কবিতায় আর কী লিখব
যখন বুকের রক্তে লিখেছি একটি নাম--
বাংলাদেশ।

গানে আর সুরের কী ভিন্ন ব্যঞ্জনা
যখন হানাদার-বধ সঙ্গীতে প্রতিনিয়ত বাজে
মেশিনগান-মর্টার-গ্রেনেড।

কার লেখা ছিল? সিকানদার আবু জাফরের?


রবি বাবুর পিএ ছিলেন ভদ্র লোক। ৫চ পান্ডাবের একজন ছিলেন। চশমা পরতেন। ধরতে পারছেন??

এখনও পারেননি?? অমিয় চক্রবর্তি? সম্ভবত। সুকান্তরেও একেবারে উড়ায়ে দিচি।চ না।

প্রকৃতিপ্রেমিক(অফলাইনে) এর ছবি

উহুঁ, এটা মোহাম্মদ মনিরুজ্জামানের। উপরে শিমুল বলেছে। আমারো তাই মনে পড়ে। যশোরের মনিরামপুরে তার ভাই শহীদ হয়েছিলেন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।