দৃশ্যান্তর/তমিজ উদদীন লোদী

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৩/০৯/২০০৯ - ৬:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নিসর্গের মধ্য থেকে মাথা তুলে দাঁড়িয়েছে বসন্তে পা-দেয়া দ্রাবিড় মেয়েটি।
শীতের আনাজের মতো তার দুটি হাত তার দুটি পা-অনঘ শরীর।
দেবদারুবীথি,ঝাউবন,অশ্বত্থের নিচে সে দাঁড়িয়েছিল দেবীর মতন।

দুবছর পর এই মেয়ে যথেচ্ছচারিণী।যে তাকে লুব্ধ করেছিল সে-ই তাকে বিচারের কাঠগড়ায় তুলে দিয়ে গেছে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।