না আছে সাহেব কোম্পানী না আছে পরাধীনতা/তমিজ উদদীন লোদী

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১২/০৯/২০০৯ - ২:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জেনাটিক পদার্থের মতো এখন চারপাশে বহমান
আধিপতয়,রক্তপাত ও আনন্দ।
একটি চতুর্বলয় একটি ঘূর্ণাবর্ত কিংবা খোড়লের ভেতর
বাস করছে নৃশংসতা-খন্ড খন্ড মাংশ,ঊরু,কব্জি ও আঙ্গুল।

অনুষঙ্গের মতো প্যাসনের মতো লাল-নীল নৃশংসতা
যেন এক একটি নানা রঙের মুখোশ
ধূসর স্বপ্নগুলো যেন এক একটি সরীসৃপ
এদের চোখের জায়গায় লিঙ্গ আর হাতের জায়গায় অস্ত্র

ফুলেল ইচ্ছেগুলো ডাঁই করা ময়লার স্তূপ
স্বপ্নগুলো ছায়াচ্ছন্ন, বোধি বৃক্ষে চকচকে করাতের দাঁত
অথচ না আছে সাহেব কোম্পানী না আছে পরাধীনতা।

শার্সিতে জমাট কালো কালচে হলুদ
রাইফেলের ঠোঁটে ঝুলে আছে জীবনের পুলসেরাত।


মন্তব্য

ফকির ইলিয়াস এর ছবি

ভালো লাগলো , কবি ।
ভালো থাকুন। ভালো লিখুন ।

তমিজ উদদীন লোদী এর ছবি

ধন্যবাদ কবি।
ভালো থাকুন আপনিও।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনার লেখা বহু বছর আগে দৈনিক পত্রিকার ক্রোড়পত্রে পড়েছিলাম মনে পড়ে।

অতিথি লেখক এর ছবি

জ্বী,এক সময় দৈনিকগুলোতে প্রচুর লিখেছি।এখনো লিখি অনিয়মিত।
আপনাকে অশেষ ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।