শেষ বিকালের নিস্তেজ হয়ে পরা রোদটা স্পন্দিতার খুব ভাল লাগে। রোদের মিষ্টি আলোর জন্য যতটা না ভাল লাগে তার চেয়ে বেশি ভাল লাগে সূর্যের অসহায়ত্ব দেখে। দুপুরে যে সূর্যের আলোর প্রখরতায় ওষ্ঠাগত প্রায় প্রাণ, বিকালে সেই সূর্যটাই ম্রিয়মাণ, প্রেমিকার মত শরীরে সোহাগের আদর বুলিয়ে দেয়। মানুষকে আবেগে জরিয়ে রাখে এক অবর্ণনীয় মুগ্ধতায়। ঘণ্টা দুয়েক আগেও সূর্যের অসহনীয় তাপের কারণে রিকশাওয়ালারা হুড তুলে বসেছিল। কোথাও যাবার জন্য বিনয় করলেও যেতে চাইত না, আর এখন সেই সুর্যের উত্তাপ শরীরে মেখে রিকশাওয়ালা গুলো শহরময় ছুটে বেড়াচ্ছে। যাত্রীরা বলার আগে নিজেরা জানতে চায় "কোথায় যাবেন।"
শেষ বিকালের এই নুয়ে পরা সূর্যের রশ্মিটাকে স্পন্দিতা খুব ভালবাসে। নিজের শরীরে মাখতে চায় অনেক ক্ষণ। এই ম্রিয়মাণ কোমল রোদটাকে স্পন্দিতার মনে হয় প্রেমিকার আদর, বিশেষ মুহূর্তের উত্তাপ। তাই শরতের এই মেঘ মুক্ত আকাশের রোদটা স্পন্দিতা উপভোগ করে একা, এবং নিমগ্ন চিত্তে। দুই বছরের বাচ্চাটাকে ঘুম পারিয়ে একটা ইজি চেয়ার নিয়ে পশ্চিমের বারান্দায় বসে থাকে সূর্যাস্ত পর্যন্ত। বিশেষ কোন কাজ না থাকলে স্পন্দিতা সূর্যের এই আদর থেকে নিজেকে বঞ্চিত করতে চায় না।
আজ মনটা স্পন্দিতার খুব ফুরফুরে। রমজানের শেষ রোজা। স্বামী কুসুম বাড়ি ফিরে আসার দিন। কুসুম একটা বিদেশী কোম্পানির কাস্টোমার সার্ভিস বিভাগে কাজ করে। তার অফিস ঢাকার বাইরে। সবে মাত্র বদলি হয়েছে। এখনো পুরো পরিবার শিফট করেনি। তাই কুসুম পরিবারের সাথে ঈদ করতে ঢাকা আসছে। দুই বছরের মেয়ে "শব্দ" কয়দিন ধরে বাবার আসা নিয়ে রীতিমত গান গাওয়া শুরু করছে। গতকাল কুসুমের সাথে স্পন্দিতার কথা হয়েছে আজ সকালের গাড়িতে রওনা হবে, সন্ধ্যে নাগাদ পৌঁছে যাবে। দুপুরে দুই বার ফোনে চেষ্টা করেছে কুসুমের সাথে কথা বলার জন্য, কিন্তু কানেকশন পায়নি।
ইজি চেয়ারটা নিয়ে বারান্দায় বসে আছে স্পন্দিতা, হাতে মোবাইল ফোন। প্রতীক্ষা কুসুমের ফোনের। আজ স্পন্দিতার প্রতিদিনের মত বিকালের আলোটাকে আপন মনে হচ্ছে না। সূর্যের শেষ বেলার ম্রিয়মাণ আলোর যেন আজ ভালবাসা নেই। সূর্যের তেজটা যেন আজ এই বিকালেও বিদ্যমান। ফুরফুরে মন নিয়ে সূর্যের আলো নিজের শরীরে মাখার জন্য বসে এখন স্পন্দিতার বিরক্ত লাগছে। বারবার হাতের মোবাইলটার স্ক্রীনে চোখ যাচ্ছে। রিং হলেই মনে হচ্ছে কুসুমের ফোন। অন্য কারো নাম্বার দেখলেই কেটে দিচ্ছে। কথা বলতে ইচ্ছে করছে না স্পন্দিতার। নিজে আবার কুসুমকে ফোন করার চেষ্টা, রিং হচ্ছে, কিন্তু ধরছে না। চিন্তায় কপালে ভাজ পড়ল। সূর্যের নরম আলোটাও তার মনকে নরম করতে পারল না।
