চাকা গড়িয়েচছ।ছোট ছোট বিয়ারিং চাকা।
ঢাল বেয়ে কখনো নৌকার মতো লগি ঠেলে
শব্দ তুলে চাকাগুলো গড়িয়ে চলেছে।
ঝাঁ ঝাঁ রোদে।তুমুল বৃষ্টিতে।ঝড়ে জলে
চাকাগুলো গড়িয়ে চলেছে-
ছোট ঠেলাগাড়ি,আরোহীরা অষ্টাবক্র,নুলো
সাথে তার অন্ধ,খঞ্জ-
একটি বালক আর একটি কিশোরী।
'আল্লা নবীজির নাম---কোরাসে কোরাসে মেতে ওঠে পাড়া।'
সকালের হাওয়া থমধরা বিষন্ন একঘেয়ে।
মন্তব্য
এই বেওয়ারিশ কবিতার মালিকানা দাবী সংক্রান্ত নোটিশ গেড়ে রেখে গেলাম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কবিতা বেওয়ারিশ হবে কেন ভাই,অতিথি লেখক বলা আছে না?কবিতা যখন লেখা হয়েছে একজন তার শ্রষ্টা তো আছেই,কি বলেন?আর অতিথি তো আর চিরকাল অতিথি থাকবেনা,আশা করি।
বানান গুলো ঠিক ঠাক করে নিয়ে সুখপাঠ্য।
এখনো এই ব্লগে কী ব্যভারে দক্ষ হয়ে উঠতে পারিনি ভাই,দুঃখিত।
আপনাকে ধন্যবাদ!
কবিতাটা ল্যাকছে ক্যাঠা ??
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আপনার পরিশীলিত,মার্জিত ও সুন্দর ভাষায় অভিভূত।
এসে নিজের পরিচয়টা দ্যান গো...
পরিচয় দেয়া হয়েছে,কিন্তু যাই দেয়া হোক আখেরে ওই একটাই তো পরিচয় অতিথি লেখক।
আপনাকে ধন্যবাদ।
পরিচয় কোথায় দেয়া হয়েছে?
আপনার নাম লিখুন-এ সম্ভবত দিয়েছিলাম।কবিতার শিরোনামের সাথে দিতে পারতাম,কিন্তু তা দেয়া হয়নি।এখন তো ইচ্ছে করলেও বোধহয় দেয়া যাবেনা কিংবা হয়তো কোনো উপায় আছে যা আমার এখনো জানা নেই।
লেখার শেষে আপনার নিবন্ধিত নাম বা নিকটি উল্লেখ করে দিতে পারেন পরবর্তী পোস্টে।
অশেষ ধন্যবাদ আপনাকে।
শিরোনামের সাথে দিতে পারতাম,ততোটা খেয়াল করিনি।অন্য ব্লগে স্বাভাবিক ভাবেই নাম চলে আসে এখানেও তাই ভেবেছিলাম।পরবর্তী লেখায় কবিতার শিরোনাম ও নাম দুটোই আসবে আশা করি।
নতুন মন্তব্য করুন