আমাদের পানশালা
ভাসাতে চেয়েছি নদী
দে না তোর বুক
আমাদের চিত্রাহরিণ
বসে আছে চুপচাপ
করেছে অসুখ।
আমাদের ভোর থেকে
ভাঙতে চেয়েছি আলো
দে না সম্মতি
আমাদের কামিনীবিকেল
কিনেছে নির্জনতা
এতটাই সংহতি!
আমাদের সাধগুলো
ভাঙতে চেয়েছি পথে
দেনা দু পা তোর
আমাদের সুচগুলো
আয়াসে হয়েছে বধূ
দে না সুতা তোর!
শেখ নজরুল, ঢাকা
মন্তব্য
আপনের নামও নজরুল? নাহ্, আমার নিকটা পাল্টাইতেই হইবো...
কবিতাটা ভালো লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ কবিতা ভালোলাগার জন্য। নজরুল ইসলাম আর শেখ নজরুল কোন সমস্যা তো নাই। ঈদশুভেচ্ছা।
ভালো লাগলো কবিতাটি।
কবিকে শুভেচ্ছা।
তমিজ উদদীন লোদী
ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? ঈদের শুভেচ্ছা।
কবিতা পড়ে কিছুই বুঝলাম না। দয়া করে যদি বঙ্গানুবাদ সহ শানেনযুল লিখে দিতেন, আমরা উপকৃত হতাম।
মন্তব্য লিখতে যে সময় নিয়েছেন সে সময়টা কবিতাটা আর একবার পড়ার পিছনে খরচ করুন আশাকরি বুঝতে পারবেন। আর এটা তো কোন হাদিস নয় যে শানেনুযল দেয়া উচিত হবে। ধন্যবাদ আপনাকে। সাথে ইদশুভেচ্ছা।
ভালো লাগলো ।আপনাকে শুভেচ্ছা।
নৈশী।
অনেক ধন্যবাদ আপনাকে। ঈদশুভেচ্ছা।
নতুন মন্তব্য করুন