এইভাবে অনেক ক্ষণ চলে গেল। সূর্যের তেজ নরম থেকে নরম হতে লাগল। স্পন্দিতা ভাবছে একটু পর সূর্য ডুবে যাবে নিয়ম মেনে। পশ্চিম আকাশে দেখা যাবে ঈদের চাঁদ। টিভি রেডিও গেয়ে উঠবে "ও মোর রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ" গান। ভাবছে কুসুম ফোন ধরছে না কেন? আবার ভাবে ও যে ঘুম কাতুর, মনে হয় বাসে ঘুমচ্ছে। ঠিক সময় মত এসে মেয়েকে আর আমাকে চম্কে দিবে। মোবাইলের একটা মেসেজ টোন স্পন্দিতার ভাবনায় ছুরি চালাল। ভাবনা রেখে স্পন্দিতা মোবাইলটি হাতে নিয়ে মেসেজটা খুলে দেখে কুসুমের মেসেজ-" Dear Spondita, Eid Mubarak. I am extremely sorry to inform you that due to my office roster I am not capable to join with you on Eid day. I will be joint with you after one day of Eid day.Please forgive me. I am also sorry to my daughter. Thanks, Kusum "
***********************************
লেখক: দলছুট।
মন্তব্য
ভালো লেগেছে।
লেখাটা পড়ে ফোর্ট মাইনরের গানটার কথা মনে পরলো...
http://www.youtube.com/watch?v=FzAsBFj4fR8
ধন্যবাদ। গানটা আমার শোনা হয়নি। লিংকে গেলাম ফ্লাস মিডিয়া প্লেয়ার আমার না থাকাতে শুনতে পারলাম না।
তবে পরে চেষ্টা করব।
ঈদ মোবারক।
দলছুট।
===========
বন্ধু হব যদি হাত বাড়াও।
লেখা'র উন্নতি চোখে পড়ছে। বানান আর ফর্মেটিং খিয়াল কইরা
_________________
ঝাউবনে লুকোনো যায় না
ধন্যবাদ।
ঈদ মোবারক।
দলছুট।
==========
বন্ধু হব যদি হাত বাড়াও।
ভালো গল্প। ভালো লেগেছে। বিশেষ করে শুরুর দিককার বর্ণনা। কিন্তু ছেলের নাম 'কুসুম'?! নাম পছন্দ হয়নি।
লিখুন আরো।
গল্প ভালো লেগেছে জেনে খুশী হলাম। ধন্যবাদ।
কুসুম আমার এক হারিয়ে যাওয়া বন্ধুর নাম। ওকে অনেক দিন ধরে খুব মিস করছিলাম, তাই নামটা গল্পে ব্যবহার করলাম। খারাপ লাগার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।
ঈদ মুবারক।
দলছুট।
===========
বন্ধু হব যদি হাত বাড়াও।
মন্দ লাগেনি। বানানে আরেকটু মনোযোগ দিন- আগের চেয়ে যদিও অনেক কম - তবুও চোখে পড়ার মত...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ধন্যবাদ। লিখতে লিখতে াশা করি সব ঠিক হয়ে যাবে।
ঈদ মুবারক।
দলছুট।
=========
বন্ধু হব যদি হাত বাড়াও।
ভালো হইছে বস। একটু খটকা আছে যদিও।
বউ এর কাছে কি মানুষ এইরকম কাঠখোট্টা মেসেজ লেখে? একটু 'জান' বা 'পাখি/টাখি' ঢুকাই দিতেন ...
