কন্টকফুল
সৈয়দ আফসার
হাততালি দিয়ে দেখো খেয়াল-খুশির
অন্য-নাম হতে কি পারে না? আলাপ
চোখের ভেতর যে রকম চর্চা হয়
গোপন-পরিচয়
আমার তাড়া দেখে সেও বলছে 'নিজস্বঝগড়া'য়
খুলে দেখো; জোড়া চোখের ভেতর তিনটানে
লটকানো স্মৃতি পুরো অন্দরমহল...
খেয়াল-খুশির ভেতর কাকে তাড়া দিচ্ছো
সাত-সতের সেন্টিগ্রেটে কাঁপছে সুঁতো ও জাল
তাকে তাড়া শেখাতে এসে আন্তরিকফুলগুলো
দোটানায় বড় হতে হতে আমাকে শেখাচ্ছে কৌশল
কারিকুলাম: যেমন কন্টকফুল
মন্তব্য
কণ্টক হবে না? কবিতায়/শিরোনামে বানান প্রমাদ দেখলে মজাটা ছুটে যায়।
পাঠের জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।
এবং সুতো হবে।
অতিথি'র বানান ঠিক করার ক্ষমতা নেই।
ভুল বানানের জন্য দুঃখিত।
আপনার মন্তব্য পেয়ে ভাল লাগছে।
ধন্যবাদ আপনাকে।
নতুন মন্তব্য করুন