দ্বিতীয় ধর্ষণ/তমিজ উদদীন লোদী

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১৭/০৯/২০০৯ - ৬:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মেয়েটি পাঁজাকোলা----মেয়েটি সারারাত
ধূর্ত শেয়ালেরা পার হয়ে গেছে কাঁটাঝোপ।

মেয়েটি বেঞ্চিতে মেয়েটি স্নানহীন
যে করেই হোক ধরে রাখতে হবে স্খলিত সীমেন
কিন্তু আজ যে ছুটির দিন আজ তো---
মেয়েটি নির্বাক,চোখ ভাষাহীন,স্থির।

আগামীকাল!আগামীকাল হরতাল।
হরতালে খুলবেনা কিছু,অতএব তুমি এসো
নিশ্চত পরশু,তাহলে পরশুই হবে সব।

কিন্তু সাবধানোংসল করবেনা।গোসলে
ধুয়ে যায় সব,সেক্ষেত্রে সীমেন থাকবেনা।
আচ্ছা বলতো,তোমাকে যখন পাঁজাকোলা--
তখন তুমি একটুও চিৎকার করোনি?
মোট কতজন?মানে কতজন ছিল ওরা?
বলো,বলো সংকোচ করোনা।

মেয়েটি নিশ্চল মেয়েটি ফালাফালা
মেয়েটি পাথরসম,ভেতরে ক্ষরণ,
মেয়েটি স্থাণুবৎ,মেয়েটি হিমশিম,
মেয়েটি জানেনা পরীক্ষার মানে
বোধহীন সে চলেছে দ্বিতীয় ধর্ষণে।


মন্তব্য

নুরুজ্জামান মানিক এর ছবি

মেয়েটি জানেনা পরীক্ষার মানে
বোধহীন সে চলেছে দ্বিতীয় ধর্ষণে।

দারুন ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ আপনাকে।আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
ভালো থাকুন,নিরন্তর।

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

অসামান্য একটা লেখা! সিম্পলি অওসাম!
সচলায়তনের "অতিথি লেখক" রে আমি খুব ভালা পাই। আপনি এতো ভালো কিভাবে লিখেন ?

অতিথি লেখক এর ছবি

আপনার অনুপ্রেরণাময় এই মন্তব্যে আমি খুবই আপ্লুত।লেখালেখিতে উৎসাহ বোধ করছি আপনার এই মন্তব্যে।
ভালো থাকুন,নিরন্তর।

স্বাধীন এর ছবি

চমৎকার! অসাধারণ লেখা আপনার। লিখে চলেন।

অতিথি লেখক এর ছবি

আপনাকে ধন্যবাদ।
আপনার উৎসাহ প্রদান আমাকে উৎসাহ যোগাচ্ছে।

স্পর্শ এর ছবি

চলুক


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ!

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দূর্দান্ত ভালো লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

অশেষ ধন্যবাদ আপনাকে।
এবার আর বেওয়ারিশ কবিতা বলবেন না নিশ্চয়ই।হাঃ হাঃ হা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এখানে তো নাম দিয়ে দিছেন, নাইলে এইটারেও দখল করতাম। কবিতাটা পছন্দ হইছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ!অনেক ভালো থাকুন।

মূলত পাঠক এর ছবি

ভীষণ ভালো, দারুণ কবিতা!

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ!
ভালো থাকুন,অদম্য।

আহমেদুর রশীদ এর ছবি

সেই কবে থেকে ভালো লাগে আপনার কবিতা।
খুবই ভালো লাগলো এই কবিতাটাও।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

অতিথি লেখক এর ছবি

আপনাকে অশেষ ধন্যবাদ!
খুব ভালো লাগলো আপনার কথা শুনে।
ভালো থাকুন,নিরন্তর।

সুধীর  এর ছবি

পড়ে মন খারাপ হয়ে গেল, কারণ এ কবিতার উদ্দেশ্যই বোধ হয় ছিল তাই।
কবি দারুন সফল।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ!
আপনার মন্তব্যে খুব প্রীত হলাম।
ভালো থাকুন,নিয়ত।

জি.এম.তানিম এর ছবি

চলুক
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ!
ভালো থাকুন,সুন্দর থাকুন।

হিমু এর ছবি

আপনি নিবন্ধন করেছেন কি?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

অতিথি লেখক এর ছবি

জ্বী, করেছি।

ইশতিয়াক রউফ এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ!

অবাঞ্ছিত এর ছবি

অসাধারণ লেখা।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন,নিয়ত।

অনিকেত এর ছবি

দুর্দান্ত---!!!

অতিথি লেখক এর ছবি

অশেষ ধন্যবাদ!
ভালো থাকুন,নিরন্তর।

erawati এর ছবি

atto shundor!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।