পর্দা
সৈয়দ আফসার
পর্দার আড়ালে মুখ লুকাতে নেই
পাই-পাই করে চোখের সৌন্দর্য কমে
জানালার পাশে কক্ষনো যাবে না
হোক সে চেনা কিম্বা অচেনা
অচেনা থেকে গেলে পরিচয় পাবে
মুখঢাকা
যদি পর্দা সরে গিয়ে বাতাস ঢুকে আড়ালে
চোখ ফাঁকি দিতে পারবে না কেউ ছোঁয়ালে
মন্তব্য
মাথা চক্কর দিচ্ছে ভাই। পাই-পাই করেও কিছু বুঝে উঠতে পারলামনা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সচলের নবীন একজন পাঠক মাত্র।
সব কিছু এখনও ভাল ভাবে বুঝে উঠতে পারিনি।
পাঠের জন্য আপনাকে সাধুবাদ।
ভাল থাকুন।
সৈয়দ আফসার
কোথায় থেকে যেন কোথায় চলে গেল, ঠিক বোঝা গেলনা। মাহবুবের মতো আমারো মাথা চক্কর দিলো ভাই।
অ কবিতাটি পাঠের জন্য আপনাকে সাধুবাদ।
ভাল থাকুন।
সৈয়দ আফসার
ভাইডি, একটা শিশুতোষ প্রশ্ন ছিলো... কবিতা কি জানালার পর্দা নিয়ে, না বোরকার পর্দা? এই জায়গায় এসেই প্যাঁচ খেয়ে যাচ্ছি বারবার। শুরুর দিকে একটা ভেবে পড়ছিলাম, শেষে এসে মনে হলো আরেক।
আপনার আন্তরিকপূর্ণ মন্তব্যের জন্য কৃতার্থবোধ করছি।
ভাল থাকুন।
সৈয়দ আফসার
আমি বুচ্ছি পুরাই , কিন্তু আপনেগো কমু না
পাঠের জন্য কৃতজ্ঞ।
ভাল থাকুন।
আফসার তোমাকে এখানে দেখে ভালো লাগলো।
কবিতা ভালো হয়েছে।
_____________________________________________
কার জন্য লিখো তুমি জলবিবরণ : আমার পাতার নৌকা ঝড়জলে ভাসে...
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
পাঠের জন্য ধন্যবাদ।
আমি তো সচলে অতিথি, দেখা যাক কবে সচল হই।
আশা তোমাদের সবার সাথে থাকার।
ভাল থেকো।
পড়তে ভালো লেগেছে খুব। সে জন্যেই হয়তো এই কবিতা। অনেক সময় সব বুঝতে হয়না বা একেকজন একেক রকম বুঝতে পারে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
পাঠের জন্য বিনীত ধন্যবাদ।
ভাল থাকুন।
সচলে তোকে দেখে ভাল লাগছে। আশা করি নিয়মিত হবি। কবিতা ভাল হয়েছে। আরো পড়ার আশা রাখছি।
শাওন,
সচলে তোকে দেখেই আর লোভ সামলাতে পারিনি।
চলে এলাম তোর সাথে।
ভাল থাক।
শুভেচ্ছা।
পর্দার আড়ালে মুখ লুকাতে নেই
আফসার এখান থেকে সরতে পরছিনা। খুব খুব সুন্দর।
আরো লেখা আসুক আপনার
পাঠের জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।
কঠিন কবিতা, বুঝতে পারিনি ভাইয়া
জুহের,ঢাকা
পাঠের জন্য ধন্যবাদ।
ভাল থাকুন আপনি।
নতুন মন্তব্য করুন