• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

নিঃসঙ্গ শহরে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৮/০৮/২০০৯ - ১১:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অলস সোডিয়ামের সারি সারি হলদেটে আলোর মাঝে সভ্যতার আলো গুলো এক ঝলক বাতাস হয়ে ছুঁয়ে যায় আর স্মৃতিগুলো লাইন বেঁধে ভিড় করে মনের অস্পষ্ট আকাশে। বন্ধুরা আজ সবাই সোনার হরিণ খোঁজায় ব্যস্ত। কেউ চাকরী করছে কেউবা ব্যবসা কারও সাথেই তেমন যোগাযোগ হয় না। মাঝে মাঝে বন্ধুত্বের খাতিরে ফোন করে খোঁজ করে অপদার্থটা আজও বেঁচে আছে কিনা। শহরটা আজও আগের মতই আছে। শুধু বয়সের সাথে সাথে দালান গুলোর উচ্চতা বেড়েছে। ক্যাফেটেরিয়ায় আজও চায়ের কাপে ঝড় ওঠে তেমনি ছোট ছোট রিক্সা গুলো আজও হুড তুলে নিয়ে যায় ভালবাসা। ভালবাসা আজ ফেরি হয়,স্বপ্ন আজও বিক্রি হয় চরা দরে। মুখোস পড়া মানুষের ভিড়ে ভালবাসা আজ দূর্লভ।
বিস্মৃতপ্রায় স্মৃতিগুলো পুরানো খবরের পাতার মত মড়মড়ে হয়ে গেছে। অস্পষ্ট অক্ষরগুলো সামনে দিয়ে চলে যায়, কিন্তু স্পষ্ট মনে করতে পারি না। সময়ের হারিয়ে যাওয়া চরিত্রগুলো কেবল আবছা উঁকি দিয়ে যায়। তবু হাতড়ে দেখি, খুঁজতে থাকি সেইসব সময়ের হারিয়ে যাওয়া স্মৃতি।
নেই সেই বন্ধুদের পরিচিত আড্ডা,অহেতুক কথার ঝড়। দেশের হর্তাকর্তা বিএপি আওমীলীগ নিয়ে মুখরোচক সমালোচনা আর বিলাসী ললনার রসালো গল্প। বন্ধুর নিজের গার্লফ্রেন্ডের গল্প হয়তবা পাশে বসে সান্তনাও দেয়া সদ্য ছ্যাঁকা খাওয়া কোন বন্ধুকে।
এইসব স্মৃতির রেশ ধরে হেঁটে চলি অন্ধকারে শহরের উন্মুক্ত কোন সড়কে। সড়কের সভ্যতার অসহ্য আলো গুলো আমাকে থমকে থমকে বিদ্রুপ করে আর হাসে। নিঝুম নিঃসঙ্গ শহরে খোলা আকাশের নিচে হেঁটে যাই স্মৃতির বোঝা নিয়ে। ভাবি এই নিঃসঙ্গ শহরই একসময় আমাকে ভালবেসেছিল, দিয়েছিল পূর্ণতা। নিঃসঙ্গ শহরে স্বপ্নরা আজও ছুটে চলে আর আমাকে ভাবায়। যে মেয়েটি একসময়ে আমাকে কথা দিয়েছিলো সে থাকবে আমার নিঃসঙ্গ শহরে , অথচ আমি তাকে ধরে রাখতে পারি নি নিজের ব্যর্থতায়, শুনেছি, সেও আজ ছুটছে। শহরে নতুন স্বপ্নের পেছনে সেও ছুটে গিয়ে মিশে যায় স্বপ্নের ভিড়ে।
তাই কারন অকারনে হেঁটে যাই আমার নিঃসঙ্গ শহরে আর উড়াই আমার স্বপ্নরে রঙ্গিন ঘুড়ি। উপরে তারক খচিত আকাশ আর নিচে ধূলিধুসর পদযুগল। সাপের মত আঁকাবাঁকা রেললাইন ছুঁয়ে যাওয়া পথ আমাকে হাত নেড়ে ডাকে অজানার পথে। এইতো আমার সেই চেনা ভালবাসার নিঃসঙ্গ শহর। যে শহরের প্রতিটি বাঁকে বাক্সে ভর্তি জমানো স্বপ্ন। আমার ভালবাসার বৃদ্ধা নিঃসঙ্গ শহর ।
সময়ের টানে আমি আজ বদলে গেছি বদলাই নি আমার নিঃসঙ্গ ভালবাসার শহর। মিল বলতে একটাই দুজনেই নিঃসঙ্গ। তবুও নিঃসঙ্গতার আড়ালে সুখস্মৃতি নিয়ে বেঁচে আছে আমার শহর। শুধু আমাতেই রয়ে গেল নিঃসঙ্গতা তবু ভালবেসে যাব চিরকাল।


মন্তব্য

শাহেনশাহ সিমন এর ছবি

হুমম...

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

লেখকের নাম কই?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হুম...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তানবীরা এর ছবি

হুমম
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ফারুক হাসান এর ছবি

ভাল লাগল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।