সাহস / সৈয়দ আফসার

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২৬/০৯/২০০৯ - ৮:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

সাহস
সৈয়দ আফসার

একদিন তুমিই বলেছিলে
এতো সাহস কোথা থেকে পেলে
তোমার সাহস দেখে বুক কাঁপে...

হেসে বলে ছিলাম সবই কেরামতি
গেল বছরের স্মৃতি
কারণ মাটির গন্ধে আহত আমি
দূরের বীথি
হাত না-ছুঁলে ব্যথা ভারী হয় বাদ বাকি


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।