অতিক্রম

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২২/০৮/২০০৯ - ২:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

বন্ধু তুমি একটু দাঁড়াও
কিছুটা সময় পেছন ফিরে তাকাও
কিছু কি দেখতে পাও ?

দেখতে কি পাও সেই পথ ?
যেপথ তুমি অতিক্রম করলে
দেখতে কি পাও সেই ভুল
যে ভুলে তুমি আজ এখানে এলে
দেখতে কি পাও সেই মুখ
যে মুখ তুমি সবসময় খুঁজেছিলে

বন্ধু তুমি একটু দাঁড়াও
আয়নায় নিজেকে একটিবার দেখ
চোখে পড়ে কোনও পার্থক্য ?
সময় নিয়ে আকাশের দিকে তাকাও
দেখতে কি পাও বিশালতা ?
একটিবার মায়ের আঁচলের নিচে আবার ঘুমোও
খুঁজে পাও ছোটবেলার সুগন্ধ ?

বন্ধু বাস্তবতা কঠিন তবু স্বপ্ন দেখ
নিজের চাওয়াগুলো বুঝতে শেখ
একটাই জীবন, একটাই মন
মনের মানুষ হয় একজন।

....................

Bilashi....

বিলাসী


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।