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
হাহাহাহা
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ধন্যবাদ। খটকা টা কী বললে খুশী হতাম। আসলে আমি অবিবাহিততো তাই বউয়ের কাছে কী রকম মেসেজ লিখে জানতাম না। আর জান/পাখি টাখি আমার কাছে ম্যাকি ম্যাকি লাগে। কৃত্রিম মনে হয়।
ইদ মুবারক।
দলছুট।
==========
বন্ধু হব যদি হাত বাড়াও।
খটকাটা ঐ মেসেজটাই ছিল।
ঈদ আপনার জন্য দীর্ঘ হোক ...
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
আমি জানি মেসেজটা বাংলায় দেয়া যেতো, একটু খটকা রাখার জন্যই শেষে ইচ্ছে করে ইংরেজীতে দিলাম।
আপনার ঈদ আনন্দময় হোক।
দলছুট।
===========
বন্ধু হব যদি হাত বাড়াও।
কুসুমের উচিৎ S@ifur's-এ ভর্তি হওয়া। কাশি দিলে কিভাবে ইংরেজীতে দিতে হয় সেইটা পর্যন্ত শিখাইয়া দেয়, আর ছোটখাট পত্রতো কোন ব্যাপার্স না।
আপনার মন্তব্যটা ঠিক বুঝলাম না। এখানে s@fur's আসলো কেন?
দলছুট।
ভাল লেগেছে কিন্তু এসএমএস টা বাংলায় হলে ভাল হত
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
প্রথম মন্তব্যের হাসিটা বুঝলাম না।
ভালো লেগেছে জেনে ভালো লাগল। আপনার মতামতের জন্য ধন্যবাদ।
ঈদ মুবারক।
দলছুট।
============
বন্ধু হব যদি হাত বাড়াও।
লেখক হিসেবে আপনার স্বাধীনতা তর্কাতীত। তারপরও আমার অভিমত হলো গল্পটা শেষপর্যন্ত দাগ কাটে নি আপনার সিদ্ধান্তহীনতার কারণে। এটা একান্তই আমার ধারণা। আমি হলে বাস এক্সিডেণ্টে কুসুমকে মেরে ফেলতাম আর অন্য কারো মাধ্যমে একটা লাস্ট-মেসেজ পাঠাতাম।
পাঠক হিসেবে আমাদের মন্তব্যে আপনার বিব্রত হবার কিছু নেই। আমাদের কথাগুলো আসলে একটা মিথষ্ক্রিয়া মাত্র। শেষপর্যন্ত আপনি আপনার দৃষ্টিভঙ্গিকেই ধারণ করবেন। এটা আপনার রাইট।
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
মেরে ফেললে কী গতানুগতিক হয়ে যেতো না।
ঋনাত্বক আমার ভালো লাগে না।
ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
দলছুট।
বিবাহিত লোক কিভাবে বউরে এসএমএস লিখে, তা জানার জন্য যদি আপনের বিয়া করতে হয়, তাইলে বিপদ। গল্পে খুনের বর্ণনা দেবার অভিজ্ঞতা জানতে নিশ্চয়ই খুন করবেন না?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আসলে তা না। আমি একটু গদ বাধা নিয়মের বাইরে একটু কাঠখোট্টা টাইপের মেসেজ ইচ্ছে করেই লিখেছি। বউকে জান, পাখি, চাঁদের কণা, এইসবতো সবাই বলে, তাই আমি নিজের রসকসহীন ভাষায় মেসেজটা লিখেছি। তানা হলে যে মন্তব্য করার কোন টপিকস থাকতো না।
গল্প কেমন লাগল সেটাতো বললেন না।
ধন্যবাদ।
দলছুট।
=============
বন্ধু হব যদি হাত বাড়াও।
ভালো, তবে শেষের দিকটায় কাহিনী ঠিক রেখে অন্যভাবে বা অরো গুছিয়ে লেখা যেত কি ?
যেতো, আসলে লেখার সময় যেটাকে ভালো মনে হয় সেটাই লিখি, পরে পাঠকের মতামত পড়ে মনে হয় অন্য রকম করলে ভাল হত। এটা অন্য রকম করে করলেও পাঠক বন্ধুরা বলত আর একটু অন্য রকম করলে ভালো হত, ভালোর কোন সীমা নেই-------
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।
দলছুট।
=============বন্ধু হব যদি হাত বাড়াও।
নতুন মন্তব্য করুন