আনাজপাতির ঘ্রাণ / সৈয়দ আফসার

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১০/০৯/২০০৯ - ৬:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আনাজপাতির ঘ্রাণ
সৈয়দ আফসার

লাউ-কুমড়ার সাথে মনের বুঝা পড়া ভালো
আলু পটলের সাথে মিশে পড়ো তুমি--
যেন মানকচুর স্পর্শে আঁকা ডাঁটাওয়ালা শাক
আহা! ...কর্ডফিস ভাজা মচমচে চিপস্ কে-চাপ
পেট ভরে খাই কাঁথায় মুড়িয়ে মাথা নাক ঢেকে ঘুমাই
স্বপ্নভাঙারাতে শুশ্রূষা চাখি, পোড়াদেহ অবলীলায় সাজাই

বলছি, হলুদ-সবুজ লেবুর কাছে দেশি-বিদেশি অভিমান
মুঠো খুলে দেখি আমার হাতে শুধু আনাজপাতির ঘ্রাণ


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।