লালসা / সৈয়দ আফসার

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৫/০৯/২০০৯ - ৯:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

লালসা
সৈয়দ আফসার

অবসর সে্ও হতে পারে কাতরধ্বনি—
পূর্ণকরা আশীবিষে প্রিয়তমার মন-মতিফুল
হৃদয়থলি স্নেহাতিবশে এতটা পৃথক যে
শঙ্খা নিরলে বিবশ-করা
আমার নিঃসঙ্গ দেহমিনার টেনে পক্ষপাত!
দুর্বলতা শূন্য-বিশ্রামাগার…

প্রেরণা আমাকে তাড়া দিচ্ছে ধূম্রজালে বোনা
জলশামুকসহ বর্ষাযাপনের দিনকাল—
আমাকে তাড়া করছে ঝরাপাতা; কৃষ্ণচূড়া

আমার অবসর পূর্ণমাঘমাস;
আর যা পেলাম লুকিয়ে রাখছি সংশয়াকুল নিঃশ্বাস
সম্ভাব্যতালিকায় চোখ-বুক-চুলসহ পাশাপাশি বসা
ইচ্ছের জলে ভিজে আসা আমারই ভাগে পোড়া লালসা


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

আমার অবসর পূর্ণমাঘমাস

হামিদা আখতার

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

পড়া হলো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।