স্মৃতিগাছ / সৈয়দ আফসার

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২১/০৯/২০০৯ - ২:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্মৃতিগাছ
সৈয়দ আফসার

স্মৃতি গাছে ফল ধরে না, যেমন শাওয়ারে হয়না পূর্ণস্নান
আর্তি-মর্মরতা তাকে বাঁধা হয়নি শূন্যে ঝুলে থাকো তুমি-
আর্তনাদ
যত চাওয়া চর্চা, ব্যাকুলতা ভালো লাগে দীর্ঘশয্যায়!
খুব নিকটে রাখছি নৈর্কট্যজন অনুতাপ গভীরতা
তাকে ছুঁয়ে জেনেছি পোড়াক্ষতে চিরকালের লুকানো
ভাঙাছাঁচ
বেদনায় গজিয়েছে পাতা তুমি শেকড়হীন পরাগ
আমাকে শুকনো ডালে দেখে চোরাহাওয়া সেজেছে
বৃষ্টি-অনুরাগ
পাতা ঝরে গেলে গাছে পড়ে থাকে শুকনো ডাল
শিকড়ে বেড়ে ওঠো তুমিসহ গাছের বাকল


মন্তব্য

তমিজউদদীন লোদী এর ছবি

তমিজ উদদীন লোদী
কবিতাটি পড়া হলো।
ঈদ মোবারক।
ভালো থাকুন,নিরন্তর।

তমিজ উদদীন লোদী

অতিথি লেখক এর ছবি

পাঠের জন্য সাধুবাদ।
ভাল থাকুন।

ফকির ইলিয়াস এর ছবি

যত চাওয়া চর্চা, ব্যাকুলতা ভালো লাগে দীর্ঘশয্যায়!
খুব নিকটে রাখছি নৈর্কট্যজন অনুতাপ গভীরতা
তাকে ছুঁয়ে জেনেছি পোড়াক্ষতে চিরকালের লুকানো

ভালো লাগলো , বেশ ।

অতিথি লেখক এর ছবি

ইলিয়াস ভাই,
ভাল থাকুন।

সুমন সুপান্থ এর ছবি

বেদনায় গজিয়েছে পাতা তুমি শেকড়হীন পরাগ

ব্রাভো আফসার ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

অতিথি লেখক এর ছবি

প্রীত হলাম।

ভাল থাকুন।

অতিথি লেখক এর ছবি

"শিকড়ে বেড়ে ওঠো তুমিসহ গাছের বাকল "

লাইনটা বেশ ভাবালো

ভালো থেকো আফসার

"হামিদা আখতার"

অতিথি লেখক এর ছবি

আপু
ভাল থাকুন।

আশরাফ মাহমুদ এর ছবি

ভালো লাগল।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ আপনাকে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।