যতই হতে থাকে রাতের গভীর
ঘুমঘোরে জেগে ওঠে পাহারদার
ঘুমের সদৃশ্য, ঘুমন্ত মস্তিষ্ক
ঘুমন্ত রাত, ঘুমন্ত পাহারাদার
বাড়তে থাকে শব্দআলোড়ন
আঘাতে আঘাতে খুলতে থাকে স্নায়ুজট
জেগে থাকা চাঁদ
২.
ঘুম তাড়াতে যত উপাখ্যান
চোখের মণিতে জলের আবাসন
শব্দআলোড়ন, শব্দের মাত্রাকে উপেক্ষা করে
ঘুমের কোলে ঢলে পড়ে নিদ্রাদেবী
ঘুম-মৃত্যুর মাঝামাঝি জেগে থাকে আমার আত্মা
মন্তব্য
নাম কই? লেখা ভালো লেগেছে। ঘুমের মতো নিস্তব্ধ এক আবহ তৈরি করে।
নাম তো দিলাম এবার। কবিতার শিরোনামের সাথে আটকে দেয়া ছাড়া উপায় ছিলো না। অতিথি লেখকের আর কি বা করার আছে।
ধন্যবাদ পাঠের জন্য।
সুন্দর!!!
সৈয়দ আফসার
ধন্যবাদ আফসার।
ভালো থাকুন।
_________________
ঝাউবনে লুকোনো যায় না
শাহেনশাহ। বাদশাহী নাম
পাঠের জন্য বিনীত ধন্যবাদ প্রকৃতিপ্রেমিক।
দারুণ
ধন্যবাদ প্রহরী। ভালো থাকুন।
নতুন মন্তব্য করুন