আগামী আঁধারে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২৩/০৮/২০০৯ - ৩:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আগামী আঁধারে

সব কিছু শেষ হলে
দাবি বা অনুতাপ।
উৎসের দিকে বিভ্রান্তি আর দ্বিধা
ঠেলে দিয়ে
মানুষেরা একে অন্যের নাম চিবিয়ে
ক্লান্ত হতে থাকে।
ভিন্নতা আজীবন বাইরের
চৌকাঠ রাঙ্গায় উচ্ছাসে।
কৌশলী হাত অবিরাম মূল্য গুণে নিলে
মানুষ অথবা শ্রেষ্ঠকুল
বিনীত এবং সংযত উচ্চারণে
সন্তুষ্টির ভাষা শিখে।

নবীণ লেখকের গল্প থেকে
ঝাঁপাঝাঁপি করে কিছু ইঙ্গিত।
মৃত্যূকে ছন্দে আর ছন্দকে আগুনে
ঝলসে নিয়ে কেউ কাটে প্রশান্তির শব্দ সাঁতার।
পকেট ফাঁকা করে চরম উল্লাস কিনে
সূর্য উড়াক আকাশ পোড়া ছাই।

শত শত প্রখোর রোদ্রযুগ পার করে
দোমড়ান হৃদপিন্ডের শেষতম নিঃশ্বাস
ছায়াজন্মের মায়াবী আগলে আটকে থাকে।
ভোগ আর ভোগান্তির
কপর্দক গুণে গুণে দীর্ঘশ্বাস জমে গেলে
ছিন্ন দগ্ধ হাতে লিখে রেখো
সন,মাস,দিন।

গা
মী
আঁ
ধা
রে
ক্লান্তি মুছে দেব।


মন্তব্য

বালক এর ছবি

আগামী আঁধারে ক্লান্তি মুছে দেব।

ভালো লাগলো।

_____________________________________________
কার জন্য লিখো তুমি জলবিবরণ : আমার পাতার নৌকা ঝড়জলে ভাসে...

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ বালক।

নৈশী ।

কাজী আফসিন শিরাজী এর ছবি

ভালো লাগল নৈশী। অনেক শুভকামনা।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ। আপনার জন্যও অনেক শুভকামনা।

নৈশী ।

ফকির লালন এর ছবি

ভালো লাগলো।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ আপনাকে।

নৈশী ।

অতন্দ্র প্রহরী এর ছবি

চমৎকার লাগল কবিতাটা। আরো লিখুন।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ।

নৈশী।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বেশ ভালো লাগলো... নিয়মিত লিখুন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ নজরুল ভাই।

নৈশী ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।