আস্থা হারানো কাটা চামচ /সৈয়দ আফসার

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ৩১/০৮/২০০৯ - ১১:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আস্থা হারানো কাটা চামচ
সৈয়দ আফসার
আস্থা হারানো কাঁটা চামচ দীর্ঘশ্বাস!
বিগত দিনের মতো উড়ে যাচ্ছে না
অনুতাপ শুধু আস্থা হারাচ্ছে
ছানিপড়া চোখে
খাবার টেবিল-প্লেইট ঘষাঘষি কাঁটা চামচ
দেখছি আঙুলের ইশারা ঠিক সাড়ে পাঁচ
দীর্ঘশ্বাস আমাকে কেন যে গাঁথছ বুকে
ফাঁক গুগলে দাঁড়ানো অক্ষম শূন্যতা আমি
ভাঙাছাঁচ


মন্তব্য

আসমানী-মডু এর ছবি

আপনার দুটি ব্লগই প্রকাশিত হলেও প্রথম পেইজের বৈচিত্র্যের রক্ষার্থে ভবিষ্যতে দুটি ব্লগের মাঝখানে যথেষ্ট বিরতি নিতে অনুরোধ করা হল।

সৈয়দ আফসার [অতিথি] এর ছবি

ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন।

শাহেনশাহ সিমন এর ছবি

অতিথি হয়েও দু'টি পোস্ট করতে পারলেন দেখে অভিনন্দন জানাচ্ছি।

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সৈয়দ আফসার [অতিথি] এর ছবি

পাঠের জন্য ধন্যবাদ।

ভাল থাকুন।

ইমরুল কায়েস এর ছবি

খুব ভাল লাগল আপনার কবিতাটা। একটা পাঁচতারা দিয়ে গেলাম।
......................................................
পতিত হাওয়া

সৈয়দ আফসার [অতিথি] এর ছবি

পাঠের জন্য কৃতার্থবোধ করছি।
আপনার ব্লগস্পট দেখবো সময় করে।

ভাল থাকুন।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

বেশ ভালো লিখেছেন। সামনে আরো লেখা পারার প্রত্যাশায় থাকলাম।

সৈয়দ আফসার [অতিথি] এর ছবি

পাঠের জন্য ধন্যবাদ।

ভাল থাকুন।

অতন্দ্র প্রহরী এর ছবি

প্রথম দুই লাইনের পর একটা লাইন ব্রেক দিলে ভাল হতো। নাইলে এক নজরে দেখে মনে হচ্ছে যেন ওই দুই লাইনও কবিতার অংশ খাইছে

আমার কাছে দারুণ লাগল কবিতাটা। শিরোনামে 'কাঁটা' হবে, না?

সৈয়দ আফসার [অতিথি] এর ছবি

পাঠের জন্য ধন্যবাদ।

অনিচ্ছাকৃত ভুলের জন্য মার্জনা করিবেন।

ভাল থাকুন।

অতিথি লেখক এর ছবি

আস্থা হারানো কাটা চামচ

শিরোনামে চমকে গেলাম আফসার

"হামিদা আখতার"

সৈয়দ আফসার [অতিথি] এর ছবি

ঠাসকি খেলেন আপু, হা হা হা

পাঠের জন্য ধন্যবাদ।

ভাল থাকুন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।